ঐতিহাসিক মহাস্থানগড় ভ্রমণ (পর্যটন স্ন্যাক্স কর্নার) -৩ || @shy-fox 10% beneficiary ||

প্রিয় বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন ।আমিও আল্লাহর রহমতে ভালো আছি ।সব সময় ভালো থাকেন, সুস্থ থাকেন এই আশা রাখি।

বন্ধুরা আপনারা যারা মহাস্থানগড় ভ্রমণ করতে আসবেন ও জানার আগ্রহী, তাদের জন্য কিছু তথ্য । বাংলাদেশ পর্যটন কর্পোরেশন উদ্যোগে তৈরী পর্যটন স্ন্যাক্স কর্নার প্রতিষ্ঠান ।এখানে পর্যটকদের জন্য থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে দেশ-বিদেশের পর্যটক এসে যাতে করে খুব ভালো পরিবেশে নিশ্চিন্তে বিশ্রাম ও খাবার খেতে পারে সেই জন্যই এই পর্যটন স্ন্যাক্স কর্নার টি তৈরী করা হয়েছে।

240675907_1180162585801538_720728792430459840_n.jpg

এইটি পর্যটন স্ন্যাক্স কর্নার এর স্বাগতম বোর্ড।

240805492_324253462775635_8742272465854442389_n.jpg

পর্যটন স্ন্যাক্স কর্নার এর ভিতর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। সবুজ গাছে ঘেরা এই পর্যটন স্ন্যাক্স কর্নার টি সবসময় সবুজ অরণ্য মনে হয়। যেদিকে দুচোখ যায় শুধু সবুজ আর সবুজ গাছপালায় ছেয়ে গেছে এই পর্যটন স্ন্যাক্স কর্নার টি।

239551121_213713324063251_8480829490681634022_n.jpg

এটি হলো পর্যটন স্ন্যাক্স কর্নার এখানে বাংলা খবর সহ দেশি-বিদেশি সব ধরনের খাবার পাওয়া যায়। এছাড়াও আপনি হালকা নাস্তার জন্য অনেক কিছু পাবেন। চারিদিকে গ্লাস মনোরম পরিবেশে এই পর্যটন স্ন্যাক্স কর্নার এ আপনি চাইলে এখানে খাবার অর্ডার করে খেতে পারবেন।

240659235_1191807504663449_4248738115327868246_n.jpg

এগুলো হচ্ছে পর্যটন স্ন্যাক্স কর্নার এর ভিতর বসার জায়গা। পর্যটকরা যখন মহাস্থানগড় ভ্রমণ করে এসে খুব ক্লান্ত হয়ে যায়। তখন তারা এই বিশ্রাম ছাউনিতে বিশ্রাম করে। চারিদিকে সবুজের প্রাকৃতিক সৌন্দর্য এবং শীতল হাওয়ায় আবহাওয়া তে বসে মন জুড়িয়ে যায়।

240309194_236284828501812_6458191814616155711_n (1).jpg

এই পর্যটন স্ন্যাক্স কর্নার এমন জায়গায় তৈরি করা হয়েছে, এর পাশ দিয়ে বয়ে গেছে করোতোয়া নদী। তার পাশে রয়েছে বাসার জায়গা আপনি চাইলেই কিছুক্ষণ রেস্ট নিতে পারবেন এখানে। সেইসাথে নদীর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন।

240665847_220743699997141_3314188761775197582_n.jpg

পর্যটন স্ন্যাক্স কর্নার এর পার্কিং জোন। এখানে আপনি আপনার প্রাইভেট গাড়িগুলো পার্কিং করে রাখতে পারবেন। এখানে গার্ড দ্বারা সব সময় নিরাপত্তা দেওয়া হয়। অবশ্য এখানে পার্কিংয়ের জন্য কিছু টাকা নির্ধারণ করা হয়েছে। আপনি নিশ্চিন্তে গাড়ি পার্ক করে গোটা মহাস্থানগড় ঘুরে আসতে পারেন।

240426550_199489658757067_3170665633035798748_n.jpg

এগুলো হচ্ছে আবাসিক থাকার জায়গা। আপনি চাইলে রাত্রি যাপন করতে পারবেন এখানে। সুন্দর পরিবেশ এবং গোছানো এই পর্যটন স্ন্যাক্স কর্নার রাত্রিযাপনের জন্য খুব সুন্দর জায়গা। এখানে আপনি কোন প্রতারণার শিকার হবেন না। রাত্রিযাপনের জন্য নির্ভরযোগ্য একটি জায়গা।

240129842_162509762685962_8366512235292148384_n.jpg

বন্ধুরা সব মিলিয়ে আমার ভিতরের পরিবেশ খুব ভালো লেগেছে। আপনারা যদি মহাস্থানে বেড়াতে আসেন। তবে অবশ্যই এই জায়গাটিতে একটি বার হলেও ঘুরে যাবেন। কোলাহলমুক্ত নির্জন এলাকা ও সবুজের প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই জায়গাটি আপনাদের খুব ভাল লাগবে। যদিও জায়গাটি অনেক পরে তৈরি করা হয়েছে। কিন্তু দেখতে খুব সুন্দর।

বন্ধুরা আপনাদের ছবি ও জায়গা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

ধন্যবাদ সবাইকে। সবাই ভাল থাকেন ,সুস্থ থাকেন এই কামনা করি।

Sort:  
 3 years ago 

মহাস্থানগড় ঘুরতে যাওয়ার কথা ভাবছি। এখন আপনার পোস্ট টা পড়ে ভালো হলো আগে থেকেই কিছু অভিজ্ঞতা থাকল। আপনাকে ধন্যবাদ।

আমার পোষ্ট পড়ার জন্য ধন্যবাদ। বগুড়ায় আপনাকে স্বাগতম।

 3 years ago 

🙂🙂

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 58009.23
ETH 3063.14
USDT 1.00
SBD 2.34