দুটো পাখি গাছের ডালে বসে থাকা দৃশ্য আর্ট।
কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে ।আজকে একটি ভিন্ন ধরনের নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি পোস্ট করছি একটি আর্ট। আজকে আমি আর্ট করেছি দুটো পাখি গাছের ডালে বসে থাকা দৃশ্য। আশা করি আপনাদের কাছে আমার আর্ট টি ভালো লাগবে।
আজকে আরেকটি নতুন আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। অনেকদিন ধরে রং দিয়ে আর্ট করা হয় নাই সেজন্য ভাবলাম আজকে একটা রং দিয়ে আর্ট করি। আর আমি সুন্দর একটি আর্ট করেছি। আজকে দুটো পাখির গাছের ডালে বসে থাকার সুন্দর একটি দৃশ্য আর্ট করেছি। আর্ট করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখতে অনেক ভালো লাগে।আমি আজকের আর্ট কিভাবে করেছি তা আপনাদের সামনে বর্ণনা করে দেখাবো। আশা করি আমার আজকের আর্ট দেখে আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের আর্ট ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। তাহলে পরবর্তীতে আরো সুন্দর কিছু আঁকার চেষ্টা করব।
আর্টের বিবরণ:-
•আর্ট বই
•আর্ট ব্রাশ
•পোস্টার রং
•পেন্সিল
•স্কেল
•রবার
ধাপ:-১
প্রথমে আমি পেন্সিল দিয়ে খুব সুন্দর করে আর্ট করে নিলাম।
ধাপ:-২
এরপর আমি হলুদ রঙের পোস্টার রং নিয়ে নিলাম আর্ট করার জন্য। হলুদ রং দিয়ে কিছু অংশ আর্ট করে নিলাম।
ধাপ:-৩
এরপর আমি কমলা রঙের পোস্টার রং নিয়ে নিলাম আর্ট করার জন্য। কমলা রং দিয়ে কিছু অংশ আর্ট করে নিলাম।
ধাপ:-৪
এরপর আমি লাল রঙ দিয়ে আর্ট করলাম। লাল রং দিয়ে আর্ট করার পর কালো রং দিয়ে আর্ট করে নিয়েছি।
ধাপ:-৫
এরপর আমি কালো রং দিয়ে গাছের ডালগুলো আর্ট করে নিলাম।
ধাপ:-৬
এরপর আমি লাল রঙ দিয়ে গাছে ডালের মধ্যে দুটো পাখি আর্ট করে নিলাম।
ধাপ:-৭
এরপর আমি সাদা রং দিয়ে গাছের ডালের মধ্যে কয়েকটি ফুল আর্ট করে নিলাম।
শেষ ধাপ:-
আর এভাবে আমি আমার আজকের আর্ট টি কমপ্লিট করেছি। আমার আজকের আর্ট কি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে।
শ্রেণী | আর্ট |
---|---|
আর্টিস্ট | @fasoniya |
ডিভাইস | Vivo Y15s |
লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি। আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।
বাহ দারুণ একটা আর্ট করলেন আপু আপনি। এত সুন্দর রঙ্গিন আর্ট সেখানে আবার গাছের মধ্যে বসে থাকা দুটি পাখি। বলতে গেলে বেশ সুন্দর দেখ আছে এবং আমার কাছে খুবই ইউনিক মনে হয়েছে। কিভাবে আপনি আর্ট করলেন তা প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।
দুটি পাখি গাছের ডালে বসে আছে দারুণ সুন্দর এঁকেছেন। ছবিটিতে রং কম্বিনেশন দারুন সুন্দর হয়েছে। একেবারে মনে হচ্ছে রাতের আকাশে চারদিক আলো করে দুটি পাখি ডালে বসে আছে। সব মিলিয়ে আপনি দারুন একটি চিত্র এঁকে আমাদের উপহার দিলেন।
আপনার হাতে আর্ট করা প্রতিটি দৃশ্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনার আর্ট করা দৃশ্য গুলো দেখলেই বোঝা যায় আপনি আর্ট করতে বেশ পারদর্শী। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে দুটো পাখি গাছের ডালে বসে থাকা দৃশ্য আর্ট করেছেন। আপনার হাতে আর্ট করা গাছের ডালে বসে থাকা পাখির দৃশ্য টি খুবই সুন্দর হয়েছে আপু। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আর্ট টি সম্পন্ন করেছেন।
দুটো পাখি গাছের ডালে বসে আছে এই আর্ট টি দারুণ হয়েছে।আর্ট দেখে মনে হচ্ছে সত্যিকারের পাখি বসে আছে। ধাপে ধাপে চমৎকার সুন্দর করে আর্ট পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর আর্ট পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
দুইটা পাখি গাছের ডালে বসে থাকা খুব সুন্দর দৃশ্য আপনি আর্ট করেছেন। এমন সৌন্দর্যগুলো আমার কাছে অনেক ভালো লাগে। যেন মনের মাধুর্য মিশিয়ে আর্ট করার চেষ্টা চালানো যায়। আর এদিকে আপনার রং সহজ করা সুন্দর ছিল। যার জন্য ছবিটা অনেক সুন্দর হয়েছে।
একদম কালারফুল আর্ট হয় বেশ ভালো লাগলো আমার কাছে। পাশে দুইটার মুখোমুখি অবস্থান করাটা দেখে বেশি ভালো লেগেছে। এমন দৃশ্য নিজে হাতে আর্ট করতে পারলে সত্যি নিজের কাছে অনেক ভালো লাগে।
দুইটি পাখি গাছের ডালে বসে থাকার খুব সুন্দর একটি মুহূর্ত রং তুলির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন আপু। আপনার এই পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মধ্যে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
পাখি দুটোকে দেখতে অনেক সুন্দর লাগছে আপু। আপনি অনেক সুন্দর একটা আর্ট করেছেন। এই ধরনের আর্ট গুলো দেখতে অনেক ভালো লাগে। বেশ কালারফুল একটি আর্ট শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো।
দুটো পাখি গাছের ডালে বসে থাকা দৃশ্য আর্ট অনেক সুন্দর হয়েছে। দেখতে পেয়ে ভালো লাগলো। আপনি খুবই দক্ষতার সাথে সৌন্দর্যময় এই দৃশ্যটি ফুটিয়ে তুলেছেন দেখে আমি মুগ্ধ হলাম।