একটি মাটির পাত্রের মধ্যে আর্ট।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে ।আজকে একটি ভিন্ন ধরনের নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি পোস্ট করছি একটি আর্ট। আজকে আমি আর্ট করেছি মাটির পাত্রে আর্ট। আশা করি আপনাদের কাছে আমার আর্ট টি ভালো লাগবে।

IMG_20230105_185525.jpg

আজকে আমি অন্য ধরনের একটি আর্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । সব সময় খাতার মধ্যে বিভিন্ন ধরনের দৃশ্য বা ম্যান্ডেলা আর্ট করে থাকি। আজকে আমি খুবই ভিন্ন ধরনের এক আর্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে একটি মাটির পাত্রের মধ্যে আর্ট করেছি। একটি মাটির পাত্রের মধ্যে বিভিন্ন রঙের সমন্বয়ে আর্ট করেছি। মাটির পাত্রের দুটি অংশে ভাগ করে উপরের অন্য ধরনের একটি ডিজাইন করেছে এবং নিচের অংশে আরেকটি ডিজাইন করেছে। নিচের অংশ আমি ডিজাইন করেছি অনেকগুলো মহিলা হাত ধরে আছে। এটি অনেক প্রাচীন একটি ডিজাইন। এই ডিজাইন টা প্রাচীন বিল্ডিং এর ধ্বংসাবশেষ এবং প্রাচীনকালের বিভিন্ন জিনিসের মধ্যে দেখি এই ডিজাইনটা সবার সামনে তুলে ধরেছে। এটি তৈরি করার জন্য আমি হলুদ ও কালো রং ব্যবহার করেছি। আর উপরের ডিজাইনটা মধ্যে আলপনার ডিজাইন করেছি। উপরে ডিজাইনটা করার সময় আমি সবুজ রং ও কালো রং ব্যবহার করেছি।

আমি আজকের আর্ট কিভাবে করেছি তা আপনাদের সামনে বর্ণনা করে দেখাবো। আশা করি আমার আজকের আর্ট দেখে আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের আর্ট ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। তাহলে পরবর্তীতে আরো সুন্দর কিছু আঁকার চেষ্টা করব।

আর্টের বিবরণ:-

উপকরণ:-
•মাটির পাত্র
•আর্ট ব্রাশ
•পোস্টার রং
•পেন্সিল

IMG-20230106-WA0018.jpg

ধাপ:-১

মাটির পাত্রে আর্ট করার জন্য আমি হলুদ রঙের পোস্টার রঙ নিয়েছি। হলুদ রঙের পোস্টার রঙ নিয়ে আর্ট ব্রাশ দিয়ে আমি মাটির পাত্রের নিচে অংশ পুরোটাই হলুদ রং দিয়ে আর্ট করে নিলাম।

IMG-20230106-WA0035.jpg

IMG-20230106-WA0034.jpg

IMG-20230106-WA0033.jpg

ধাপ:-২

এখন আমি মাটির পাত্রের উপরের অংশটি আর্ট করে নিব। উপরের অংশটি আর্ট করার জন্য আমি সবুজ রং দিয়ে আর্ট ব্রাশ দিয়ে রং করে নিয়েছি।

IMG-20230106-WA0032.jpg

IMG-20230106-WA0031.jpg

ধাপ:-৩

এখন আমি কালো রং দিয়ে আর্ট করব নিচের অংশটি। হলুদ রং করা অংশে আমি কালো রং দিয়ে একটি মহিলা আর্ট করে নিয়েছি।

IMG-20230106-WA0030.jpg

IMG-20230106-WA0029.jpg

IMG-20230106-WA0028.jpg

ধাপ:-৪

এভাবে আমি পুরো হলুদ রঙের অংশে অনেকগুলো মহিলা আর্ট করে নিয়েছি কালো রঙের পোস্টার রঙ দিয়ে। দেখে মনে হচ্ছে প্রত্যেকটি মহিলা একজন আরেক জনের হাত ধরে দাঁড়িয়ে আছে।

IMG-20230106-WA0027.jpg

IMG-20230106-WA0026.jpg

ধাপ:-৫

কালো রঙের পোস্টার রং নিয়েছি এবং আর্ট ব্রাশ নিয়েছি। কালো রং দিয়ে আমি একেবারে নিচে বাঁকা করে কিছু ডিজাইন করে নিয়েছি।

IMG-20230106-WA0025.jpg

IMG-20230106-WA0024.jpg

ধাপ:-৬

এখন মাঝখানে হলুদ সবুজের মধ্যে কালো রং দিয়ে বাঁকা বাঁকা করে আরো একটি ডিজাইন আর্ট করে নিলাম । কালো রঙের পোস্টার রঙ দিয়ে উপরে দুটো লাইন আর্ট করে নিয়েছি।

IMG-20230106-WA0023.jpg

IMG-20230106-WA0021.jpg

ধাপ:-৭

এখন আমি সবুজ রঙের অংশে ডিজাইন করে নিব। কালো রঙের পোস্টার রঙ নিয়ে আর্ট ব্রাশ দিয়ে আমি আলপনার মতো ডিজাইন করে নিয়েছি।

