"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ২৮ !! ফাইনাল ম্যাচের দুই প্রতিদ্বন্দ্বীর মডেল তৈরি
আসসালামু আলাইকুম,
আশা করি সবাই কুশল আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।
ওয়ার্ল্ড কাপ শেষ কিন্তু আমাদের কমিউনিটিতে তো প্রতিযোগিতা চলছে।তাই হাল্কা করে ওয়ার্ল্ড কাপের আমেজটা পাচ্ছি।আপনাদের একেজনের যে লেজেন্ডারি ক্রাফটগুলো দেখলাম এই কম্পিটিশনে তা আসলেই চোখ ধাঁধানো।কেউ ক্রাফট বানিয়ে,কেউ ডিজিটাল আর্ট করে,কেউ পেন্সিল আর্ট করে মানে যে যেভাবে পেরেছেন নিজেদের সেরাটা দিয়েছেন।এতো ট্যালেন্টদের সাথে আমি অংশগ্রহণ করতে যাচ্ছি এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার।
তো চলুন মূল বিষয়ে আসা যাক-
- কালার পেপার
- পেন্সিল
- কালো রঙের জেল পেন
- কাঁচি
- ফেভিকল
- কার্ডবোর্ড
সাদা রঙের কাগজ নিয়ে তা ৫.৭৫ সেমি মাপে চারটা অংশে ভাজ করে নিচের ছবির মতো আকার করেছিলাম।
এবার নিচের ছবি দুইটার মতো করে ভাঁজ দিয়ে জার্সির শেপ এনেছিলাম।
এবার পেন্সিল দিয়ে কলার ও ঘাড়ের অংশটুকু এঁকে নিয়েছিলাম।তারপর কাঁচি দিয়ে মার্ক করা অংশ কেটেছিলাম।
এবার আকাশী পেপার চিকন করে কেটে জার্সির উপর ছবির মতো করে লাগিয়েছিলাম এবং প্রয়োজনীয় জায়গাতে কালো জেলপেন ইউজ করে দাগ দিয়েছিলাম।
এবার লোগো ডিজাইন করেছিলাম।
এবার সেইম প্রসেজার ফলো করে ফ্রান্সের জার্সিটা বানিয়েছিলাম।কাছে প্রয়োজনীয় রঙের কাগজ না থাকায় ফ্রান্সের এওয়ে জার্সিটাই বানিয়েছিলাম।
এবার কার্ডবোর্ড কেটে প্রয়োজন অনুযায়ী মাপ নিয়ে মাথা ও হাত বানিয়েছিলাম।
এবার কালো রঙের কাগজ কেটে প্যান্ট বানিয়েছিলাম।
প্যান্ট বানানো হয়ে গেলে কার্ডবোর্ড থেকে পায়ের মাপে দুইটা অংশ কেটে পা-য়ের জায়গায় লাগিয়েছিলাম।
মোটামুটি এভাবেই দুইটা টিমের প্রতিনিধিদের বানিয়েছিলাম।
এবার লাই'বের পালা-
এমনিতেই অনেক বড় হয়ে গেছে পোস্টটা। তাই আর বেশি দীর্ঘ করবোনা।টিস্যু পেপারে প্রথমে লাই'বের ফেস এঁকেছিলাম আর তারপর কিছু টিস্যু একসাথে মুড়িয়ে লাই'বের মাথা বানিয়েছিলাম।
অনেক কারুকাজ হলো, এবার আউটপুটে আসি।এটুকুতেই অতিরিক্ত প্যারা খেয়েছি তাই কাপটা আর বানানোর শক্তি হয় নাই,ইডিট করে বসিয়ে দিয়েছি।
ফাইনাল লুক
আয়োজন এটুকুই ছিল।আজ তবে আসি।সবার জন্য জন্য শুভ কামনা রইলো।সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।ইনশাআল্লাহ ভালো কিছু নিয়ে আবার হাজির হবো😊।
Cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.25/12/22
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে আসলেই বিশ্বকাপের হালকা আমেজ রয়েছে। মাসকট টা বেশ দারুন বানিয়েছেন।তাছাড়া ফাইনাল ম্যাচের দুই প্রতিদ্বন্দ্বীর মডেল গুলো বেশ দারুন হয়েছে। সব মিলিয়ে দারুন হয়েছে। আপনার জন্য শুভ কামনা রইলো। ধন্যবাদ
ধন্যবাদ আপু,ভালোবাসা নিয়েন।
আমি আপনার কাজটা দেখে প্রথমে চিন্তা করেছিলাম কিভাবে বিশ্বকাপের ট্রফি বানিয়েছেন সেটা দেখি । আপনার পোস্টের শেষে অংশ পড়ে বুঝতে পারলাম যে ওটা এডিট করে বসিয়েছেন । যদিও খুব ভালভাবে খেয়াল না করলে বিষয়টা বোঝা বেশ কষ্টকর । সবকিছু মিলিয়ে আপনার ডাই প্রজেক্ট খুব সুন্দর হয়েছে । ধন্যবাদ আপনাকে ।
