"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৩৫ ||আনারস দিয়ে মজাদার চিকেন রেসিপি।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে অনেক রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করেছি আনারস দিয়ে চিকেন রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG_20230503_134041.jpg

আমি রান্না করতে অনেক পছন্দ করি। রান্না করাটা আমার একটা শখ। সেজন্যই মাঝে মধ্যে ইউনিক কিছু রান্না করার চেষ্টা করি। নতুন নতুন ইউনিক রেসিপি তৈরি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই সপ্তাহে আমার বাংলা ব্লগে ইউনিক একটি রেসিপি কনটেস্ট দেওয়া হয়েছে। চিকেন দিয়ে ইউনিক রেসিপি শেয়ার করা এটা দেখে আমি অনেক বেশি খুশি হয়েছি। কারণে কনটেস্ট এর মাধ্যমে যেভাবে নিজে একটি ইউনিক রেসিপি তৈরি করতে পারব ঠিক তেমনি অনেকগুলোই অনেক রেসিপি শিখতে ও পারবো। আসলে আমি মনে করি আমাদের মতো সাধারণ মানুষকে ক্রিয়েটিভ মানুষ করার পেছনে আমার বাংলা ব্লগের কনটেস্ট এর অনেক বড় অবদান রয়েছে। যদিও আমি ক্রিয়েটিভ না বাংলা ব্লগে যারা ক্রিয়েটিভ রয়েছে আমি তাদের কথাই বলছি। কারণ কনটেস্টে আসলেই দেখা যায় বাংলা ব্লগের প্রত্যেকটা মানুষই ইউনিক কিছু করা যেন নেশা হয়ে যায়। আমিও কনটেস্ট এর কারণে ইউনিক কিছু করার চেষ্টা করার চেষ্টা করি। আজকের ইউনিক চিকেন রেসিপি প্রতিযোগিতা আমি তৈরি করেছি আনারস দিয়ে চিকেন রেসিপি। রেসিপিটি কিভাবে তৈরি করেছি তার প্রতিটি ধাপ আপনাদের মাঝে নিচে শেয়ার করেছি। রেসিপিটি তৈরি করার পর ডেকোরেশন করার জন্য আমি আনারসের অর্ধেক অংশ ব্যবহার করেছি আর একটা মালটা ব্যবহার করেছি। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে।

উপকরণ


উপকরণপরিমাণ
চিকেনপরিমাণ মতো
ডিম১ টি
গাজর১ টি
পেঁয়াজ২ টি
টমেটো২ টি
আনারস১ টি
আদা বাটা১ চামচ
রসুন বাটা১‌ চামচ
লবণপরিমাণ মতো
হলুদ১‌ চামচ
মরিচ১ চামচ
লেবুর রস১ চামচ
ময়দা১ কাপ
তেলপরিমাণ মতো
টমেটো সসপরিমাণ মতো

IMG-20230503-WA0085.jpg

তৈরি করার পদ্ধতি:-

ধাপ:-১

আনারস দিয়ে চিকেন রেসিপি তৈরি করার জন্য আমি চিকেন নিয়ে ছোট ছোট টুকরো করে নিলাম। এরপর এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে দিলাম।

IMG-20230503-WA0086.jpg

IMG-20230503-WA0088.jpg

ধাপ:-২

এরপর আমি দিয়ে দিলাম লবন পরিমাণ মতো হলুদ ও মরিচ দিয়ে দিলাম। তারপর ভালো করে মাংসের মধ্যে মেখে নিলাম।

IMG-20230503-WA0089.jpg

IMG-20230503-WA0090.jpg

ধাপ:-৩

এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো টমেটো সস। টমেটো সস দেওয়ার পরও আমি আবারো চিকেনের সাথে ভালো করে মেখে নিলাম।

IMG-20230503-WA0091.jpg

IMG-20230503-WA0092.jpg

ধাপ:-৪

চিকেনের মধ্যে একটি ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে ভালো করে চিকেনের মধ্যে মেখে নিলাম।

IMG-20230503-WA0093.jpg

IMG-20230503-WA0094.jpg

ধাপ:-৫

এখন আমি চিকেন এর মধ্যে দিয়ে দিলাম ময়দা।ময়দা দিয়ে ভালো করে সবকিছু মেখে মেরিনেট করে নিলাম। এরপর আমি ৩০ মিনিটের মতো রেখে দিলাম সব মসলার ফ্লেভার মাংসের মধ্যে যাওয়ার জন্য।

IMG-20230503-WA0095.jpg

IMG-20230503-WA0096.jpg

ধাপ:-৬

৩০ মিনিট রেখে দিলাম মাংস মেরিনেট হওয়ার জন্য। ভাবলাম এই সময়টার মধ্যে কিছু কাজ করে রাখি সেজন্য আমি একটা আনারস নিয়েছি। আনারস নিয়ে মাঝখান দিয়ে দুভাগ করে নিলাম। একটা আনারসের ভিতরের অংশ গুলো বের করে নিলাম চুরি দিয়ে এবং আনারসের আরেক অংশ সুন্দর করে কেটে নিলাম রান্না করার জন্য।

