সুন্দর একটি হারিকেনের দৃশ্য আর্ট।

in আমার বাংলা ব্লগ4 months ago (edited)

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে ।আজকে একটি ভিন্ন ধরনের নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি পোস্ট করছি একটি আর্ট। আজকে আমি আর্ট করেছি সুন্দর একটি হারিকেনের দৃশ্য। আশা করি আপনাদের কাছে আমার আর্ট টি ভালো লাগবে।

1000032274.jpg

আমি আজকের আর্ট কিভাবে করেছি তা আপনাদের সামনে বর্ণনা করে দেখাবো। আশা করি আমার আজকের আর্ট দেখে আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের আর্ট ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। তাহলে পরবর্তীতে আরো সুন্দর কিছু আঁকার চেষ্টা করব। আজকে আমি আর্ট করেছি সুন্দর একটি হারিকেনের দৃশ্য। অনেকদিন ধরেই রঙিন আর্ট গুলো করা হচ্ছিল না। ম্যান্ডেলা আর্ট করা হচ্ছে সেজন্য ভাবলাম আজকে পোস্টার রং দিয়ে আর্ট করি। তাই আজকে একটা রঙিন আর্ট করে ফেললাম। রং দিয়ে আর্ট করতে বেশ ভালো লাগে। রং তুলি ব্যবহার করে আর্ট করলে বেশ ভালোই লাগে আমার কাছে। আজকে আমি একটি হারিকেনের দৃশ্য আর্ট করেছি যেখানে রাতের মধ্যে খুবই সুন্দর আলোকিত একটা হারিকেন আর আলো দেখা যাচ্ছে। আশা করি আজকের এই দৃশ্যটি আপনাদের কাছে ভালো লাগবে।

আর্টের বিবরণ:-

উপকরণ:-

•আর্ট বই
•আর্ট ব্রাশ
•পোস্টার রং
•পেন্সিল
•স্কেল
•রবার

1000032296.jpg

ধাপ:-১

প্রথমে আমি আর্ট পেপারের মধ্যে টেপ লাগিয়ে রেডি করে নিয়েছি।

1000032227.jpg

ধাপ:-২

এরপর আমি সাদা রং দিয়ে মাঝখানে একটা বৃও আর্ট করেছি।

1000032229.jpg

1000032230.jpg

ধাপ:-৩

এরপর হলুদ রং দিয়ে সাদা রংয়ের পাশে কিছুটা অংশ আর্ট করে নিলাম।

1000032232.jpg

1000032233.jpg

1000032234.jpg

ধাপ:-৪

তারপর আমি হালকা সবুজ রং দিয়ে হলুদ রঙের পাশে একইভাবে আর্ট করে নিয়েছি।

1000032237.jpg

1000032238.jpg

ধাপ:-৫

এরপর একই পদ্ধতিতে হালকা নীল রং দিয়ে আর্ট করেছি।

1000032239.jpg

1000032240.jpg

ধাপ:-৬

উপরে যতটুকু অংশ বাকি রয়েছে সেই অংশে আমি নীল রং দিয়ে আর্ট করে নিয়েছি।

1000032241.jpg

1000032243.jpg

ধাপ:-৭

আর নিচের অংশে আমি কালো রঙ দিয়ে আর্ট করে নিলাম।

1000032245.jpg

1000032246.jpg

ধাপ:-৮

এখন আমি কালো রং দিয়ে নিচে অনেকগুলো ঘাস আর্ট করে নিয়েছি।

1000032247.jpg

1000032249.jpg

ধাপ:-৯

কালো রং দিয়ে আমি একটা হারিকেন আর্ট করে নিলাম।

1000032251.jpg

1000032252.jpg

ধাপ:-১০

এরপর হারকিনের কিছু অংশ আমি ডিজাইন করে নিলাম এবং সাদা রং দিয়ে পুরো আর্টের মধ্যে ছোট ছোট বৃত্ত আর্ট।

1000032253.jpg

1000032258.jpg

শেষ ধাপ:-

আর এভাবে আজকে হারিকেনের দৃশ্য আর্ট শেষ করলাম। হারিকেনের দৃশ্য আর্ট এর মধ্যে কিভাবে কি করেছি তার প্রত্যেকটা বর্ণনা আমি উপরে আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি আজকের আর্ট আপনাদের কাছে ভালো লাগবে।

1000032274.jpg

1000032277.jpg

1000032276.jpg

1000032275.jpg

1000032273.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
আর্টিস্ট@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি। আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