আপনাকেও অনেক ধন্যবাদ দাদা🥺💚।
আপনি ঠিক বলেছেন ভাই এই প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বকাপের আমেজ এখনো রয়ে গেছে। আমি নিজেও কিছু তৈরি করার চিন্তা রয়েছে। দুটি খেলোয়াড়দের পেছনে মাসকট দেওয়ার কারণে দেখতে আকর্ষণীয় দেখাচ্ছে। আমার ভীষণ ভালো লেগেছে আপনার কাজ দেখে। ফাইনাল ম্যাচে দুইজন প্রতিদ্বন্দ্বীর মডেল তৈরি করেছেন।
ধন্যবাদ ভাই🌼।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। আপনি অনেক সুন্দর ভাবে দুই দলের প্লেয়ারের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। সত্যি ভাইয়া আপনার দক্ষতা খুবই প্রশংসনীয়। আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করছি প্রতিযোগিতায় ভালো একটি অবস্থানে নিজেকে দেখতে পাবেন।
দোয়া রাখবেন আপু❤️।
প্রথমে আপনাকে এত সুন্দর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনার ডাই পোস্ট অনেক দুর্দান্ত হয়েছে সত্যি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। বিশ্বকাপ শেষ হয়ে গেল বিশ্ব কাপের আবেগ অনুভূতি এখনো কমে যায়।নি। আর এই প্রতিযোগিতা আরো কয়েকগুনে আমাদের মাঝে তা বেড়ে গেলো। আপনার কাজের প্রশংসা করতে হয়।
ধন্যবাদ ভাইয়া🥺💚।
আমার বাংলা ব্লগ কমিউনিটির ২৮ তম প্রতিয়োগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ৷ যাই হোক এই প্রতিয়োগিতায় অংশগ্রহণে মাধ্যমে আপনি চমৎকার কিছু শেয়ার করেছেন ৷ দুই প্রতিদ্বন্দ্বীর মডেল অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন ৷ দেখে শুধু মুগ্ধ হয়ে গেলাম ৷ চমৎকার হয়েছে ৷ আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইল ৷ ধন্যবাদ আপনাকে
আপনাকেও ধন্যবাদ ভাইয়া।
আপনাকে প্রথমেই কনটেস্ট ২৮ এর জন্য শুভকামনা রইল।আপনার ডাই দেখেই বোঝা যাচ্ছে আপনি একজন আর্জেন্টিনার সাপোর্টার।দলকে কতটা ভালোবাসেন তা নিজের ডাই এর মধ্যে ফুটিয়ে তুলেছেন আপনি।সত্যি অনেক সুন্দর একটি ডাই দেখতে পেলাম।ক্রিয়েটিভ ডাই টি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি আর্জেন্টিনার সাপোর্টার, ঠিক ধরেছেন।
প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। সত্যি বলেছেন ট্যালেন্টদের বা সবার সাথে অংশগ্রহণ করতে পেরেছেন এটাই বড় কিছু। আমারও প্রতিযোগিতা অংশগ্রহণ করতে খুব ভালো লাগে। তবে দুটি খেলোয়াড়দের মাঝখানে মাসকট দেওয়ার কারণে সৌন্দর্য অনেক বেড়ে গেলো। আপনি খুব চমৎকারভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং অনেক অনেক শুভকামনা রইলো।
ধন্যবাদ আপু❤️।
অনেক ধন্যবাদ ভাইয়া প্রতিযোগিতায় অংশ নিয়েছেন দেখে। আপনি ফাইনাল ম্যাচের দুই প্রতিদ্বন্দীর প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।আপনার কাজ দেখে মুগ্ধ হয়ে গেলাম।উপস্থাপনা খুবই সুন্দর হয়েছে।অনেক শুভকামনা রইল ভাইয়া আপনার জন্য।
আমার কাজে আপনার মতো ট্যালেন্ট কেউ মুগ্ধ হওয়াটাই আমার কাছে বড় পাওয়া😁।