লেভেল ২ হতে আমার অর্জন - By @faruk123||

in আমার বাংলা ব্লগ2 years ago

02.jpeg
সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি গত এক সপ্তাহ যাবত খুব অসুস্থ ছিলাম। অসুস্থতার মাঝে লেভেল ২এর ক্লাস করেছি, ভাইবা দিয়েছি এবং চূড়ান্ত ভাবে আজ লিখিত পরীক্ষা দিতে যাচ্ছি। লেভেল ২ এর ক্লাস থেকে আমি অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানতে পেরেছি যা আমার স্টিমিট একাউন্টের নিরাপত্তার জন্য খুবই অপরিহার্য। আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সম্মানিত প্রফেসর ও মোডারেটদের প্রতি কারণ ওনারা এ সকল বিষয়ে পাঠদানের ক্ষেত্রে খুবই আন্তরিক ছিল। সম্মানিত শিক্ষক বৃন্দ দের কাছ থেকে যে সকল বিষয় শিখতে পেরেছি তার উপর ভিত্তি করে আমি আজ লেভেল ২ এর লিখিত পরীক্ষা দিতে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন।

প্রশ্ন- Posting key এর কাজ কি ?

এই কী কেবলমাত্র সোশ্যাল একটিভটির জন্য ব্যবহার করা হয় অর্থাৎ পোস্ট, কমেন্ট ও ভোট দেয়ার মত কাজগুলো এই কী দিয়ে করা যায়। পোস্টিং কী ওয়ালেটের অন্যান্য কী থেকে কম সেনসিটিভ কী। এই কী ব্যবহার করে কেউ হয়তো আমার অ্যাকাউন্ট থেকে ভোট দিতে পারবে, কমেন্ট করতে পারবে কিন্তু ওয়ালেট সংক্রান্ত কোনও কাজ করতে পারবে না। পোস্টিং এর কাজগুলো নিম্নে উল্লেখ করা হলোঃ

-পোস্ট ও কমেন্ট করা
-পোস্ট ও কমেন্ট এডিট করা
-আপ-ভোট ও ডাউন-ভোট দেয়া
-কোন পোস্ট রি-স্টিম (Resteem) করা
-কাউকে ফলো ও আন-ফলো করা
-কোন অনাকাঙ্ক্ষিত একাউন্ট মিউট করা

প্রশ্ন- Active key এর কাজ কি ?

ওয়ালেট এর আর্থিক কাজগুলো সম্পন্ন করার ক্ষেত্রে এই কী ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ ওয়ালেটের আর্থিক সংক্রান্ত লেনদেন সম্পন্ন করার জন্য এই কী এর অবশ্যই প্রয়োজন। কোন বিশ্বস্ত ওয়েবসাইট ছাড়া এই কি ব্যবহার করা ঠিক নয় কারণ এই কী কারো হাতে থাকলে যেকেউ এটি ব্যবহার করে ওয়ালেটের আর্থিক ক্ষতি সাধন করতে পারে। দেখে নেয়া যাক অ্যাক্টিভ কী দিয়ে কি কি কাজ করা যায়ঃ

-ট্রান্সফারের কাজ।
-পাওয়ার আপ ও পাওয়ার ডাউন।
-SBD Steem কনভার্সন
-উইটনেস ভোট দেয়া
-কোন এক্সচেঞ্জে ক্রয় বিক্রয় অর্ডার দেয়া
-প্রোফাইলের কিছু তথ্য পরিবর্তন
-নতুন ব্যবহারকারী তৈরি করা ইত্যাদি।

প্রশ্ন- Owner key এর কাজ কি ?

উনার কী এক ধরনের মালিকানা সংক্রান্ত কী, ব্লক-চেইন এ নিজের একাউন্টের মালিকানা প্রমাণ করার জন্য এই কী খুবই প্রয়োজন। অন্যান্য হারিয়ে যাওয়া কী এবং হ্যাক হওয়া একাউন্ট রিকভার করার জন্য এই কী দরকার হয়। এই কী যার কাছে থাকে সেই একাউন্ট এর মালিকানা দাবি করতে পারবে সুতরাং উনার কী সংরক্ষণ করার ক্ষেত্রে আমাদের খুব বেশি সতর্ক থাকতে হবে। উনার কী এর কাজগুলো নিম্নে উল্লেখ করা হলোঃ

-উনার, একটিভ ও পোস্টিং কী রিসেট করা যায়
-একাউন্ট রিকভার করা যায়
-ভোটিং অধিকার প্রত্যাখ্যান করা যায়।

প্রশ্ন- Memo key এর কাজ কি?

