ডাই: রঙিন কাগজের ওয়ালমেট তৈরি

in আমার বাংলা ব্লগ11 months ago

IMG_20231112_061709-COLLAGE.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে রবিবার, ১২ নভেম্বর ২০২৩

আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই। আশা করছি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে সকাল সকাল আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব রঙিন কাগজ দিয়ে একটি ওয়ালমেট তৈরি। রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো কিছু তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। কিন্তুু এগুলো তৈরি করতে অনেক সময় লাগে। তবুও আমি আজকে আপনাদের সাথে একটি ওয়ালমেট তৈরি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আমি এখন ধাপ গুলো শুরু করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
রঙিন কাগজ
কাঁইচি
গাম

ধাপ-১

IMG_20231101_104950.jpg

প্রথমে আমি সব উপকরণগুলো নিয়ে নিলাম। এখানে রয়েছে কাঁইচি,গাম ও রঙিন কাগজ।

ধাপ-২

IMG_20231101_110905.jpg

এরপর একটি হলুদ রঙের কাগজ নিয়ে চার ভাগ করে কেটে দিলাম।

ধাপ-৩

IMG_20231101_111447.jpg

IMG_20231101_111021.jpg

IMG_20231101_110934.jpg

এরপর কাগজ গুলো জড়িয়ে গাম লাগিয়ে চারটা লম্বা লম্বা ডাল তৈরি করে নিলাম।

ধাপ-৪

IMG_20231112_061604-COLLAGE.jpg

এরপর কমলা রঙের কাগজ কেটে ফুল তৈরির জন্য ভাজ দিয়ে দিলাম।

ধাপ-৫

IMG_20231112_061611-COLLAGE.jpg

IMG_20231101_112143.jpg

IMG_20231101_112058.jpg

এরপর ভাঁজ দেওয়া কাগজ কাঁইচি দিয়ে কেটে ফুল তৈরি করে নিলাম। একই পদ্ধতি ব্যবহার করে অনেকগুলো ফুল তৈরি করে নিলাম।

ধাপ-৬

IMG_20231101_111758.jpg

IMG_20231101_111525.jpg

এরপর আগে থেকে হলুদ রঙের কাগজ দিয়ে যে চারটা ডাল তৈরি করে রেখেছিলাম সেগুলো গাম লাগিয়ে একটি বর্গ তৈরি করে নিলাম।

ধাপ-৭

IMG_20231112_061651-COLLAGE.jpg

এরপর ফুল গুলোর মাঝখানে গাম দিয়ে আমি চার কোনায় তিনটি করে ফুল লাগিয়ে নিলাম।

ধাপ-৮

IMG_20231101_112608_HDR~2.jpg

IMG_20231101_112616_HDR~2.jpg

IMG_20231101_112551_HDR.jpg

IMG_20231101_112538_HDR.jpg

আর এরই মধ্যে দিয়ে আবার আজকে রঙিন কাগজ ব্যবহার করে ওয়ালমেট তৈরি করা শেষ হলো। আজকের তৈরি ওয়ালমেটটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি ভালোই লেগেছে। আজকে এই পর্যন্তই শেষ ।আগামী দিন নতুন একটি পোস্ট দিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করব।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করতে আপনার অনেক বেশি ভালো লাগে এটা জেনে খুশি হলাম। তবে আসলেই এটা তৈরি করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। ব্যক্তিগতভাবে আমি মনে করি সময় নিয়ে যদি কোন জিনিস তৈরি করা হয় তাহলে সেটা অবশ্যই সুন্দর হবে যেমন আপনার এই ওয়ালমেট দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 11 months ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া এগুলো তৈরি করতে অনেক সময় লাগে।

 11 months ago 

রঙিন কাগজ ব্যবহার করে যে জিনিস তৈরি করা হোক না কেন তা অবশ্যই সুন্দর হবে।। তেমনি আপনিও রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে ওয়ালমেট তৈরি করেছেন। চারপাশে ফুলগুলো দিয়েছেন দেখে আরো ভালো লাগতেছে। ফুলের ভেতরে পুঁতি দিলে আরো বেশি ভালো লাগতো।

