rj নাটক রিভিউ

in আমার বাংলা ব্লগ3 years ago

বাংলা নাটকের অনেক বড় ভক্ত আমি।আর তা যদি হয় মুশফিক রহমান ফারহান অভিনীত তাহলে তো আর কথাই নেই।কিছুদিন আগে আমি ফারহান অভিনীত আরজে (RJ) নাটক দেখেছি।আজ সেই নাটকেরই ছোট্ট একটা রিভিউ দিতে যাচ্ছি।

নাটকের নাম আরজে (rj)
অভিনয়ে মুশফিক ফারহান,সারাহ্ আলম,মুকিত জাকারিয়া
পরিচালনায় নাজমুল হাসান
গায়ক খাইরুল ওয়াসি
মুক্তির তারিখ ২৫ সেপ্টেম্বর,২০২১
ব্যপ্তি ১ ঘন্টা ১৮ মিনিট ৫৭ সেকেন্ড

Screenshot_2021-10-06-14-30-19-72_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

সারসংক্ষেপঃ
নাটকটিতে ফারহান রেডিও আমার ৮৮.৪ এর একজন আরজে এবং সারাহ আলম সেইখানকার ডিএমটি হিসেবে অভিনয় করেছেন।
Screenshot_2021-10-06-14-15-37-90_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg
দীর্ঘ চার বছরের কাজে ফ্যান ফলোয়ারদের প্রচুর ভালোবাসা অর্জন করায় ফারহান অফিসের নিয়ম মানায় একটু উদাসীন থাকলেও তার উপর অর্পিত কাজে একদম অটুট ছিল।সারাহ আলম নতুন ডিএমটি হিসেবে আফিসে আসলে ফারহানকে নিয়ম শৃঙ্খলায় আবদ্ধ করার চেষ্টা করে।এরই ছুতোয় একদিন রাতে সারাহ আলম এবং ফারহান শীতের রাতে বাইক নিয়ে বাহিরে ঘুরতে বের হয় এবং তাতে ফারহান জ্বরে আক্রান্ত হয়।

Screenshot_2021-10-06-14-17-39-42_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2021-10-06-14-18-30-41_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2021-10-06-14-19-32-93_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ফারহানের বাড়ির কেয়ার টেকারের পাশাপাশি স্বয়ং সারাহ আলম তার খেদমত করে সারিয়ে তোলে।মূলত এমন কিছু সময় কাটিয়েই তারা একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়ে।কিছুদিন পর সারাহ আলম ফারহানকে বিয়ের কথা বললে ফারহান তার ক্যারিয়ারের কথা বলে বিয়েতে না করে।কিছু করতে না পেরে সারাহ আলম অন্যের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
Screenshot_2021-10-06-14-21-57-50_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2021-10-06-14-22-57-73_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ভালোবাসার মানুষটিকে হারিয়ে ওদিকে ফারহানও তার কাজে মন বসাতে পারছিল না বিধায় তার কাজকে এবং তার ভক্তদের বাই বাই বলে তার আরজে পেশাকে বিদায় জানায়।বিদায় জানিয়েই ফারহান সারাহ আলমের কাছে ছুটে যায় এবং বিবাহিত হওয়ায় সারাহ ফারহানের প্রস্তাবে আর রাজি হয়নি।সারাহ আলমের স্বামীর সাথে ফারহানের একটু হাতাহাতি হলে সারাহ আলম ফারহানকে একটি চর মেরেছিল। পুরো রাস্তা সেই চরের কথা আর সারাহর সাথে কাটানো সময়গুলোর কথা মনে করে আসতে আসতে ফারহান এক্সিডেন্ট করে।
Screenshot_2021-10-06-14-30-56-42_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

নাটকের ভাষ্য অনুযায়ী ৭৩০দিন পর ফারহান একজন ফিল্ম অভিনেতা হিসেবে ফিরে আসেন এবং নাটকের সমাপ্তি ঘটে।
Screenshot_2021-10-06-14-28-51-82_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

শিক্ষাঃ
নাটকটি অত্যন্ত ইমোশনাল।ইমোশনাল হলেও সামান্য একটু শিক্ষা আমি পেয়েছি।আমাদের সমাজে প্রেম-ভালোবাসা খুব কমন একটা বিষয়।আর এতে ছেকা খেয়ে জীবনযুদ্ধ থেকে অব্যাহতি নেয়া লোকের সংখ্যাও কম নেই।কিন্তু নাটকটিতে ফারহান প্রেমে ব্যর্থ হওয়ার পর সেই শোকে পাথর না হয়ে বরং সেই শোক থেকে পাওয়া শক্তি কাজে লাগিয়ে আরো ভালো অবস্থানে গেছে।

ব্যক্তিগত মতামতঃ
ব্যক্তিগতভাবে নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে।আর নাটকের একটি গান ছিল "আমি তো আমার আছি,তুই আছিস তোর" গানটিও বেশ ছিল।তবে নাটকটির প্রথম দিকে কিছু অতিরিক্ত দৃশ্য ছিল যা না দেখালেও সমস্যা হতো না বলে আমার মনে হয়।আর এই নাটকটি "দেয়ালের ওপারে তুমি"নাটকের সাথে সাদৃশ্যপূর্ণ বলে আমার মনে হয়েছে।তবুও ভালো ছিল। রেটিং এর কথা বললে ৭ দেয়া যেতেই পারে।

প্রয়োজনীয় লিংকঃ
নাটক
শুধু গান

Cc. @farhantanvir
Pictures: Taken from youtube as screenshot
Date. 06/10/21

সম্পুর্ণ রিভিউ সম্মানীয় এডমিন @moh.arif ভাইয়ের মুভি/নাটক রিভিউ পোস্টের নিয়মাবলি মেনে করা হয়েছে।

Sort:  
 3 years ago 

নাটকটা আসলে অনেক শিক্ষানীয় আমাদের একটা শিক্ষা দিয়েছে যে কারো প্রতি মায়া তে আবদ্ধ না থাকা। অনেক ছেলেমেয়ে নষ্ট হয়ে যায় কিন্তু সে নিজের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছে খুবই ভাল লাগল। খুবই আবেগপ্রবণ নাটক আপনার জন্য শুভকামনা রইল এত। সুন্দর ভাবে বুঝিয়ে লেখার জন্য

 3 years ago 

আমি স্বার্থক আপনার কথা শুনে☺️

আপনার নাটকটির রিভিউ টা সুন্দর ছিল। নাটকটা আমি দেখছি আমার কাছে খুব ভালো লেগেছে। নাকটটি সম্পর্কে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। শুভেচ্ছা রইল আপনার জন‍্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া🥰

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57346.65
ETH 3107.45
USDT 1.00
SBD 2.40