ডাই- রঙিন কাগজ দিয়ে নিত্য করা মেয়েদের ওয়ালমেট তৈরি।

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ? আশা করি ভাল আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি একটি ডাই পোস্ট করব ।রঙিন কাগজ দিয়ে নতুন কিছু বানানো চেষ্টা করব।আর আজকে আমি রঙিন কাগজ দিয়ে নিত্য করা মেয়েদের ওয়ালমেট তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার।

IMG_20230619_112631.jpg

আমি কাগজ দিয়ে এবং আরো বিভিন্ন জিনিস দিয়ে ডাই এবং ক্রাফট বানাতে খুবই ভালোবাসি এবং পছন্দ করি। তাই যখনই আমার ইচ্ছে করে তখনই আমি কাগজ দিয়ে এবং আরো বিভিন্ন জিনিস দিয়ে নতুন কিছু বানানোর চেষ্টা করি। আগে আমি অনেক ধরনের ডাই এবং ক্রাফট তৈরি করেছি কাগজ দিয়ে আরো বিভিন্ন ধরনের জিনিস দিয়ে ।আজকে আমি আবার একটি ডাই তৈরি করেছি রঙিন কাগজ দিয়ে। আজকে আমি তৈরি করেছি রঙিন কাগজ ও কার্ডবোর্ড দিয়ে নিত্য করা মেয়েদের ওয়ালমেট। এমন একটা ওয়ালমেট তৈরি করেছি ওয়ালমেট এর মধ্যে অনেকগুলো মেয়ে নৃত্য করছে এরকম ফুটে উঠছে আর এরকম একটা দৃশ্য তৈরি করে ঘরে দেওয়ালে লাগালে সৌন্দর্য অনেক বেশি বেড়ে যায়। আমি কার্ডবোর্ডের উপর সাদা রঙিন কাগজ লাগিয়ে তার উপর কালো রং দিয়ে নিত্য করা মেয়ে আর্ট করেছি এবং বিভিন্ন রঙিন কাগজ দিয়ে মেয়েদের গায়ে জামা বানিয়েছি। আশা করি আমার তৈরি করাই ওয়ালমেট দিয়ে আপনাদের কাছে ভালো লাগবে।

উপকরণ:-
কার্ডবোর্ড
রঙিন কাগজ
পেন্সিল
কাঁচি
গাম
স্কেল
রং

IMG-20230619-WA0044.jpg

তৈরি করার পদ্ধতি:-

রঙিন কাগজ দিয়ে নিত্য করা মেয়েদের ওয়ালমেট তৈরি করার জন্য আমি একটা কার্ডবোর্ড নিলাম এবং সাদা কাগজ নিলাম। সাদা কাগজের মধ্যে কার্ডবোর্ড মাপ নিয়ে নিলাম পেন্সিল দিয়ে।

ধাপ:-১

IMG-20230619-WA0071.jpg

IMG-20230619-WA0072.jpg

IMG-20230619-WA0070.jpg

ধাপ:-২

এরপর মাপ অনুসারে সাদা কাগজটি আমি কেটে নিলাম।

IMG-20230619-WA0045.jpg

IMG-20230619-WA0068.jpg

ধাপ:-৩

কার্ড বোর্ডের মধ্যে গাম লাগিয়ে সাদা কাগজটি জোড়া লাগিয়ে নিলাম।

IMG-20230619-WA0069.jpg

IMG-20230619-WA0067.jpg


IMG-20230619-WA0066.jpg

ধাপ:-৪

কালো রঙের রঙিন কাগজ নিয়ে নিয়েছি। কালো রঙিন কাগজ থেকে চিকন করে তিনটি অংশ কেটে নিলাম।

IMG-20230619-WA0064.jpg

IMG-20230619-WA0065.jpg


IMG-20230619-WA0062.jpg

ধাপ:-৫

এখন কার্ড বোর্ডের সাইডে গাম লাগিয়ে আমি কালো রঙিন কাগজগুলো জোড়া লাগিয়ে নিলাম।

IMG-20230619-WA0063.jpg

IMG-20230619-WA0061.jpg

IMG-20230619-WA0059.jpg


ধাপ:-৬

কালো রঙের পোস্টার রঙ নিয়ে নিলাম এবং তুলি দিয়ে কার্ডবোর্ডের মধ্যে নিত্য করা অনেকগুলো মেয়ে আর্ট করেছে।

IMG-20230619-WA0060.jpg

IMG-20230619-WA0058.jpg

IMG-20230619-WA0057.jpg

ধাপ:-৭

সবুজ রঙিন কাগজ নিয়ে নিলাম। রঙিন কাগজ থেকে কেটে ছোট ছোট দুটো অংশ নিলাম।

IMG-20230619-WA0049.jpg

IMG-20230619-WA0050.jpg

IMG-20230619-WA0056.jpg

ধাপ:-৮

কেটে নেওয়া রঙিন কাগজগুলোকে ভাজ করে মাঝখানে গাম লাগিয়ে জামার ডিজাইন করলাম।

IMG-20230619-WA0055.jpg

IMG-20230619-WA0051.jpg

IMG-20230619-WA0081.jpg

ধাপ:-৯

এরপর নিত্য করা মেয়েদের মধ্যে গাম লাগিয়ে দুই পাশে দুইটা সবুজ রঙের ডিজাইন করা জামা জোড়া লাগিয়ে নিলাম।

IMG-20230619-WA0041.jpg

IMG-20230619-WA0079.jpg

IMG-20230619-WA0080.jpg

ধাপ:-১০

এরপর আমি নীল রঙিন কাগজ থেকে দুইটা এবং লাল কাগজ থেকে একটা একই ভাবে ডিজাইন করে নিলাম।