IMG-20230503-WA0097.jpg

IMG-20230503-WA0099.jpg

IMG-20230503-WA0098.jpg

ধাপ:-৭

আনারসের এক পিচ থেকে ভেতরের অংশ যেগুলো বের করেছি। আমি সেগুলো ব্লেন্ড করে নিলাম আনারসের জুস বানিয়ে নিলাম।

IMG-20230503-WA0100.jpg

IMG-20230503-WA0101.jpg

IMG-20230503-WA0102.jpg

ধাপ:-৮

একটা কড়াই এর মধ্যে তেল গরম করতে দিলাম পরিমাণ মতো। তেল গরম হওয়ার পর আমার মেরিনেট করা চিকেন গুলো ভেজে নিব।

IMG-20230503-WA0124.jpg

IMG-20230503-WA0105.jpg

IMG-20230503-WA0103.jpg

ধাপ:-৯

চিকেনের প্রত্যেকটা পিস আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি।

IMG-20230503-WA0107.jpg

IMG-20230503-WA0108.jpg

IMG-20230503-WA0120.jpg

ধাপ:-১০

কেটে নেওয়া আনারস গুলো ভেজে নিবো তেলের মধ্যে আর কিছু সবজি ভেজে নেব। সবজির মধ্যে আমি পেঁয়াজ, টমেটো, গাজর নিয়েছি সবগুলো সবজি ভেজে নেব। সবজি ভাজার জন্য কড়াই এর মধ্যে তেল গরম করতে দিলাম এবং পেঁয়াজ, টমেটো দিয়ে দিলাম ভাজার জন্য।

IMG-20230503-WA0104.jpg

IMG-20230503-WA0119.jpg

IMG-20230503-WA0118.jpg

ধাপ:-১১

গাজরের আর আনারস দিয়ে দিলাম ভাজার জন্য। তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম।

IMG-20230503-WA0111.jpg

IMG-20230503-WA0113.jpg

IMG-20230503-WA0112.jpg

ধাপ:-১২

এখন আমি কড়াই এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি আনারসের জুস। আনারসের জুস দিয়ে এখন রান্না করে নিব।

IMG-20230503-WA0116.jpg

IMG-20230503-WA0114.jpg

ধাপ:-১৩

এখন আমি কড়াই এ আনারসের মধ্যে দিয়ে দিলাম এক চামচ লেবুর রস এবং টমেটো সস পরিমাণ মতো।তারপর কিছুক্ষণ রান্না করে নিলাম।

IMG-20230503-WA0115.jpg

IMG-20230503-WA0130.jpg

IMG-20230503-WA0127.jpg

ধাপ:-১৪

কড়াইয়ের আনারসের মিশ্রণটির মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এরপর কিছুক্ষণ রান্না করতে থাকলাম রান্না করতে করতে আনারসের মিশ্রণটি ঘন হয়ে এল।

IMG-20230503-WA0131.jpg

IMG-20230503-WA0132.jpg

ধাপ:-১৫

এখন এই আনারসের মিশ্রনের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিকেন গুলো। চিকেন টুকরো গুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম।সবজি গুলো দিয়ে দিলাম কড়াই এর মধ্যে।

IMG-20230503-WA0134.jpg

IMG-20230503-WA0133.jpg

IMG-20230503-WA0135.jpg

ধাপ:-১৬

রান্নার এ পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ ময়দা যাতে সবকিছু মাখো মাখো হয়। এরপর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিলাম।

IMG-20230503-WA0137.jpg

IMG-20230503-WA0136.jpg

শেষ ধাপ:-

তৈরি হয়ে গেল মজাদার রেসিপি আনারস দিয়ে চিকেন। তৈরি করতে করতে চিন্তা করছিলে আনারস দিয়ে চিকেন কেমন হবে। কিন্তু তৈরি করার পর যখন একটু মুখে দিয়ে দেখলাম অসাধারণ হয়েছে। কখনও চিন্তাও করিনি আনারস দিয়ে এরকম একটি চিকেন রেসিপি তৈরি করতে পারব। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার তৈরি করা আনারস দিয়ে চিকেন রেসিপিটি।

IMG_20230503_134532 (1).jpg

IMG_20230503_134420 (1).jpg

IMG_20230503_134022 (1).jpg

IMG_20230503_134410.jpg

IMG_20230503_134532.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনফেনী


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

Sort:  
 last year 

প্রতিযোগীতায় অংশগ্রহন করেছেন দেখে ভালো লাগছে। আনারস দিয়ে রান্না করার প্রচলন খুব দেখা যাচ্ছে। আপনিও আজ আনারস দিয়ে চিকেন রান্না করেছেন। এভাবে আনারস দিয়ে রান্না আমি কখনও খাইনি। আপনার আনারস দিয়ে চিকেন রান্নার প্রণালী আমার ভালো লেগেছে। এখানে আপনি আনারসের জ্যুসও ব্যবহার করেছেন। আনারসের মধ্যে রান্নার পরিবেশন বেশ দারুন দেখাচ্ছে। ধন্যবাদ আপু।

 last year 

আনারস দিয়ে তৈরি করা রান্না খেতে অনেক মজাদার হয়েছিল। আমার এই আনারস দিয়ে রান্নাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

