diy-event "এসো নিজে করি" জংলী ফুল আঁকা

আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন সবাই।
আমিও ভালো আছি। মাঝে মাঝে আমি আমার ভাগনির সাহায্য বা উৎসাহে নিয়ে টুকটাক আকা আকি করি। কালকেও একেছিলাম। ভাবলাম কিভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করি।

উপকরণ :
কাগজ ঃ ৪×৪ ইঞ্চি
কিপ স্মাইলিং ব্রাশ ঃ ২,৭,১২ নং
কালার ঃ সবুজ, নীল, কালো, লাল, সাদা,

এবার শুরু করা যাক ঃ
ব্রাশ ও কাগজ আর কালার নিয়ে নিয়েছি।

IMG-20211027-WA0001.jpg

১। প্রথমে ব্যাকগ্রাউন্ড তৈরি করেছি। ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য সবুজ, নীল আর কালো রং নিয়েছি। গাড় সবুজ তৈরি করার জন্য সবুজের সাথে কালো রঙ মিশিয়ে নিয়েছি।

IMG-20211027-WA0002.jpg

ব্যাকগ্রাউন্ড তৈরি

IMG-20211027-WA0004.jpg

২। ব্যাকগ্রাউন্ড শুকিয়ে যাওয়ার আগেই ২ নং ব্রাশ দিয়ে পাতা গুলি একে নিয়েছি।

IMG-20211027-WA0003.jpg

৩। ব্যাকগ্রাউন্ড শুকিয়ে যাওয়ার ফাকেই আমি লাল, নীল আর সামান্য সাদা রং নিয়ে ফুলের জন্য ল্যাভেন্ডার কালার তৈরি করে নিয়েছি।

IMG-20211027-WA0005.jpg

৪। এরপর এই কালারের সাথে সামান্য একটু কালো রঙ মিশিয়ে ল্যাভেন্ডার রংটাকে গাড় করে নিয়েছি ছায়া তৈরি করার জন্য।

IMG-20211027-WA0006.jpg

৫। ফুল দেয়া শুরু করলাম

IMG-20211027-WA0007.jpg

৬। ফুল দেয়া শেষ করে তারপর গাড় ল্যাভেন্ডার রং আর সাদা রং দিয়ে ছায়া এবং হাইলাইট করে নিয়েছি।

IMG-20211027-WA0008.jpg

৭। তারপর ফুলের উপর অল্প লাল রং দিয়ে দিয়েছি যেন ফুলগুলো আরেকটু জীবন্ত দেখা যায়।

IMG-20211027-WA0009.jpg

৮। চাইলে আরও খুটিনাটি বর্ণনা দেয়া যায় কিন্তু আজকের মতোন এখানেই আঁকা সম্পূর্ণ ধরলাম।

IMG-20211027-WA0000.jpg

আশাকরি আপনাদের ভালো লাগবে।

Sort:  
 3 years ago 

আপনার পোষ্ট পড়ে কোন রঙের সাথে রঙ মিলিয়ে আরেকটা রঙ বানানো যায় শিখলাম ধন্যবাদ আপনাকে। ছবি ভালো লেগেছে।

ছবি ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। আপনাকেও ধন্যবাদ

 3 years ago 

আপনার ছবি আঁকাটা অনেক সুন্দর হয়েছে। আপনি মার্কডাউন এর ব্যবহারটা অতিদ্রুত শিখে নিন। মার্কডাউন এর ব্যবহার শিখলে এই পোস্টটাই অনেক সুন্দর লাগবে।

অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করবো শিখে নেওয়ার। পরামর্শের জন্য ধন্যবাদ ভাই

চমৎকার হয়েছে আপু আপনার জংগী ফুলগুলোর অঙ্কন।আমার সবথেকে ভালো লেগেছে আপনার রঙ গুলোর ব্যাবহার এবং ডেকোরেশন।এর জন্য আপনার পোস্টটি প্রাণবন্ত লাগছে।শুভ কামনা রইলো আপু।

অসংখ্য ধন্যবাদ ভাই। চেষ্টা করেছি যতটা সম্ভব ভালো ভাবে করার জন্য। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো

খুবই সুন্দর ছিলো সবকিছু।
বিশেষ করে ফুল আর্ট দারুন ছিলো, আমি আজকে অনেক কিছু শিখতে পারলাম। অনেক অনেক শুভ কামনা রইলো আপনার প্রতি।

ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। আপনাকে ও অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 66895.91
ETH 3499.24
USDT 1.00
SBD 2.89