ইনশাল্লাহ,বেটার লাক নেক্সট টাইম(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)
আসসালামু আলাইকুম,আশা করি সবাই কুশল আছেন।আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।
আমি একটা জিনিস ভেবে দেখলাম,বলতে পারেন জরিপ করেই দেখলাম আরকি।ব্যক্তিগতভাবে আমি কিন্তু ক্রিকেটের বিশাল ফ্যান।ফুটবলটা ভালো লাগে তবে ক্রিকেটের মতো ওতো আবেগময় জায়গায় নেই সেটা।
তো আমি যেটা জরিপ করে দেখলাম সেটা হলো,আমার প্রোফাইলে দেখি ফুটবল নিয়েই বেশি লিখেছি যেখানে ক্রিকেটের চিহ্ন নেই বললেই চলে।আর মজার ব্যাপার হচ্ছে,আজও সেই ফুটবলকে ঘিরেই লিখতে যাচ্ছি🤦♂️।
প্রতি রমজানেই আমাদের হাইস্কুল থেকে ব্যাচওয়ারী একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। যেখানে কেবোল সেসকল ব্যাচই অংশ নিতে পারে যারা এস,এস,সি পাশ করে গেছে।যেহেতু,আমরা ২১ সালে এস,এস,সি পাশ করেছি তাই এবারই প্রথম আমরা অংশগ্রহনের সুযোগ পেয়েছিলাম।
২০১০ থেকে শুরু করে তার উপর পর্যন্ত যে ব্যাচগুলো ছিল তারা ছিল ক গ্রুপে আর ১১ থেকে ২১ ছিল খ গ্রুপে।আর খেলাটি ছিল নক আউট পর্বের।
ইদের ছুটি তখনো না দেওয়াও আমি বাড়ি যেতে পারিনি বিধায় ২০১৫ ব্যাচের সাথে আমাদের প্রথম ম্যাচ দেখতেও পারিনি।আমরা ভেবেছিলাম,১৫ যে শক্তিশালী টিম তাতে কয়েকটা গোল খেয়ে এমনিতেই হেরে যাবো।তবে,ঘটনা প্রবাহ ১৮০° ঘুরে গিয়ে আমরাই ২ টা গোল দিয়ে সেমিফাইনালে উঠেছিলাম।তারপর সেমিতে আমাদের প্রতিপক্ষ ছিল ২০১৮ ব্যাচ।ওই ব্যাচে দুইটা ভাই ছিল যারা আন্ডার নাইন্টিনে খেলে,বেশ শক্তিশালী দলই ছিল।মূল সময়ে ১-১ গোলে ড্র হয়েছিল ওই ম্যাচ।পরবর্তীতে টাই ব্রেকারে গিয়ে ৪-৩ এ জয় পাই আমরা।আলহামদুলিল্লাহ,প্রথমবার অংশ নিয়ে প্রথমবারেই ফাইনালে যেতে পেরেছিলাম।
ক আর খ গ্রুপে আলাদা আলাদা ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল।ক গ্রুপে ফাইনালে উঠেছিল ২০০৮ ব্যাচ আর ২০১০ ব্যাচ।আর খ গ্রুপে ছিল ২০১৮ এবং ২০২১।২০১০ ব্যাচ কিন্তু আমাদের শুভ ভাইয়ের ব্যাচ।আমাদের ম্যাচের পরেই ভাইয়াদের ম্যাচ শুরু হয়েছিল।ভাইয়া অবশ্য দুইটা ম্যাচই উপভোগ করেছিল।
ফাইনাল ম্যাচ নিয়ে কিছু না বলাই ভালো।আসলে,ওদের টিমের কাছে আমাদের টিম কিছুই না।ওদের যে স্ট্যামিনা,যে এক্টিভিটি তাতে আমাদের ওরা পান্তাভাত ভেবেই উড়ে দিয়েছে।১-০ ব্যবধানে জয় পায় ওরা।আর আমরা হই রানার্স আপ।
পুরস্কার হিসেবে ছিল খাসি আর রাজহাঁস।বিজয়ীদের জন্য একটা খাসি আর রানার্সআপের জন্য দুটো রাজহাঁস।নিয়ম অনুসারে আমরা দুটো রাজহাঁস পেয়েছিলাম।
প্রত্যাশা অন্যরকম ছিল যদিও, তবে মেনে নিতেই হবে।কারণ,১৮ ব্যাচের সাথে তুলনা করলে আমাদের ব্যাচ কিছুই না।যাইহোক,ইনশাল্লাহ সামনের বছর প্রত্যাশা পূরন হবে।
ও,আরেকটা কথা বলিনি।পরেরে ম্যাচে কিন্তু শুভ ভাইয়ার ব্যাচ টাই ব্রেকারে গিয়ে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়েছিল।
cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.10/05/22
একটু অন্যরকম হলেও এটাই সত্যি। আমাদের এলাকাতেও আমরা এরকম ভাবে পুরস্কৃত করতাম বিজয়ীদের । আপনি আপনার ক্রিকেট খেলার বিজয়ীতার বর্ণনা করেছেন অনেক সাবলীল ভাষায় । ছাগল আর হাসের গলায় মালা দিয়েছেন এটা আমার কাছে অনেক আকর্ষণীয় লেগেছে। আপনার জন্য শুভকামনা। সামনে আরও এগিয়ে যান।
বলতে গেলে এখানে এক প্রকার ট্রাডিশন ওইটা।কুরবানির হাটেও ওমন করে গলায় মালা পড়ানো হয়।