IMG-20230619-WA0042.jpg

IMG-20230619-WA0078.jpg

ধাপ:-১১

নিত্য করা মেয়েদের মধ্যে গাম দিয়ে রঙিন কাগজগুলো জোড়া লাগিয়ে নিলাম।

IMG-20230619-WA0043.jpg

IMG-20230619-WA0074.jpg

শেষ ধাপ:-

আর এই ভাবেই তৈরি করে ফেললাম নিত্য করা মেয়েদের ওয়ালমেট। এত সুন্দর করে ওয়ালমেট তৈরি করে করে দেওয়ালে সাজিয়ে রাখলে দেখতে অনেক সুন্দর লাগে আর ঘরে সৌন্দর্য বেড়ে যায় ।আশা করি আপনাদের কাছে আমার তৈরি করা রঙিন কাগজের ওয়ালমেট ভালো লাগবে।

IMG_20230619_112624.jpg

IMG_20230619_112619.jpg

IMG_20230619_112631 (1).jpg

IMG_20230619_112609.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি। আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

Sort:  
 last year 

আহা এ তো দেখি লাল নীল টিয়া সুন্দরিদের নৃত্য। আপনার আইডিয়ার বাহবা দিতেই হয়। রঙিন কাগজে মনে হচ্ছে নৃত্য করতেছে সবাই। দারুন হয়েছে পুরো প্রজেক্টটি। শুভেচ্ছা রইলো আপু।

 last year 

কতটুকু সুন্দর হয়েছে তা জানিনা তবে অনেক কষ্ট করে এটি তৈরি করেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

মনে হচ্ছে যেন সত্যি কারের নৃত্যশিল্পীরা নৃত্য করছে। খুব সুন্দর ডাই প্রজেক্ট তৈরি করেছেন আপু। রঙিন কাগজ দিয়ে এভাবে জামা বানিয়ে দেওয়াতে বেশি ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে কার্ড বোর্ড দিয়ে সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

রঙিন কাগজ দিয়ে আলাদা করে জামাগুলো তৈরি করেছি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক বেশি খুশি হলাম। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 last year 

রঙিন কাগজ এবং কার্ডবোর্ড দিয়ে খুবই চমৎকারভাবে আপনি নিত্য করার দৃশ্য তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যেটা দেখে আমি সত্যিই রীতিমতো মুগ্ধ হয়ে গেলাম। আপনি নিত্য নতুন জিনিস তৈরি করতে অনেক বেশি পছন্দ করেন এটা জেনে খুবই ভালো লাগলো আসলে আমরা সকলেই নতুন নতুন জিনিস তৈরি করতে অনেক বেশি ভালোবাসি। এত চমৎকার ভাবে ডাই প্রজেক্ট তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আমি ছোটবেলা থেকেই নতুন নতুন জিনিস তৈরি করতে অনেক বেশি পছন্দ করতাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

সত্যি আপু আপনার এমন ইউনিট বুদ্ধি দেখে একদম অবাক হয়ে গেলাম।
রঙিন কাগজ কেটে নিত্য দল প্রস্তুত করেছেন সত্যিই অসাধারণ দেখাচ্ছে।
বিশেষ করে কালার কম্বিনেশন টা খুব সুন্দর ভাবে ফুটেছে।

 last year 

আসলে ঐরকম কিছু তৈরি করতে পারিনি। চেষ্টা করেছি একটু ভালোভাবে তৈরি করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ওয়াও খুবই সুন্দর এবং ইউনিক একটা আইডিয়া ছিল। রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর ভাবে নিত্য করা মেয়েদের ওয়ালমেট তৈরি করে ফেলেছেন। আপনার তৈরি করা ওয়ালমেট দেখে আমি তো অনেক বেশি মুগ্ধ হলাম। এরকম কাজগুলোর মাধ্যমে নিজেদের দক্ষতা এবং সৃজনশীলতার প্রকাশ ঘটে। জামাগুলোতে বিভিন্ন রকমের কালার ব্যবহার করার কারণে অনেক বেশি আকর্ষণীয় লাগছে এটি দেখতে।

 last year 

দোয়া করবেন আপু যেন আপনাদের মত আরো ভালো ভালো কিছু নিত্য নতুন জিনিস তৈরি করতে পারি। আপনার জন্য রইল শুভকামনা ধন্যবাদ।

 last year 

রঙিন কাগজ ও কার্ডবোর্ড দিয়ে নিত্য করা মেয়েদের ওয়ালমেট তো চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। মেয়েদের রঙিন কাগজের জামা কাপড় পরিয়েছেন এজন্য আরো বেশি সুন্দর লাগতেছে। ভালো লাগলো আপনার ইউনিক আইডিয়া দেখে ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ পোস্ট পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

এ ধরনের ডাইগুলো তৈরি করতে আমার কাছেও খুবই ভালো লাগে। কিন্তু সময়ের অভাবে সবসময় বসা হয় না। আপনার কাববোর্ড এবং কাগজ দিয়ে নৃত্যরত মেয়ের ওয়ালমেটটি খুব চমৎকার হয়েছে। মেয়েগুলোকে দেখে মনে হচ্ছে যে আসলেই ড্যান্স করছে। এত সুন্দর করে মেয়েগুলোকে তৈরি করেছেন। সব মিলিয়ে আপনার নিত্যরত মেয়েদের ওয়ালমেটটি খুব ভালো লেগেছে আমার কাছে।

 last year 

আমি সবসময় চেষ্টা করি নিত্য নতুন কিছু তৈরি করার জন্য । তবে এই প্রজেক্টটি তৈরি করতে আমার অনেক বেশি সময় লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.031
BTC 87896.22
ETH 3325.50
USDT 1.00
SBD 2.86