IMG-20221013-WA0015.jpg

Sort:  
 4 months ago 

অনেক সুন্দর একটি হারিকেনের আর্ট করেছেন আপু। আপনার এই আর্ট টি দেখে আগের দিনের কথা মনে পড়ে গেল। আমার মনে হয় আমার মত প্রত্যেকটা মেয়েরই কাজ ছিল গোসলের আগে দুপুরবেলা এই হারিকেন পরিষ্কার করা। সেগুলো এখন শুধুই স্মৃতি। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কালারফুল হারিকেন এর দৃশ্য আর্ট করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 months ago 

আজকে আর্ট অনেক পুরনো দিনের কথাই মনে করিয়ে দিল আপনাকে। গোসলের আগে হারিকেন পরিষ্কার করতেন জেনে খুবই ভালো লাগলো। আগের রাতের বেলা আলোর একমাত্র মাধ্যম ছিল হারিকেন ।হারিকেন ছাড়া মানুষ চলতে পারতো না এখন তো হারিকেন দেখা যায় না বললেই চলে।

 4 months ago 

আপনি আসলেই একজন আর্ট মাস্টার। আপনি আজকে খুবই সুন্দর করে একটি হারিকেনের দৃশ্য আর্ট করেছেন। আপনার আর্ট করা হারিকেনের দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি বেশ সময় নিয়ে এতো সুন্দর একটি হারিকেনের দৃশ্য আর্ট করেছেন। আপনার আর্ট করা হারিকেন টি দেখে মনে হচ্ছে এটি বাস্তবের একটি হারিকেন।

 4 months ago 

আপনি আজকে চমৎকার ভাবে একটি সুন্দর একটি হারিকেনের দৃশ্য আর্ট করেছেন। আর্ট দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। তাছাড়া কালার কম্বিনেশনেও দারুন ভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ এতো একটি আর্ট পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

আজকের আর্ট কালার কম্বিনেশন টা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 4 months ago 

খুবই সুন্দর একটা হারিকেন এর চিত্র অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ১৯ দশকের দিকে যারা জন্মগ্রহণ করেছিল তারা এই জিনিসটার সাথে খুবই ভালোভাবে পরিচিত। আমিও কিছুদিন এই জিনিসটার সাথে দেখা করার সুযোগ পেয়েছিলাম।

 3 months ago 

আমি নিজেও অল্প কিছু সময় হারিকেন ব্যাবহার করার সুযোগ পেয়েছি। এরপর তো চাজ লাইট চলে এসেছে।

 4 months ago 

অসম্ভব সুন্দর একটি হারিকেনের দৃশ্য অংকন করেছেন। দেখতেও আমার কাছে ভীষণ চমৎকার লাগতেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। কালার কম্বিনেশন অত্যন্ত সুন্দর ছিল। লাস্ট ফিনিশিংটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। অসাধারণ লাগলো। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 4 months ago 

সত্যি বলতে অসাধারণ লাগছে আপনার করা পেইন্টিংটি। হারিকেন দেখে মনে পড়ে গেল সেই ছোটবেলা হারিকেন নিয়ে পড়তে বসার স্মৃতিগুলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর পেইন্টিংটি সুন্দরভাবে উপস্থাপন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

এই দৃশ্যটি দেখে ছোট বেলায় কথা মনে পড়ে গিয়েছে শুনে খুবই ভালো লাগলো।

 4 months ago 

হারিকেনের আগে মানুষের একমাত্র সম্বল ছিলো। আগে তো তেমন ঘরে ঘরে বিদ্যুৎ ছিলো না। হারিকেনের ঝালিয়ে সবাই রাতের কাজ গুলো করেছেন। হারিকেনের দৃশ্য আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনার এধরনের আর্ট গুলো সত্যি প্রশংসনীয় কাজ। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 3 months ago 

একদম ঠিক বলেছেন হারিকেন মানুষের আগে গুরুত্বপূর্ণ
একটি জিনিস ছিল। রাতের বেলা সবাই হারিকেন ব্যবহার করত।

 4 months ago 

অনেক সুন্দর একটি হারিকেনের দৃশ্য আপনি আট করেছেন দেখছি। আমার তো বেশ ভালো লেগেছে আপনার এমন সুন্দর দক্ষতা সম্পন্ন একটি আর্ট দেখতে পেরে। হারিকেন টা বেশ দারুন হয়েছে কিন্তু। সব মিলিয়ে এক কথায় অসাধারণ ছিল।

 3 months ago 

এই হারকিনের দৃশ্য আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো।

 4 months ago 

সুন্দর একটি হারিকেনের দৃশ্য আর্ট করেছেন আপু দেখতে অসাধারণ সুন্দর লাগছে। হারিকেন এর মধ্যে ছোট্ট আলো জ্বলছে যেটা সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। আপনার আর্ট করার দক্ষতা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ আমার আর্ট দেখে প্রশংসনীয় একটি মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61059.95
ETH 2677.49
USDT 1.00
SBD 2.61