টাকা দিয়ে বিপদ কেনা ( শেষ পর্ব )
হ্যালো সবাইকে
কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। টাকা দিয়ে বিপদ কেনার গল্প আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।
এরপর তারা প্রতিবেশীদের সাথে অনেক ঝগড়া ঝগড়া করতে লাগলো প্রায় দিনের পর দিন সব সময় ঝগড়া লেগে থাকত তাদের মধ্যে। এরপর একদিন সকালবেলা প্রতিবেশীদের মধ্যে একজন ওই জায়গাটার মধ্যে ধান সিদ্ধ করছিল।সকালবেলা যেহেতু জায়গাটার মধ্যে দাম সিদ্ধ করছিল তখন ওই জায়গায় প্রচুর মানুষ বিভিন্ন ধরনের কাজকর্ম হচ্ছে জায়গাটা ব্যস্তময় হয়ে উঠেছে। আর যারা এই জায়গাটা কিনেছে তারা ওইখানে একটা বাথরুম দিয়েছিল সেটা তো বলেছিলাম আগের পর্বে। তারা সকালবেলা ওই পথ দিয়ে বাথরুম যাচ্ছিল তখন ধান সিদ্ধ করছে। সেজন্য তারা বাথরুমে যেতে নিষেধ করে তখন তারা অনেক বেশি ক্ষেপে যায়। যে তারা নিজে টাকা দিয়ে জায়গা কিনেছে সেই জায়গা প্রতিবেশীর ব্যবহার করতে দিচ্ছে না।
এরপর একটা পর্যায় তারা আবার প্রতিদিনের মতোই ঝগড়া লেগে যায়। প্রতিদিনের ঝগড়াটা বেশি মারাত্মক হতো না কিন্তু আজকের এই ঝগড়াটা এতটাই মারাত্মক হয়ে গিয়েছিল যেটা কেউ ধারণা করতে পারেনি। সকাল থেকে ঝগড়া করতে করতে তাদের ঝগড়া এক পর্যায়ে গিয়ে মারামারি রূপ নেয়। এরপর তাদের মা ছেলের মধ্যে মা কে প্রতিবেশীরা মারধর করতে শুরু করে এবং এক পর্যায়ে মারামারি করতে করতে পুকুরের মধ্যে নিয়ে পুকুরের মধ্যে ডুবিয়ে মেরে ফেলতে চেয়েছিল। এতটাই হিংস্র হয়ে উঠেছিল আশেপাশের প্রতিবেশীরা একটা জায়গার জন্য মানুষকে মেরে ফেলবে এটাই ঠিক করেছে। এরপর ওই ছেলেটার মা কোনভাবেই সেখান থেকে বেঁচে ফিরেছে। এরপর ছেলে তার মাকে নিয়ে হসপিটালে গেল হসপিটালে কয়েকদিন ভর্তি ছিল।
ঐদিন সকালবেলা ঝগড়ায় তারা মা ছেলে এরকম ভাবে প্রাণ হাতে নিয়ে বেছে ফিরেছে। তা না হলে প্রতিবেশীরা এতটাই হিংস্র হয়ে গিয়েছিল যে মা ছেলেকে মেরে ফেলবে এটাই ঠিক করেছে। এরপর সেখান থেকে বেরিয়ে তারা হসপিটালে ভর্তি হওয়া কয়েকদিন হসপিটালে থাকে। এরপর এই বিষয়টা নিয়ে তাদের অনেকটা খেপে যায়। যেহেতু তাদের গায়ে হাত তুলেছে মারামারি করেছে তারা শারীরিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সেজন্য তারা থানায় গিয়ে মামলা করে দেয় তাদের প্রতিবেশীদের নামে। যেহেতু একজন মানুষকে জেনেশুনে জায়গার জন্য হত্যা করার চেষ্টা করেছিল। তাই মামলা করাটা খুবই দরকার ছিল কারণ তারা মা ছেলে হসপিটালে আবার বাড়িতে যেতো তাহলে তাদেরকে আবার মারার চেষ্টা করত।
থানায় মামলা করার পর তখন পুলিশ গিয়ে ওই প্রতিবেশীদের বাড়িতে দেখাশোনা করল। সবকিছু জানলে কিন্তু কাউকে ধরবো না কারণ যথাযথ প্রমাণ ছিল না। পুলিশ যখন তার তদন্ত শেষে আবার থানায় ফিরে গেল তখন এই প্রতিবেশীরা জানতে পারল যে এই মা ছেলে তাদের নামে মামলা করেছে। তখন তারা ক্ষেপে গিয়ে এই মা ছেলে কে হুমকি দিতে লাগলো যে বাড়িতে আসলে আর বেঁচে ফিরতে পারবে না। এইরকম ব্যবস্থা করবে তারা যদি মামলা না সরিয়ে নেয়।
এরপর বিভিন্ন মাধ্যমে থানা পুলিশের বিষয়টা মিটে যায়। এবার বুঝতে পেরেছেন এই গল্পটার নাম আমি কেন দিয়েছিলাম টাকা দিয়ে বিপদ কেনার গল্প। তারা টাকা দিয়ে একটা জমি কিনেছিল সেই জমি থেকে বিভিন্ন ধরনের ঝগড়া-প্রতিবেশীদের সাথে সম্পর্ক নষ্ট। এরপরে মারামারি তার থেকে হসপিটাল থেকে থানা কতটা সমস্যা তাদের জীবনে সৃষ্টি হয়েছে সেটা তো আপনারাই গল্পটি পড়ে বুঝতে পেরেছেন। সেজন্য আমি মনে করি কোনো কাজ করার আগে সব বুঝেশুনে করা যাতে নিজের বিপদ নিজে না ঢেকে আনা হয় এরকম ভাবে মানুষের জীবন যাপন করা উচিত।
শ্রেণী | জেনারেল |
---|---|
ফটোগ্রাফার | @fasoniya |
ডিভাইস | Vivo Y15s |
লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।
https://twitter.com/Farjana47240232/status/1664660627498110976?t=zAuFYNALbIwgZEWeeRLJ6Q&s=19
ঠিক বলেছেন টাকা দিয়ে তারা ঝগড়া কিনে নিলেন। এমন প্রতিবেশী অনেক আছে যারা সামান্য কিছু নিয়ে ঝগড়া করে থাকে। আমাদের এদিকেও এমন একটি ফ্যামিলি আছে। মায়ের সামনে ছেলেকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। যাক তারা কেস করেছে ভালো করেছে। হয়তোবা হুমকির কারণে তারা কেসটি তুলে ফেলেছেন। আমার মতে কেসটি না তুললে ভালো হতো। আসলে এরকম প্রতিবেশী থেকে দূরে থাকা ভালো। অনেক সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন।
অনেক অনেক ধন্যবাদ আপু আপনার কমেন্টটি দেখে অনেক বেশি ভালো লেগেছে। আপনি আমার এই গল্পটি পড়ে কমেন্ট করেছেন দেখি অনেক বেশি খুশি হলাম।