চর্চার বাহিরে থাকবেন না

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

অনেক বিধিনিষেধ প্রয়োগ করে দীর্ঘ দেড় বছর পর গত ১২-ই সেপ্টেম্বর স্কুল খুলে দিয়েছে।অনেক দিক থেকেই বলতে গেলে সব দিক থেকেই ভালো হয়েছে।সামষ্টিক ভাবে খুবই ভালো হয়েছে কাজটি।
প্রথম যখন শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধের ঘোষনা আসলো তারপর থেকে বাসায় খুব পড়েছিলাম।৪ টা ব্যবহারিক প্রথম বন্ধের মাঝেই সেরে ফেরেছিলাম।বলতে গেলে প্রতিদিন প্রায় ৮/৯ ঘন্টা পড়াশুনা করেছিলাম।সরকার দিন দিন ছুটি বাড়াতে শুরু করেছিল।ছুটি বাড়ার সাথে সাথে ক্যানজানি নিজের ভেতোরও একটা অনিহার সৃষ্টি হয়েছিল।পড়াশুনা থেকে মনটা একদম উঠেই গিয়েছিল।ঘুম থেকে উঠেও মোবাইল,ঘুমাতে যাওয়ার আগেই সেই মোবাইল।আগে ৮/৯ ঘন্টা পড়তাম আর এখন ১০/১১ ঘন্টা মোবাইলই ঘাটাঘাটি করি।
running-2897357_640.png
Link

মোবাইল নিয়ে এই ঘাটাঘাটি করার অভ্যাস প্রায় এক বছর লালন করেছি।এখন এসে এর ফল বাড়ে হাড়ে টের পাচ্ছি।স্কুল-প্রাইভেট সব খুলে দিয়েছে।পড়াশুনার গতি আর আগের মতো নেই।একদমই মন বসেনা।সারাদিন এই মোবাইলের চিন্তা মাথায় ঘোরে।পড়তে বসে হোক আর খেতে বসে সারাদিন মোবাইল ঘিরে চিন্তা-ভাবনা।পড়তে বসলেও ১০ মিনিটের বেশি নিজের মনকে আটকে রাখতে পারিনা।নিজেকে যে কিভাবে আবার মনোযোগি করে তুলবো বুঝে উঠতে পারছিনা।
আমার কাজ পড়াশুনা করা আর আনুষঙ্গিক যা কাজ আছে সেগুলো করা।তাই আমি এগুলোতেই আমার দুর্বলতা বুঝতে পারছি।
আপনারা যারা এখানে আছেন তাদের অনেকে হয়তো বিভিন্ন জায়গায় চাকরি করেন,কেউ ডাক্তারি পেশায় জড়িত আবার অনেকে আছেন যারা পড়াশুনা করেন।আমার মতো হয়তো অনেকেই মূল কাজ থেকে সরে পড়ে অন্য কাজে ঝুকে পড়েছেন।হয়তো আবার পড়েননি।নিজেকে নিজের কাজে আরো দক্ষ করে তুলেছেন।
যদি নিজের কাজ থেকে ছিটকে পড়েই থাকেন তাহোলে ফিরে আসার চেষ্টা করুন।আমার এই বাজে অভিজ্ঞতা থেকে একটা কথাই বলতে পারি,আপনার যেটা কাজ সেটা থেকে কখনো দূরে থাকবেন না।যতই বিপত্তি আসুক সেই কাজের ভেতোর থাকার চেষ্টা করবেন।

cc.@farhantanvir
date.19/09/21

Sort:  

মোবাইল শুধু প্রয়োজনেই ব্যাবহার করা উচিত।অতিরিক্ত ব্যাবহার করে যেন মোবাইলের প্রতি আসক্তি না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে।অনেক সুন্দর একটি পোস্ট করেছেন ভাই।

আগে ৮/৯ ঘন্টা পড়াতাম

আপনি তো অনেক মেধাবী ছাত্র।শুভ কামনা রইলো আশা করছি আগের মত আবারও ৮/৯ ঘন্টা পড়ালেখা করবেন।শুভ কামনা রইলো ভাই।

 3 years ago 

ভালোবাসা নিয়েন ভাই 💙

 3 years ago 

আসলে আমাদের যদি কোন কিছুর ওপর চর্চা না থাকে না সবকিছুই মন থেকে উঠে যায়। ধরেন দুই বছর কলেজ বন্ধ এখন পড়াশোনার প্রতি মন নাই। একটা জিনিসের উপর মন না থাকলে তা কোন কিছুই সম্ভব নয়। আপনি অনেক পড়তেন আপনার জন্য দোয়া রইল আপনি যেন ভাল ভাবে সফল হতে পারেন। সবকিছু করার আগে আমাদের চর্চাটা নিয়মিত চালিয়ে যেতে হবে।

 3 years ago 

ভালো বলেছেন ভাইয়া,সাধুবাদ জানাই🥰

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.035
BTC 93813.30
ETH 3144.59
USDT 1.00
SBD 3.15