You are viewing a single comment's thread from:

RE: ‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-২০ (Weekly Hangout Report-20)

in আমার বাংলা ব্লগ3 years ago

প্রথম হ্যাংআউটের দিন,ভাইয়াকে বলেছিলাম ভাইয়া এটা কিরকম সিস্টেম?এতে কি করা হবে?আমাদেরও কি কথা বলতে হবে?আচ্ছা,আমায় যদি কিছু জিজ্ঞাসা করে তো কি জিজ্ঞাসা করতে পারে?আরো অনেক কিছু এসেছিল মনের মাঝে।
অবশেষে যখন সেই মাহেন্দ্রক্ষণ এসেছিল বুকটা যেন থরথর করছিল।বিশ্বাস করুন,যখন সবার সাথে যুক্ত হয়েছিলাম আর সবার মাঝে নিজেকেও মিশিয়ে ফেলেছিলাম তখন অকথ্য একটা অভিজ্ঞতা পেয়েছিলাম।
তারপর থেকে প্রতিটা বৃহস্পতিবারের জন্য মুখিয়ে থাকতাম।দিন যাচ্ছে ইউজার বাড়ছে সাথে সাথে বাড়ছে কাজের প্রতি আগ্রহ।আর সবচেয়ে ভালো লাগে তখন যখন হ্যাংয়াউটে সবার কাজের এক্সপ্লেনেশন দেয়া হয়।সে সময়টায় অন্যের নাম ঘোষনা করা দেখে নিজের ভেতরও একটা উদ্দ্যম আসে যে, আমাকেও এমন অবস্থানে আসতে হবে।
আর গতকালের হ্যাংআউট সত্যি বলতে একটু বেশিই রোমাঞ্চকর ছিল।একদিকে ছিল প্রতিযোগিতার ফলাফল অন্যদিকে নতুন সব ইউজারদের হরেক রকম প্রশ্ন।সম্পূর্ন সময় ছিলাম তবে এখন জেনে গেলাম।কমিউনিটির সবার প্রতি বিনম্র শ্রদ্ধা ভালোবাসা জানাই আর হাফিজুল্লাহ ভাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাই তার এ ধরনের পরিশ্রমের জন্য এবং গতকাল পুরস্কারপ্রাপ্ত হওয়ায় আন্তরিক অভিনন্দন। ❣️

Sort:  
 3 years ago 

আমি গ্রুপে নতুন মেম্বার। হ্যাং আউটে প্রথমবার জয়েন করেছি।গান শুনেছি,কুইজের প্রশ্ন শুনলাম
সবার আলোচনায় অনেক কিছু জেনেছি
ধন্যবাদ সবাইকে।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে হ্যাংআউটটি জেনে ভালো লাগলো। ধন্যবাদ

 3 years ago 

সত্যি বলতে হ্যাংআউটটি কমিউনিটির সকলদের জন্য বেশ গরুত্বপূর্ণ, কারন অনেক বিষয়ের ব্যাখ্যা দেয়ার চেষ্টা করা হয়। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 55117.74
ETH 2310.18
USDT 1.00
SBD 2.31