একজন স্টিমিট ব্যবহারকারী অন্য একজন ব্যবহারকারীকে গোপনে কোন মেসেজ পাঠাতে মেমো কী এর ব্যবহার করতে হয়। এই কী এর ব্যবহার খুব সীমিত পর্যায়ে, সাধারণত এনক্রিপ্ট করা মেসেজ পাঠাতে এবং কোন এনক্রিপ্ট করা মেসেজ দেখতে এটি দরকার হয়।

প্রশ্ন- Master password এর কাজ কি?

মাস্টার পাসওয়ার্ড স্টিমিট অ্যাকাউন্টের সবচেয়ে সেনসিটিভ কী যেটি ব্যবহারকারী অ্যাকাউন্ট খোলার সময় পেয়ে থাকে। মাস্টার পাসওয়ার্ড এর গুরুত্ব অনেক বেশি মূলত বাকি সবগুলো কী তৈরি হয়েছে এটির উপর ভিত্তি করে। তাই মাস্টার পাসওয়ার্ড দিয়ে বাকি সবগুলো কী এর কাজ সম্পন্ন করা যায়। একাউন্ট রিকভার করার ক্ষেত্রে মাস্টার পাসওয়ার্ড এর দরকার হয়। গুরুত্বপূর্ণ বিষয় হল এই পাসওয়ার্ড কোনভাবেই কারো কাছে দেয়া যাবে না এবং একাউন্টের নিরাপত্তার জন্য খুব ভালোভাবে সংরক্ষণ করতে হবে।

প্রশ্ন-Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?

যেহেতু মাস্টার পাসওয়ার্ড স্টিমিট অ্যাকাউন্টের সবচেয়ে সেনসিটিভ কী যা দিয়ে বাকি সবগুলো কী এর কাজ সম্পন্ন করা যায়।সুতরাং একাউন্টের নিরাপত্তার জন্য এই পাসওয়ার্ড খুব ভালোভাবে সংরক্ষণ করে রাখা জরুরি। মাস্টার পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষণ করার ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো আমি অনুসরণ করতে পারিঃ

-মাস্টার পাসওয়ার্ড প্রিন্ট করার মাধ্যমে সংরক্ষণ করতে পারি।
-পেন-ড্রাইভে সংরক্ষণ করতে পারি।
-গুগল ড্রাইভে সংরক্ষণ করতে পারি।
-সামান্য পরিবর্তন করে ডায়েরিতে লিখে রাখতে পারি।

প্রশ্ন-পাওয়ার আপ কেন জরুরী?

এখানে দীর্ঘমেয়াদী সফলভাবে কাজ করার ক্ষেত্রে একজন ইউজারকে পাওয়ার আপ করাটা খুবই গুরুত্বপূর্ণ। স্টিম-কে পাওয়ার আপ করে স্টিম পাওয়ার-এ কনভার্ট করা বা উন্নীত করা কে পাওয়ারআপ বলে। ওয়ালেটে বেশি স্টিম পাওয়ার (SP) থাকলে ভোট দিয়ে বেশি পরিমাণ কিউ-রেশন রিওয়ার্ড পাওয়া যায় এবং অন্য ইউজারদের সহায়তা করা যায়। পাওয়ার আপ-এর মাধ্যমে স্টিম গুলো একাউন্টে সুরক্ষিত থাকে কারণ হল অ্যাকাউন্ট হ্যাক হলেও স্টিম পাওয়ার (SP) গুলো ট্রান্সফার করা যায় না যতক্ষণ না পর্যন্ত পাওয়ার ডাউন দেওয়া হয়।

প্রশ্ন- পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?

প্রথমে Active key এর মাধ্যমে ওয়ালেটে লগ ইন করতে হবে। তারপর একাউন্টে থাকা লিকুইড স্টিমের পাশে ড্রপ-ডাউন বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে আসা অপশন গুলো থেকে পাওয়ার আপ এ ক্লিক করতে হবে। এরপর অ্যামাউন্ট অপশন এ যে পরিমাণের স্টিম পাওয়ার আপ করা হবে সেটি লিখতে হবে এবং সর্বশেষে পাওয়ার বাটন ক্লিক করতে হবে। যে পরিমাণের স্টিম পাওয়ার আপ করা হয়েছে সেটি একাউন্ট থেকে মাইনাস হয়ে স্টিম পাওয়ার এ যোগ হয়ে যাবে।

প্রশ্ন- সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ?

সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার ৩ দিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়।

প্রশ্ন-মেমো ফিল্ড এর কাজ কি?

স্টিম বা এস বি ডি সেন্ড করার ক্ষেত্রে অপশনাল হিসেবে মেমো ফিল্ডে চাইলে কোন মেমো লিখে দিতে পারি। সাধারণত মেমো ফিল্ডে কোন ম্যাসেজ সেন্ড করা হয় আর এই ম্যাসেজ এনক্রিপ্ট করেও পাঠানো যায়।

প্রশ্ন- ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?

ডেলিগেশন ক্যানসেল করার চার থেকে পাঁচ দিন পর উক্ত এস.পি নিজের একাউন্টে ফেরত আসে।

প্রশ্ন- ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো ১০০ এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?

এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় ৩০০ এস.পি লিখতে হবে।

প্রশ্ন- রেপুটেশন স্কোর কিভাবে পরিমাপ করা হয়?

নতুন ব্যবহারকারী প্রথমে ২৫ রেপুটেশন স্কোর দিয়ে শুরু করে। রেপুটেশন স্কোর একটি log10 সিস্টেমের উপর ভিত্তি করে পরিমাপ করা হয়।

সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি কোন ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন

Sort:  
 2 years ago 

আপনি খুব সুন্দর ভাবে লেভেল-২ এর অর্জিত বিষয়গুলো উপস্থাপন করেছেন। আপনার পোস্ট পড়ে নতুনরা শিখতে পারবে। এভাবেই লেগে থাকেন এগিয়ে যান বহুদূর। আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি লেভেল-২ এর অর্জিত বিষয়গুলো ভালোভাবে উপস্থাপন করতে পেরেছি জেনে খুব ভালো লাগলো।

 2 years ago 

ভাইয়া আপনি লেভেল ২ হতে অনেক কিছু অর্জন করতে পেরেছেন। লেবেল টু তে আমাদের একাউন্টে নিরাপত্তা সম্পর্কিত তথ্যাবলী শেখানো হয়। তাই আমার কাছে এটি অনেক গুরুত্বপূর্ণ মনে হয়। আপনার পরবর্তী লেভেলের জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপু আপনি ঠিকই বলেছেন লেভেল ২ হতে অনেক গুরত্বপূর্ণ কী সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় যা জানা খুবই জরুরী।ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আসলে লেভেল টু একটু বেশি ইম্পরট্যান্ট। আপনার পোস্টে দেখে বোঝা যাচ্ছে আপনি খুব সুন্দর ভাবে বিষয়গুলো আয়ত্তে আনার চেষ্টা করেছেন। এভাবে সুন্দরভাবে সামনে এগিয়ে যান এই শুভকামনা জানাই।

 2 years ago 

আমাকে কাজের প্রতি উৎসাহ প্রদানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

লেবেল টু এর টপিকস গুলো সম্পর্কে ধারণা পেয়েছেন। বিশেষ করে লেভেল টু এ একাউন্টের নিরাপত্তা সম্পর্কে অর্থাৎ key সম্পর্ক জনিত বিষয়গুলো ভালোভাবে ধারণা দেওয়া হয়। এভাবে জ্ঞান অর্জনের মাধ্যমে এগিয়ে যান এই কামনাই করি।

 2 years ago 

জি ভাইয়া লেভেল ২ হতে আমি অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে জানতে পেরেছি, আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

দেখে বোঝা যাচ্ছে যে আপনি খুব সুন্দর করে লেভেল টুর পরীক্ষা খুব ভালোভাবে দিয়েছেন। আশা করছি আপনি সবগুলো লেভেল পেরিয়ে অতি দ্রুত ভেরিফাইড মেম্বার হয়ে যাবেন। আপনার ব্লগিং জীবন শুভ হোক।

 2 years ago 

আমাকে পাশে থেকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61111.24
ETH 2687.89
USDT 1.00
SBD 2.61