সত্য কথার ভাত নেই।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সত্যি কথাটা নিয়ে কিছু কথা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।

B612_20230530_211142_134.jpg

আবারো চলে এসেছি আপনাদের মাঝে কিছু কথা নিয়ে আলোচনা করার জন্য। আমরা সবাই অনেক বেশি পরিচিত সত্য এই শব্দটার সাথে। সত্য এই শব্দ টা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বর্তমানে এই সত্যের কোন দাম নেই সত্যের কোনো গুরুত্ব নেই। যে ব্যক্তি ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে থাকে কারো হয়ে একটা সত্য কথা বলেই সেই সমাজের চোখে অনেক বেশি খারাপ হয়ে যায়। হয়তো যখন সমাজে খুবই ভালো পরিবেশ ছিল সবাই ভালো ছিল তখন এই সত্য শব্দটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি সম্মানীয় শব্দ ছিল। কিন্তু বর্তমানে এই শব্দটি আর আগের মত নেই।

আমাদের এই বর্তমান সমাজে যে সত্য বলে তার পেটে ভাত জোটেনা। আর তার পেটে ভাত না জোটার কারণ হচ্ছে একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির বিপক্ষে গিয়ে একটা সত্য কথা বলে তখন ওই ব্যক্তি সত্য বলা লোকটির অনেক বেশি ক্ষতি করে। তাকে হুমকি দেয় তাকে ক্ষতি করার চেষ্টা করে এই ভয়েই এখন মানুষ সত্য বলা ছেড়ে দিয়েছে। আর ধরুন কেউ সৎ পথে থেকে সত্য কথা বলল সে অনেক বেশি কষ্ট করে যার বিরুদ্ধে সত্যি কথা বলেছে সে সত্য বলা লোকটিকে কখনোই সুখে থাকতে দেয় না। তার কোন না কোন ক্ষতি করে সেজন্যই আমি বলি যে সত্য পথে চলে তার পেটে বা জোটে না।

যেমন আপনাদেরকে একজন সত্য কথা বলা শিক্ষকের কথাই বলি। শিক্ষক অনেকে ছাত্র-ছাত্রী লেখাপড়া করা তো। এরপর একদিন একটা বাড়িতে যখন একটা ছাত্রকে পড়াতে গেল তখন দেখতে পেল পাশের ঘরে থেকে কান্নার ওয়াজ আসছে। তখন সেই ওই ঘরে গেল গিয়ে দেখল শ্বশুর ও স্বামী মিলে একটা স্ত্রীকে অনেক বেশি মারদোর করছিল। এই বিষয়টা দেখে শিক্ষক অনেক বেশি প্রতিবাদ করে। এরপর একটা পর্যায়ে বিচার হয় সেই বিচারে চেয়ারম্যান ছিল এবং সবাই ছিল। সেই বিচার এ গিয়ে যখন এই শিক্ষক সত্য কথা বলল এবং সাক্ষী দিল তখন সেই বিচারের রায়ের পর সবাই ওই শিক্ষককে অনেক খা‌রাপ কথা বলছিল। কেন সত্য কথা বলল এই নিয়ে অনেক হুমকি দিয়েছিল।

ঠিক এভাবেই সত্য কথা বলা লোকগুলোকে সবসময় হুমকি সম্মুখীন হতে হয়। যার কারণে তাদের সব ভালই চলে যায় জীবন থেকে। আর কিছু কিছু সত্য কথা বলা মানুষ যখন এসব কিছু সম্মুখীন হয় তখন তারা ভবিষ্যতে সত্য কথা বলাই ছেড়ে দেয়। তারা সত্যের পথ চলাই ছেড়ে দেয় কারণ এখন সত্যের পথে চললেই বিপদ। সেজন্য এখন সবাই ইচ্ছে করে সত্যের পথটাকে ছেড়ে দিয়েছে সত্য কথা খুবই কম বলে। তার এভাবে আমাদের সমাজে সত্যের পথে চলা সত্য কথা বলা মানুষগুলো কমে যাচ্ছে। আর সমাজটা পুরো খারাপ কাজে ভরে যাচ্ছে কারণ ভালো কথা বলে কেউ যখন ভালো কিছু পায় না তখন সবাই খারাপের দিকে চলে যায়। যদিও সবাই খারাপের দিকে যায় না কিছু কিছু মানুষ ভালোই থাকে তবে তারা সত্য পথে কথা বলে সমস্যা আছে তাই সত্য বলে না।

পোস্ট বিবরণ

শ্রেণীজেনারেল
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

Sort:  
 last year 

আসলে বর্তমান যে পরিস্থিতি এখানে সত্য কথার ভাত নেই। আপনার পোস্টের মতই সমাজের সত্যবাদী লোকগুলোর জীবন হয়ে যায় দুর্বিষহ।তৈরি হয় শত্রুর। জায়গা জায়গায় হয় অপদস্থ। বর্তমান যেন ভীষণ কঠিন।

 last year 

ঠিক বলেছেন আপু। সত্য কথা বলা লোকগুলোকে সবসময় হুমকি সম্মুখীন হতে হয়। শিক্ষক প্রতিবাদ করতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন। এমন কাহিনী গুলো পড়লে ভীষণ খারাপ লাগে। আপু আপনার কথায় আমি একমত সত্য কথার ভাত নেই।

 last year 

বর্তমান সময়ের প্রেক্ষাপট থেকে আমার কাছেও এটা মনে হয় আপু। মাঝে মাঝে সত্য কথা বলেও কোন কাজে আসে না। আপু আপনি বাস্তবতা থেকে ধারণা নিয়েই অনেক সুন্দর লিখেছেন। আমার কাছে অনেক ভালো লাগলো লেখাটি পড়ে।

 last year 

আসলেই সত্যি কথার ভাত নেই। খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। ঠিকই বলেছেন এখনকার বর্তমান সময়ে এসে যে সত্য কথা বলে সেই হুমকির মুখে পড়ে। এবং সত্য কথা বলার কারনে সে অনেক বিপদের সম্মুখীন হয় শেষে তার জীবন বাঁচানোর কষ্ট হয়ে যায়। এই শিক্ষকের গল্পটি পড়ে আমার কাছে খুব খারাপ লেগেছে। আজ আপনার পোস্ট করে আমার ভীষণ ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আসলে মুখের উপর সত্যি কথা বলা ব্যক্তি গুলো সব সময় অপ্রিয় হয়ে থাকে। আর যারা মিথ্যা কে সুন্দর করে সত্য বলে চালিয়ে দেয় তারা সব সময় ভালো থাকে। এটাই বাস্তবতা। আপনি বাস্তব একটি বিষয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। পোস্টটি খুব ভালো লাগলো। আসলে সত্যের হাসি চিরস্থায়ী আর মিথ্যে হাসি হলো ক্ষণস্থায়ী। এত চমৎকার পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
BTC 89601.89
ETH 3380.22
USDT 1.00
SBD 3.05