রঙিন কাগজ দিয়ে কিউট কলমদানি তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ? আশা করি ভাল আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি একটি ডাই পোস্ট করব ।রঙিন কাগজ দিয়ে নতুন কিছু বানানো চেষ্টা করব।আর আজকে আমি রঙিন কাগজ দিয়ে একটি কলমদানি তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার তৈরি করা রঙিন কাগজ দিয়ে কলমদানি।

IMG_20221225_200058.jpg

আমি কাগজ দিয়ে এবং আরো বিভিন্ন জিনিস দিয়ে ডাই এবং ক্রাফট বানাতে খুবই ভালোবাসি এবং পছন্দ করি। তাই যখনই আমার ইচ্ছে করে তখনই আমি কাগজ দিয়ে এবং আরো বিভিন্ন জিনিস দিয়ে নতুন কিছু বানানোর চেষ্টা করি। আগে আমি অনেক ধরনের ডাই এবং ক্রাফট তৈরি করেছি কাগজ দিয়ে আরো বিভিন্ন ধরনের জিনিস দিয়ে ।আজকে আমি আবার একটি ডাই তৈরি করেছি রঙিন কাগজ দিয়ে। আজকে আমি তৈরি করেছি রঙিন কাগজ দিয়ে একটি কিউট কলমদানি। রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করি আমি হঠাৎ মাথা এলো একটি কলমদানি তৈরি করব ।কি দিয়ে কলমদানি তৈরি করব সেটাই চিন্তা করছিলাম ।তখন হঠাৎ চোখে পড়লো একটি চিপসের প্যাকেট। কয়েকদিন আগে একটা চিপস খেলাম সে চিপসের প্যাকেট টায় চোখে পরলো সেটা দিয়ে আমি একটি খুব কিউট কলমদানি বানিয়ে নিয়েছি । রঙিন কাগজ দিয়ে বানিয়ে তারপর রং দিয়ে আমি একটি কিউট চেহারা কলমদানির উপর আর্ট করে নিয়েছি।

উপকরণ:-
রঙিন কাগজ
পেন্সিল
কাঁচি
গাম
স্কেল
পোস্টার রং
আর্ট ব্রাশ

IMG-20221225-WA0026.jpg

তৈরি করার পদ্ধতি:-

ধাপ:-১

রঙিন কাগজ দিয়ে কলমদানি তৈরি করার জন্য আমি প্রথমে একটি গোলাপীর রঙিন কাগজ নিয়েছি। মাঝখান থেকে গোলাপি রঙিন কাগজটি কাঁচি দিয়ে কেটে নিলাম।

IMG-20221225-WA0027.jpg

ধাপ:-২

চিপসের প্যাকেটটি নিয়ে নিলাম এবং চিপসের প্যাকেটের মধ্যে ঘাম লাগিয়ে নিব।আগে দেখে নিলাম কাগজটি চিপসের প্যাকেট মাপ নিলাম।

IMG-20221225-WA0042.jpg

IMG-20221225-WA0028.jpg

ধাপ:-৩

চিপসের প্যাকেট এর এক অংশে গাম লাগিয়ে নিব। চিপসের প্যাকেট আমি গাম লাগিয়ে নিলাম।

IMG-20221225-WA0041.jpg


ধাপ:-৪

গাম লাগানো অংশে আমি গোলাপি রঙিন কাগজটি আমি লাগিয়ে নিয়েছি। তারপর রঙিন কাগজ শেষ অংশটি লাগিয়ে নিয়েছি গাম।

IMG-20221225-WA0030.jpg

IMG-20221225-WA0031.jpg


ধাপ:-৫

গাম লাগিয়ে চিপসের প্যাকেটাকে পোলাপি করে নিয়েছি। এখন আমি কলমদানির উপর আর্ট করে নিব।

IMG-20221225-WA0040.jpg

ধাপ:-৬

পেন্সিল দিয়ে এখন আমি গোলাপি রঙিন কাগজের উপর আর্ট করে নিয়েছি। দুটো চোখ আর্ট করলাম এবং একটি গাল আর্ট করেছি।

IMG-20221225-WA0032.jpg

ধাপ:-৭

সাদা রং এর পোস্টার রং নিয়েছি। আর্ট ব্রাশ দিয়ে আমি পেন্সিল আর্ট করা চোখ সাদা রং করে নিয়েছি।

IMG-20221225-WA0038.jpg

IMG-20221225-WA0036.jpg

ধাপ:-৮

কালো রং এর পোস্টার রং নিয়েছি।কালো রং দিয়ে চোখ চোখের মধ্যে ডিজাইন করে নিলাম।

IMG-20221225-WA0034.jpg

IMG-20221225-WA0035.jpg

ধাপ:-৯

এখন আমি কলমদানির মধ্যে আর্ট করে নিব কালো রং দিয়ে। আর্ট ব্রাশ দিয়ে আমি কিউট কলমদানির মধ্যে একটি সুন্দর গাল আর্ট করে নিয়েছি ।