প্রথমে জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি রেসিপি নিয়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। প্রতিযোগিতার মাধ্যমে নতুন এবং ইউনিক একটি রেসিপি দেখতে পেলাম আনারস দিয়ে চিকেন রান্না। আনারস এমনিতেই মজার একটি ফল সেই সাথে চিকেনও আরো অনেক মজার দুটি মিলে দারুণ একটি রেসিপি হয়েছে। আনারস চিকেনের রেসিপির ডেকোরেশন এবং কালার কম্বিনেশন টা দারুণ এসেছে।

 last year 

ঠিকই বলেছেন দুটি মজার জিনিস দিয়ে অসাধারণ একটি রেসিপি তৈরি হয়েছিল। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

আনারস দিয়ে চিকেন বেশ ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন । আনারস দিয়ে কখনো চিকেন খাওয়া হয়নি এবং এবারই প্রথম দেখলাম । চিকেনের ভেতর আনারসের জুস দিয়েছেন বিষয়টি বেশ ইউনিক লাগলো । খেতে কেমন হয়েছে জানিনা তবে প্রতিটি ধাপ বেশ ভালো ছিল । ধন্যবাদ আপনাকে ।

 last year 

আনারস দিয়ে চিকেন রেসিপি টি খেতে অসাধারণ হয়েছে। আমি নিজে তৈরি করা সময় চিন্তা করিনি এতটা মজার হবে।

 last year 

প্রথমেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য শুভকামনা রইল। আনারস দিয়ে চিকেন রেসিপি তৈরি করেছেন এটা খুবই ইউনিক একটি রেসিপি। আমার তো খুব লোভ পাচ্ছে খেয়ে দেখতে ইচ্ছা করছে। সুন্দর একটি স্পেশাল চিকেন রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

আনারস দিয়ে চিকেন রেসিপি খেতে অনেক লোভনীয় ছিল। ধন্যবাদ কমেন্ট করে পাশে থাকার জন্য।

 last year 

প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আনারস দিয়ে মজাদার চিকেন রেসিপি দেখে তো লোভ সামলাতে পারছি না আপু। আনারস দিয়েও রান্না করা যায় দেখছি। আপনার পোস্ট দেখার আগে এটা জানা ছিল না। যাইহোক রেসিপিটা খেতে নিশ্চয়ই খুব সুস্বাদু হয়েছে। ধাপে ধাপে এতো লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

হ্যাঁ ভাইয়া আনারস দিয়ে ও চিকেন রান্না করা যায় খেতেও বেশ মজাদার হয়। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার।

Wow this is looking very beautiful ❤️ the pineapple 🍍 is like a crazy photography.
@fasoniya plz give me your WhatsApp or insta i have a question from you that how i can get support from shy fox or abb-school or abb-curation plz give me full details. I want to become like you

বাহ এটা খুব সুন্দর দেখাচ্ছে ❤️ আনারস 🍍 একটি পাগল ফটোগ্রাফির মত।
@fasoniya প্লিজ আমাকে আপনার হোয়াটসঅ্যাপ বা ইন্সটা দিন আমার কাছে আপনার কাছে একটি প্রশ্ন আছে যে আমি কীভাবে লাজুক ফক্স বা অ্যাবিবি-স্কুল বা অ্যাবিবি-কিউরেশন থেকে সমর্থন পেতে পারি প্লিজ আমাকে সম্পূর্ণ বিবরণ দিন। আমি তোমার মত হতে চাই

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার বাংলা ব্লগে এর এডমিন এবং মডারেটরদের সাথে যোগাযোগ করুন। আশা করছি অনেক সুন্দর ধারণা পাবেন কাজ করার জন্য।

 last year 

আমারও দিয়ে মজাদার চিকেন রেসিপি দেখে যেন সুস্বাদু মনে হচ্ছে এবং খুবই ইউনিক একটি রেসিপি আপনি আমাদের সাথে শেয়ার করলেন। রেসিপির পরিবেশন আমার খুবই ভালো লেগেছে। এতো মজাদার রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে।

 last year 

আনারস দিয়ে চিকেন রেসিপি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

আনারস দিয়ে মজাদার চিকেন রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে।খুবি মজাদার রেসিপি তৈরি করেছেন।শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

আনারস দিয়ে চিকেন রেসিপি খেতে অসাধারণ ছিল। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

আনারস দিয়ে চিকেনের রেসিপি!! এতো সুন্দর ইউনিক আইডিয়া আমার মাথাতেই কখনও আসবে না। দারুণ ছিল আপু আপনার আজকের রেসিপি। অনেক সুস্বাদু হয়েছে নিশ্চয়ই রেসিপিটি খেতে। রান্নার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। পরিবেশণ অনেক সুন্দর ছিল।

 last year 

হ্যা আপু আনারস চিকেন রেসিপি খেতে অসাধারণ ছিল। ধন্যবাদ কমেন্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57956.22
ETH 3126.99
USDT 1.00
SBD 2.45