ওয়াজ মাহফিলের পাশের মেলাতে ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া

in আমার বাংলা ব্লগ8 months ago

IMG20231104202518.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে বুধবার, ১০ জানুয়ারি ২০২৪

আমার প্রিয় বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই। আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজ থেকে বেশ কিছুদিন আগের কথা সম্ভবত এটা প্রায় এক বছরের মত হয়ে যাবে। আমাদের গ্রামে ওয়াজ মাহফিল হচ্ছিল তখন আমি আপনাদের ভাইয়াকে সাথে করে সেখানে গিয়েছিলাম দেখার জন্য। যেহেতু ওয়াজ মাহফিল কে কেন্দ্র করে আমাদের এলাকাতে মেলা বসে তাই সেখানে অনেক মানুষের সমাগম হয়। আর আমাদের গ্রামের ওয়াজ মাহফিল দুই দিন যাবত হয়ে থাকে তাই এখানে পন্য সামগ্রী দোকানের সংখ্যা অন্যান্য জায়গার থেকে অনেক বেশি হয়।

IMG20231104201857.jpg

IMG20231104201854.jpg

সেখানে অনেক ধরনের দোকান বসে ছিল। যেহেতু এটা গ্রাম অঞ্চলের ওয়াজ মাহফিল তাই এখানে খেলনা সামগ্রীর দোকান এবং খাবারের দোকান সব থেকে বেশি বসে থাকে। আর আমি লক্ষ্য করে দেখেছি ওয়াজ মাহফিল এ যতটা বেশি মানুষ থাকে তার থেকে বেশি মানুষের সমাগম হয় এই ধরনের খেলনার দোকানে এবং খাবারের দোকানে। সব থেকে মানুষের সমাগম বেশি ছিল জিলাপির দোকানে। আমরা ভেবেছিলাম জিলাপি ক্রয় করব কিন্তু সেখানে এত বেশি পরিমাণে ভিড় ছিল যার কারণে আমরা জিলাপি ক্রয় করতে পেরেছিলাম না।

IMG20231104201843.jpg

যেহেতু আমরা সন্ধ্যার দিকে গিয়েছিলাম তাই সেখানে মানুষের সমাগমটা কিছুটা কম ছিল। আমরা সব জায়গা ভালোভাবে ঘুরেফিরে দেখলাম। জায়গাটিতে ঘুরতে আমার আসলেই অনেক ভালো লাগছিল।

IMG20231104201852.jpg

IMG20231104201846.jpg

IMG20231104201849.jpg

ঘোরাঘুরি শেষ হয়ে যাবার পরে আমরা বিভিন্ন ধরনের জিনিস খেতে শুরু করলাম। যেহেতু আমার ঝালের জিনিস খেতে সবথেকে বেশি ভালো লাগে তাই আমি চটপটি খাবার কথা বললাম। যখনই আমি চটপটি খাবার কথা বললাম তখনই আপনাদের ভাইয়া আমাকে নিয়ে চটপটির দোকানে চলে গেল। আমরা তিনজনে সেখানে ঘুরতে গিয়েছিলাম তাই আমরা তিনজনেই চটপটি খেলাম। খাওয়া শেষ হয়ে যাবার পরে বাড়ির জন্য বিভিন্ন ধরনের খাবার কিনে চলে আসলাম।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 8 months ago 

আসলে বর্তমানে গ্রাম অঞ্চলের এই শীতের মৌসুমে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। আর ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে যেন মেলার আয়োজন করা হয়। প্রত্যেকটা গ্রামে এই মেলা অনেক আনন্দময় মুহূর্তগুলো উপভোগ করা যায়। তাই আপনাদেরও মেলাতে ভ্রমণের মুহূর্তগুলো দেখে খুবই ভালো লাগলো। ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে।

 8 months ago 

ধন্যবাদ ভাইয়া। আপনি ঠিকই বলেছেন মেলাতে গিয়ে আমরা বেশ সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছিলাম ভাইয়া।

 8 months ago 

ওয়াজ মাহফিল যেখানে হয়, তার পাশেই দেখি এখন মেলা বসে। এই ব্যাপারটা আমাদের কলকাতাতেও আমি দেখেছি। যাইহোক, ওয়াজ মাহফিলের মেলাতে গিয়ে বেশ ভালই ঘোরাঘুরি করলেন যা জেনে ভালো লাগলো আপু। ঘুরাঘুরির শেষে আপনার প্রিয় চটপটিও খেলেন যা দেখছি তিনজনে মিলে। অতিরিক্ত ভিড়ের কারণে আপনার জিলাপি কেনা হলো না, বিষয়টা আফসোসের ছিল।

 8 months ago 

মেলাতে অনেক ভিড় ছিল ভাইয়া তারপরেও অনেক মজা করেছি।

 8 months ago 

ওয়াজমাহফিলে তো দেখছি খুব সুন্দর মেলা বসেছে।দোকান গুলোতে ভিরের কারণ সবাই মেলায় কেনাকাটা করে।গরম গরম মেলার জিলাপি খেতে দারুণ লাগে তাই তো এতো ভীর ছিলো।ঝালঝাল চটপটি খেতে কিন্তুু দারুণ স্বাদের হয়ে থাকে।ভাইয়ার সাথে ওয়াজমাহফিলে গিয়ে খাওয়া ও ঘোরার অনুভুতি গুলো দারুণ লাগলো।ধন্যবাদ সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

 8 months ago 

একদম ঠিক বলেছেন আপু গরম গরম জিলাপি খেতে দারুন লাগে। আপনার কমেন্ট পড়ে বেশ ভালো লাগলো ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60051.08
ETH 2417.58
USDT 1.00
SBD 2.43