বুক রিভিউ,,||গণিতের জেমস বন্ড||

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম, সবার প্রতি ভালোবাসা ও সম্মান জানিয়ে শুরু করছি আজকের পোস্ট,গণিতের জেমস বন্ড -বুক রিভিউ।
IMG20211108150509.jpg

কথায় বলে বই কখনো কাউকে ফেলে চলে যায়না।বই কিনে কেউ কখনো দেউলিয়াও হয়না।পাঠ্যপুস্তকের বাহিরে তেমনভাবে বই পড়ার স্বভাবটা আমার মাঝে এখনো হয়নি।ফেসবুক কিংবা বিভিন্ন সাইট স্ক্রল করতে করতে যদি দুই একাট্টা কার্যকরী বই দেখি তো অর্ডার করে ফেলি।যদিও কেনার পর পড়া হয়ে ওঠেনা সেভাবে।গত এক মাসে ছয়টার মতো বই কিনেছিলাম।রবীন্দ্রনাথ ঠাকুরের ২ টি, আয়মান সাদিকের ১ টি,মোত্তাসিন পাহলোভীর ২ টি এবং চমক হাসান ভাইয়ের ১ টি।আজ এক্স বুয়েটিয়ান মোত্তাসিন পাহলোভী ভাইয়ের বুক রিভিউ দিতে যাচ্ছি।

বইটি সম্পর্কে কিছু তথ্য

----------
লেখকমোত্তাসিন পাহলোভি
পৃষ্ঠা সংখ্যা১৫১
প্রথম প্রকাশ২০ মার্চ,২০২১
সূচি সংখ্যা৩৩
সম্ভাব্য দাম৩০০(৫০ টাকা ডেলিভারি ফি সহ)


IMG_20211108_150647.jpg

IMG_20211108_150558.jpg

IMG_20211108_150756.jpg

আমার মতামত

আগেই বলেছি পাঠ্যপুস্তকের বাহিরে তেমনভাবে বই পড়া হয়না।স্ক্রল করতে করতে বইয়ের নামটা যখন দেখেছিলাম মনে হলো উপকারী কিছু।তাই ভেতরে উকি মেরেছিলাম।অনলাইনেই তিন-চার পৃষ্ঠা পড়ার সুযোগ ছিল তাই পড়েও দেখেছিলাম।ভালো লেগেছিল জন্য অর্ডারও করেছিলাম।তিনদিন পর বইটি হাতে পেয়েছিলাম।আনার পর প্রথম ৭/৮ দিন নিয়মিতই পড়েছিলাম।বিশ্বাস করুন,অমাইক একটা বই।বড় বড় গণিতের সমাধান যাতে মুখে মুখেই করা যায় এমনসব টেকনিকে ভরা বইটি।যোগ,বিয়োগ,গুণ,ভাগ কিংবা চাকরির পরিক্ষাগুলোতে মাঝে মাঝে যে অঙ্কগুলো দেয়া হয় সেগুলোরও খুবই শর্ট টেকনিক দেয়া আছে।বলা চলে,গণিতের জন্য বইটি নিঞ্জা টেকনিক।বলে বুঝাইতে পারবোনা,যদি কোনোসময় কেউ পড়েন তো নিশ্চয় বুঝতে পারবেন।

ব্যক্তিগত রেটিংঃ ১০/১০
অর্ডার লিংক

cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date. 08/11/21

Thanks to. @emon42 bhai

Sort:  
 3 years ago 

চমক হাসান আমার পছন্দের একজন গনিতবিদ। গণিতের উপর উনার প্রত‍্যেকটা ভিডিও আমি দেখেছি। বইটির রিভিউ ভালো ছিল। এবং বই কেনা খুবই ভালো অভ‍্যাস।

অনেক সুন্দর লিখেছেন। তবে বইটি সম্পর্কে আরও কিছু তথ্য দিলে বইটি সম্পর্কে আমাদের জানতে সুবিধা হতো। অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

গণিতের উপর অনেক ভাই অনেক বই লিখেছেন।তবে করোনা ভাইরাসের সময়কালীন ইউটিউব এ পাহলভি ভাই অনেক জনপ্রিয়তা পেয়েছেন। উদ্ভাস এ কোচিং করাকালীন সময় কেমিস্ট্রির কয়েকটা ক্লাস করেছিলাম ওনার।ভালই বুঝাইছিলেন।সুন্দর বই এর রিভিউ দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 55117.74
ETH 2310.18
USDT 1.00
SBD 2.31