IMG-20230106-WA0020.jpg

IMG-20230106-WA0019.jpg

শেষ ধাপ:-

এখন আর্ট কমপ্লিট হয়ে গেল। মাটির পাত্রের মধ্যে আমি একটি মোমবাতি জ্বালিয়ে পাত্রটির মধ্যে রেখেছি । দেখতে পুরো প্রদীপের মত লাগছে। আশা করি আপনাদের কাছে আমার এই মাটির পাত্রের মধ্যে আর্ট ভালো লাগবে।

IMG_20230105_185421.jpg

IMG_20230105_185529.jpg

IMG_20230105_185426.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
আর্টিস্ট@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি। আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


IMG-20221013-WA0015.jpg

Sort:  
 2 years ago 

মাটির পাত্রের মধ্যে আর্ট দারুণ হয়েছে।কালার কম্বিনেশন ভাল হয়েছে। নারীদের হাত ধরে সংঘবদ্ধ হওয়ার আইডিয়া প্রাচীন বিল্ডিং এর ধ্বংসাবশেষ থেকে নিয়ে দারুণ ভাবে তুলে ধরেছেন। শুভ কামনা আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করেছেন।

 2 years ago 

আসলে মাটির পাত্রে যেকোনো আর্ট করলে দারুন লাগে। আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে আর্ট তৈরি করেছেন তা আমাদেরকে নিখুঁতভাবে দেখিয়েছেন। সব থেকে ভালো লেগেছে পাত্রের ভিতরে আপনি যে মোমবাতি আলো জ্বালিয়েছেন দেখে মনে হচ্ছে যে এটিও যেন আপনি নিখুঁতভাবে আর্ট করেছেন। বোঝাই যাচ্ছে না মোমবাতি সাহায্য আগুন জ্বালিয়েছেন। খুবই সুন্দর একটা আর্ট আমাদের মাঝে মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন

 2 years ago 

মাটির পাত্রে তো দেখছি বেশ ভালই আর্ট করেছেন আপনি। এভাবে বিভিন্ন জিনিসের উপর আর্ট করতে কিন্তু বেশ ভালোই লাগে। আপনার প্রত্যেককে ডিজাইন খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে মাটির পাত্রটির উপরে। আমার কাছে নিচের অংশটি ভীষণ ভালো লেগেছে। মোমবাতি দেওয়ার কারণে আরো বেশি ভালো লাগলো। শেষ ধাপের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ভাবে করেছেন। খুবই ভালো একটি আইডিয়া কিন্তু এটি। এরকম ইউনিক আইডিয়া নিয়ে আবারো আমাদের মাঝে হাজির হবেন এই কামনা করি। ধন্যবাদ।

 2 years ago 

সত্যিই তাই, মোমবাতি দেওয়ার পর পুরো প্রদীপের মত লাগছে দেখতে। পুরনো একটি মাটির পাত্র কে কত সুন্দর ভাবে সাজিয়ে তুলেছেন আপনি। চমৎকার একটি আইডিয়া ছিল এটি। পেইন্টিংটি দারুণ হয়েছে। কালার কম্বিনেশন টাও বেশ সুন্দর লাগছে দেখতে। আপনাকে ধন্যবাদ আপু।

 2 years ago 

বাহ দারুণ লাগছে।একেই বলে মোডিফাই করা👌।
পুরো চেহারাটাই বদলে দিয়েছেন।উপস্থাপনা ভালো ছিল,শুভ কামনা রইলো।

 2 years ago 

বাহ্ আপনি খুব চমৎকারভাবে মাটির পাত্রের মধ্যে আর্ট করেছেন। তবে আজকে আপনি ভিন্ন ধরনের মাটির পাত্রে আর্ট করেছেন। প্রাচীনকালের এ ধরনের আর্ট গুলো বেশি দেখা যেত। বিশেষ করে আর্টি মধ্যে অনেকগুলো মেয়ে হাত ধরিয়ে দাঁড়িয়ে আছে। এবং কালার গুলো দেখতে বেশি উজ্জ্বল লাগলো। ধন্যবাদ আপনাকে চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য। এবং অনেক অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

মাটির পাত্রের মধ্যে অনেক সুন্দর একটি আর্ট করেছেন আপু। সত্যি আজ আপনার অন্যরকম একটি আর্ট দেখতে পেলাম। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে অসম্ভব সুন্দর লাগছে। মোমবাতিটি দেওয়ার কারণে আরো সুন্দরভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ আপনাকে আপু

 2 years ago 

আসলেই আপু আজ আপনি ভিন্ন ধরনের একটি আর্ট শেয়ার করেছেন ৷ মাটির পাত্রে অনেক সুন্দর কিছু ডিজাইন করেছেন ৷ আপনার এমন ভিন্নধর্মীয় কাজ দেখে সত্যিই অনেক বেশি ভালো লাগলো ৷ নিখুঁত ভাবে মাটির পাত্রে ডিজাইন করেছেন ৷ ধন্যবাদ আপনাকে নতুন কিছু নিখুঁত ভাবে শেয়ার করার জন্য ৷

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76530.78
ETH 3054.36
USDT 1.00
SBD 2.63