খুব ভালো লেগেছে অনুষ্ঠানটি। অবশ্য এই ভাবে খেলাধুলার পর যদি পুরস্কার বিতরণ করা হয় তাহলে সব সময় খুব ভালো লাগে। দেখে বোঝা যায় আপনারা খুব আনন্দের সাথে পুরো অনুষ্ঠানটি সম্পন্ন করেছেন এবং বিজয়ীদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। বেশ ভালো লাগলো। আপনার জন্য শুভেচ্ছা রইল আশা করি পরবর্তীতে আপনি এখানে অংশগ্রহণ করে বিজয়ী হবেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।
ইনশাল্লাহ আপু🥰উই শ্যাল ওভারকাম 😇
অসংখ্য ধন্যবাদ 🥰
আপনার পোষ্টটি পড়ে খুব ভালো লাগলো। আসলে খেলাধুলায় পুরস্কার পেলে মনে খুব আনন্দ হয়। আপনাদের ফটোগ্রাফি গুলো দেখে বোঝাই যাচ্ছে আপনারা খুব আনন্দে আছেন সবাই। অনুষ্ঠানটি খুবই সুন্দর ছিল। তবে খেলার মধ্যে যে এইরকম পুরস্কার দেয় তা আমার জানা ছিল না। দেখে খুব ভালো লাগলো। আশা করছি সামনে আপনি বিজয়ী হবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
যদিও হেরে গিয়েছিলাম তবুও সত্যি বলতে চ্যাম্পিয়নদের থেকে আমাদর আনন্দই বেশি ছিল।
আপনাদের হাইস্কুলের এমনভাবে সাবেকি স্টুডেন্টদের ব্যাচওয়ারী ফুটবল খেলার বিষয়টি আমার কাছে অনেক ভালো লেগেছে। এতে করে পুরনো ছাত্রদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন থেকেই যায়। এবার রানারআপ হয়েছেন কোন সমস্যা নেই;পরেরবার ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবে। ধন্যবাদ ভাই।
আসলেই ভাই ঠিক বলেছেন।এতে যেমন ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয় তেমনই সকল বন্ধু একসাথে হওয়ার একটা সুযোগও পাওয়া যায়।
ভালোবাসা নিয়েন ভাই 🖤
খেলায় এরকম পুরস্কার দিতে আমি কখনই শুনিনি। রাজহাঁস এবং খাশী খেলার পুরস্কার হিসেবে এ বিষয়টা অনেক মজা লাগলো। অনেক সুন্দর একটা বিষয় আমাদের সাথে শেয়ার করলেন। দেখে বেশ ভালোই লেগেছে।
কি বলেন!!গত বছর তো মাঝারি সাইজের গরু দিয়ে ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল আমাদের এখানে।
আপনার কলেজ কর্তিক আয়োজিত অনুষ্ঠানটি ছিল অনেক সুন্দর। আয়োজনের কোন ঘাটতি ছিল না এই অনুষ্ঠানের জন্য। আপনার ক্রিকেটের প্রতি খুবই ভালোবাসা রয়েছে যেটা আপনার লেখায় প্রকাশ পেয়েছে। যদিও আজকে আপনি ফুটবল নিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন ।ধন্যবাদ আপনাকে।
ক্রিকেটের আমি অন্ধভক্ত।তবে কেনজানি কাকতালীয়ভাবে ফুটবল নিয়েই বেশি লেখা পরেছে😑।
আপনার যেমন ক্রিকেট পছন্দ আমার কিন্তু পছন্দ ফুটবল। আমি ফুটবলের অন্ধ ভক্ত। সেজন্য ফুটবল রিলেটেড কিছু দেখেলে এড়িয়ে যেতে পারিনা। এতো বাঁধা পেড়িয়ে ফাইনালে উঠেছেন এটা সত্যি প্রশংসনীয়। তবে ফাইনালে হার টা একটু হৃদয় বিদারক। তবে রাজহাঁস রানার্স আপ পুরষ্কার এটা বেশ লেগেছে আমার কাছে।।
বেশি আশা করে ফেলেছিলাম হয়তো,তাই হাস নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল☹️।ইনশাআল্লাহ সামনের বছর আশা পূরন হবে 🥰
ঈদ উপলক্ষে আপনারা ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন এবং সেই টুর্নামেন্ট থেকে আপনারা দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ভাইয়া এটা জেনে অনেক ভালো লাগলো। যদিও আপনারা প্রথম স্থান অর্জন করতে পারেননি তারপরও আমার মনে হয় আপনারা অনেক ভালো ফেলেছিলেন যার কারণেই দ্বিতীয় স্থান অর্জন করতে পেরেছেন। আশা করি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে পরের বছর আপনারাই বিজয়ী হবেন।
ইনশাল্লাহ ভাইয়া🌸ভালোবাসা নিয়েন🌺