IMG-20221225-WA0037.jpg

শেষ ধাপ:-

তৈরি করে ফেলেছি রঙিন কাগজ দিয়ে কলমদানি। ঘরের অনেক অপ্রয়োজনীয় জিনিস যেগুলো আমরা ফেলে দিতাম সেগুলো দিয়ে অনেক কিছু তৈরি করে আবার ব্যবহার করা যায় পুনরায় । যেমন আমি চিপসের প্যাকেটটি ফেলে দিতাম। তার মধ্যে একটি সুন্দর কর্মদানী তৈরি করে ফেলেছি। আশা করি আপনাদের কাছে আমার তৈরি করা কলমদানি ভালো লাগবে।

IMG_20221225_200058.jpg

IMG_20221225_200034.jpg

IMG_20221225_200024.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি। আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

Sort:  
 2 years ago 

খুব সুন্দর একটি আইডিয়া। আপনার তৈরি করা কলমদানিটি বেশ সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ বেশ সুন্দর করে উপস্থাপন করেছেন। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কিউট কলমদানি তৈরি বাহ্ চমৎকার আইডিয়া ছিলো। সত্যিই যেনো দেখতে কিউট লাগতেছে। চোখ গুলো অনেক সুন্দর হয়েছে। রঙিন কাগজের ডাই প্রজেক্ট গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটা কলমদানি তৈরি করেছেন আপু। আসলে কলমদানি টা বেশ কিউট লাগছে। রঙিন কাগজ এর যে কোন ডাই দেখতে বেশ ভালো লাগে আমার কাছে।চিপসের প্যাকেটটি ভালো কাজে দিয়েছে আপু। ধাপগুলো অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

চিপসের প্যাকেট দিয়ে তৈরি করা কলমদানি দারুন হয়েছে আপু। রঙিন কাগজের ব্যবহার করাতে দেখতে আরও বেশি সুন্দর লাগছে। আসলে ঘরে পড়ে থাকা অনেক জিনিস দিয়ে নতুন কিছু তৈরি করা যায়। যেগুলো খুব সহজেই ব্যবহার উপযোগী করে তোলা যায়। তেমনি আপনিও নতুন কিছু তৈরি করার চেষ্টা করেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

হাতের তৈরি এ ধরনের প্রতিভা গুলো দেখতে খুবই ভালো লাগে। আপনি চিপসের কৌটা এবং রঙিন কাগজ রং দিয়ে সুন্দর কলমদানি তৈরি করেছেন।

 2 years ago 

আপু রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস বানালে দেখতে খুব সুন্দর লাগে। আপনার রঙিন কাগজ দিয়ে কলমদানি দেখতে সত্যি কিউট লাগছে। কলমদানির মধ্যে কার্টুনের ইমোজি দেওয়াতে দেখতে আরও বেশি সুন্দর লাগছে।ধন্যবাদ এত সুন্দর একটি কলমদানি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের ডাই তৈরি করতে আমার কাছেও খুব ভালো লাগে। আপনি আজকে চিপসের প্যাকেটটি পেয়ে তো ভালো হয়েছে। খুব সুন্দর একটি কলমদানি তৈরি করেছেন। বিশেষ করে বাইরে কার্টুনের ইমোজি দেওয়ার কারণে দেখতে আরো বেশি চমৎকার লাগছে। ধাপগুলো সুন্দর দেখিয়েছেন। সব মিলিয়ে ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপু।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর করে কলমদানি তৈরি করেছেন। দেখে সত্যি খুব ভালো লাগলো। আপনার কলম দানি তৈরি করার প্রক্রিয়া খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন । কাগজে তৈরি করা কলমদানি দেখতে বেশ সুন্দর লাগছে। এত সুন্দর ভাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর কলমদানি তৈরি করেছেন। সত্যিই আপনার কলমদানি তৈরি করে উপস্থাপন দেখে শিখে নিলাম, পরবর্তী তৈরি ইনশাআল্লাহ।

 2 years ago 

আমাদের কোন জিনিসই যে ফেলনা নয় সেটি আপনার থেকে আবারও বুঝতে পারলাম। আপনি আপনার ফেলে রাখা চিপস এর প্যাকেট এবং রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি কলমদানি বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ধাপের উপস্থাপন এবং বর্ননা আপনি চমৎকার ভাবে তুলে ধরেছেন। এমন হাতের কাজগুলো দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগে। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76530.78
ETH 3054.36
USDT 1.00
SBD 2.63