হঠাৎ করে ছেলের সাথে ছোট মাছ ধরার অনুভূতি।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুরা
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজ শুক্রবার ,৫ সেপ্টেম্বর ২০২৫
হ্যালো বন্ধুগণ কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব পানির স্রোতে নেট জাল দিয়ে মাছ ধরার অনুভূতি। এখন ভাদ্র মাস আর যখন তখন বৃষ্টি হচ্ছে। যখন খুব বেশি বৃষ্টি হচ্ছে তখন নদী নালা খাল বিলের পানি ছোট ছোট পথ ধরে বয়ে চলে যাচ্ছে। ঠিক তেমনই একটা ছোট্ট পানি ধারা থেকে আমরা অনেকগুলো মাছ ধরেছিলাম গতকালকে। আজকের সেই পোস্ট আপনাদের মাঝে শেয়ার করব। অনেকদিন পর এভাবে চাষ বিহীন মাছ ধরার অনুভূতি খুবই আনন্দদায়ক ছিল। সত্যি বলতে গেলে আমার কাছে তো ভীষণ ভালো লাগছিল। কোন চাষ ছাড়াই যে এত সুন্দর ভাবে এতগুলো মাছ পাওয়া যাবে ভাবতেই পারিনি। আপনারা প্রথম একটি পাত্রের কয়েকটা মাল দেখতে পাচ্ছেন এই মাছগুলো সর্বপ্রথম জালে ধরা পড়েছিল। তাই অল্প কয়েকটা এরপর থেকে অনেক অনেক করে মাছ পেয়ে ছোট মাছ প্রায় হাফ কেজির বেশি পেয়েছিলাম। কিভাবে মাছ ধরার প্রস্তুতি শুরু হলো এবং তার ভেতরের অনুভূতি ও আনন্দটা এখন আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আপনাদের ও মাছ ধরতে ভীষণ ভালো লাগে তাই আমার এই পোস্টটা ও ভালো লাগবে।
এবার বর্ষাতে বেশ বৃষ্টি হয়েছে। অনেক এলাকাতে বন্যা দেখা গিয়েছে। তবে আমাদের এলাকাতে বন্যা হয়নি কিন্তু বেশ বৃষ্টি হয়েছে। পুকুর খাল বিল সব পানিতে ভর্তি হয়ে গেছে। এমনকি পুকুর ভাটিয়ে পাড়ের এপারে পানি চলে এসেছে। একজনের পুকুর থেকে আরেকজনের পুকুরে মাছ চলে গিয়েছে। সবাই তাদের নিচু জমির পুকুর গুলোর চারপাশে শক্ত নেট জাল দিয়ে শক্ত করে বেঁধে রেখেছে। তবে অতিরিক্ত বৃষ্টির পানিতে খাল বিল তাছাড়া নিচু নিচু জায়গাতে পানি জমে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ছোট বড় মাছ। আর এরকম মুক্ত পানিতে যে সমস্ত মাছ হয় সেগুলো সবগুলোই দেশি মাছ। দেশে মাছ খেতে যেমন স্বাদ এর দামও তেমন বেশি। আমার শ্বশুর এবার ৩৫০০ টাকা দিয়ে জাল কিনেছে মাছ ধরার জন্য। আমাদের ধান ক্ষেতের মাঠের মধ্যে পানিতে ধান ডুবে গেছে। আর সেখানে প্রচুর মাছ দেখা দিচ্ছে। যেমন কৈ মাছ, টাকি মাছ, চিংড়ি মাছ ,ছোট মাছ, মলা মাছ বিভিন্ন জাতের মাছ । তবে আমরা কিন্তু মাঠে গিয়ে এই মাছ ধরি নি। আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে তবে আমাদের বাড়ির সামনে রাস্তা তারপর পুকুর। এবং পুকুরের অন্য পাশে রাস্তা আবার পুকুর। এবার অতিরিক্ত পানিতে পুকুর ঘাটিয়ে গেছে আর আমাদের পড়ে থাকা জমিতে প্রচুর পানি জমেছে। এখন রোদ হচ্ছে তাই পানি মাঠের দিকে যাওয়ার জন্য সুন্দর করে একটা রাস্তা করে দিয়েছে। আবার রাস্তার তল দিয়ে ছোট্ট একটা ব্রিজ রয়েছে ।
এবার সেই ব্রিজের নিচে পানি বের হওয়ার যে রাস্তা রয়েছে সেখান দিয়ে দেখা যাচ্ছে প্রচুর ছোট মাছ। যে যখন সময় পাচ্ছে তার ইচ্ছেমতো মাছ ধরছে। বিষয়টা দেখে আমার শ্বশুর আবু রায়হানকে নিয়ে চলে গেল। আবু রায়হান মাছ ভীষণ পছন্দ করে। যেহেতু আমাদের বাড়ির পাশেই তাই আমি এবং আমার শাশুড়ি ও চলে গেলাম মাল দেখার জন্য। আমার শশুর ছোট দুইটা জাল নিয়ে গেল। একটা জাল পিছনে এবং একটা জাল সামনে পেতে রাখল। পানি তার নিজ গতিতে স্রোতের সাথে চলে যাচ্ছে। কিন্তু মাছগুলো জালে বাধা করছে। খুবই ছোট ছোট পুঁটি মাছ,টাকি মাছ,চিংড়ি মাছ অন্যান্য ধরনের আরো দুই তিন রকমের মাছ। তবে মাছগুলোর সাইজ ছোট ছিল। কিন্তু এই যে ধরার একটা আনন্দ এটা আমার ভীষণ ভালো লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছিল আবু রায়হানের হাসিখুশি দেখে। কি যে আনন্দ যখন মাছ এসে জালে বাধা পড়ছে তখন সে দেখছে। আর আমার শ্বশুরকে ডাকছে দাদা দেখো দাদা দেখো। এমনভাবে ব্রিজের উপর দাঁড়িয়ে ছিল মনে হচ্ছিল স্রোতের সাথে ও পানির মধ্যে পড়ে যাবে।
আপনারা একদম শেষের ছবি দুইটা দেখলে বুঝতে পারবেন। কতটা কাছাকাছি ছিল যদিও পানি কম ছিল তারপরেও ওর মধ্যে পড়ে গেলে তো সমস্যা। তবে ভীষণ আনন্দ পেয়েছিলাম। আমরা দশ মিনিট মত ওখানে ছিলাম তারপরেও অনেক মাছ পেয়েছিলাম। ভীষণ ভীষণ আনন্দ পেয়েছি এতদিন পরে এভাবে মাছ ধরতে দেখে। আমার শ্বশুর একটা জাল তুলে আমাকে দিচ্ছে আরেকটা ওখানে রেখে দিচ্ছে মাছ ধরার জন্য। আর আমি দ্রুত মাছগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি। ব্যাস এভাবে মাছ ধরার আনন্দটা উপভোগ করেছি। আপনাদের মাঝে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারো আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
আপনার ছেলের সাথে ছোট মাছ ধরার অনুভূতি জানতে পেরে অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেন আপু।
ধন্যবাদ ভাইয়া।
https://x.com/MstFatema137069/status/1964339865694155080?t=DTGN4dw6fcK7vE3HnFQcoQ&s=19