 11 months ago 

পরবর্তীতে এরকম ওয়ালমেট তৈরি করলে ফুলের ভেতরে পুঁথি দেওয়ার চেষ্টা করব ভাইয়া।

 11 months ago 

রঙিন কাগজ এমনিতেই অনেক বেশি পরিমানে সুন্দর হয়ে থাকে। আর যদি এই রঙিন কাগজ দিয়ে কোনো কিছু তৈরি করা হয় তাহলে তো আর কোনো কথাই নেই।আর আপনি যেভাবে এই কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে ফেলেছেন তা একদম মনোমুগ্ধকর৷ আর চারপাশে ছোট ছোট ফুল দেওয়ার কারনে এটিকে অনেক সুন্দর দেখা যাচ্ছে৷

 11 months ago 

ছোট ছোট ফুল দেওয়ার কারনে দেখতে ভালো লাগছে তবে বড় ফুল দিলেও হয়তোবা আরো সুন্দর লাগতো। ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

রঙিন কাগজের ওয়ালমেট দেখতে অসম্ভব সুন্দর লাগছে। বিশেষ করে ডিজাইন এবং কালার কম্বিনেশন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 11 months ago 

কালারের বিষয়টা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 11 months ago 

ডাই প্রজেক্ট মানেই দারুন কিছু, যেকোন ডাই রঙিন কাগজ দিয়ে তৈরি করলে অসম্ভব সুন্দর লাগে। আপনার ডাই প্রজেক্ট অনেক সুন্দর ছিল। দেয়ালে টাঙ্গানো হলে অনেক সুন্দর দেখাবে। ধন্যবাদ আপু চমৎকার কাজটি উপহার দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

জী ভাইয়া যে কোন ডাই প্রজেক্ট দেখতে আমার ভীষণ। তবে এটা ঠিকই বলেছেন যেগুলো দেয়ালে টাঙিয়ে রাখলে দেখতে আরো বেশি ভালো লাগে।

 11 months ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু বানাতে আমার কাছেও খুবই ভালো লাগে। কিন্তু এরকম ওয়ালমেট কখনো তৈরি করা হয়নি। সবাই অনেক সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করে। খুব ভালো লাগে দেখতে। আপনার আজকের ওয়ালমেটটা খুবই চমৎকার হয়েছে। ছোট ছোট ফুল গুলোর কারণে দেখতে আরো বেশি ভালো লাগছে। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 11 months ago 

চেষ্টা করে দেখবেন ওয়ালমেট তৈরি করার নিজের কাছে অনেক ভালো লাগবে। ধন্যবাদ আপু।

 11 months ago 

আপনি ঠিক বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে যেকোনো ওয়ালমেট তৈরি করতে ভীষণ ভালো লাগে এবং ওয়ালমেট তৈরি করতে যথেষ্ট সময়ের প্রয়োজন হয়। সময় যতই লাগুক না কেন। লাস্টে দেখার পর আর সুন্দর মন্তব্য পেলে অনেক ভালো লাগে। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন আর এই ধরনের ওয়ালমেট আমি আগেও তৈরি করেছি এবং আপনারটা অনেক সুন্দর হয়েছে। আপনি কালার কম্বিনেশন টা অনেক সুন্দর করে ঠিক রেখেছেন এবং অনেক সুন্দর ছিল আপু। এই ওয়ালমেটটির জন্য আপনি প্রশংসার দাবিদার। আমার কাছে ভীষণ ভালো লাগলো

 11 months ago 

এগুলো তৈরি করতে সময় লাগলেও যখন সম্পূর্ণ তৈরি হয়ে যায় তখন দেখতে খুবই ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করলে আমার কাছে তা দেখতে খুব ভালো লাগে। আমি সময় পেলে রঙিন কাগজ দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করার চেষ্টা করি। রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করলে একটু বেশি সুন্দর লাগে। আর এই ওয়ালমেট যদি ঘরের দেয়ালে লাগানো হয়, তখন তো আরো বেশি ভালো লাগবে দেখতে।

 11 months ago 

আপনাদের কাছ থেকেই এরকম সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি শিখেছি আপু আপনাকে অনেক ধন্যবাদ।

 11 months ago 

রঙিন কাগজের ওয়ালমেট গুলো বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে। আপনি খুবই দক্ষতার সাথে ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। যা দেখে মুগ্ধ হয়ে গেছি। প্রতিটা ধাপ সুন্দর ভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করেছেন যা ওয়ালমেট তৈরি অনেকটা বুঝতে সুবিধা হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ধন্যবাদ ভাইয়া। আপনারা এই পোস্ট দেখে যেন শিখতে পারেন তাই এভাবে তৈরি করেছি।

 11 months ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। খুবই ভালো লাগলো, ধাপগুলো দেখে শিখে নিলাম। পরবর্তীতে তৈরি করবে ইনশাল্লাহ।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
SBD 2.55