প্রকৃতির অতি নিকটে(১০%বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,আশা করি সবাই কুশল আছেন।আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।

প্রকৃতিকে কিন্তু মানুষের বন্ধু বলা যেতে পারে।অনেকের কাছে তো প্রকৃতি স্বর্গস্বরুপ।যেন প্রকৃতির মাঝেই খুজে পায় তার সমস্ত সুখের বীজ।অনেকের কথা কি বলবো।অনেক সময় অসহনীয় প্যারার ভেতর থাকলে আমি নিজেই প্রকৃতির সাথে একান্ত সময় কাটাই,বিশ্বাস করেন মনটা ফুরফুরে হয়ে যায়😊।
প্রকৃতির সৌন্দর্য নিয়ে যদি কেউ প্রশ্ন করে তাহলে আমি বলবো হয় সেই ব্যক্তি ভুল প্রশ্ন করেছে নয়তো যদি কেউ তার উত্তর দিয়েও দেয় তাহলে একদম ভুল উত্তর দিয়েছে।কারণ,এর সৌন্দর্য ব্যাখা করার মতো শব্দ বোধয় নেই।একেক মৌসুমে একেক রুপ,একেক বেশ।এগুলো নিয়ে বলতে গেলে শেষ হবেনা।ছোটবেলায় রচনা লিখতাম,তখন তো শুধু বইয়ের পড়া উগলে দিতাম😶।দিন যাচ্ছে প্রকৃতিকে চিনতেছি আর নিজেই বিস্মিত হচ্ছি🥰।

G7HQKFmprIyOxFbqrysiUgfFLJW.jpg
নিশ্চয়ই চিনে ফেলছেন?হ্যাঁ, শীতকালের জনপ্রিয় একটি সবজি হলো শিম আর ছবিতে শিম গাছ এবং তার ফুলই দেখিয়েছি।একটি শিম ক্ষেতকে যখন খানিকটা দূর থেকে দেখবেন তখন মনে হয় যেন,সবুজ শায়রে এক রাশ তারকা জ্বলজ্বল করছে😍।
IMG20220203152752-01.jpeg
লাউ কিংবা লাউশাক পছন্দ করেনা এমন লোক বোধয় খুব কমই আছে।আমি নিজেও লাউ একটু একটু অপছন্দ করি কিন্তু লাউশাক আমার সব শাকের ভেতর বেশি পছন্দের।গ্রাম বাংলার পাশাপাশি শহুরে জীবনেও এখন এই শাকের গাছ বেশ ভালোই দেখা যায়।বিশেষ করে ছাদ বাগানে।

IMG_20220213_213511.jpg
আলুর ক্ষেত।অনেক মানুষকে আলুর সাথে তুলনা করা হয় এবং উপদেশ হিসেবেও অনেকে বলে আলুর মতো হতে।কারন,আলু সব তরকারির সাথেই যায়।আর মানুষকে আলুর মতো হতে বলার কারন হলো আলুর মতো যেন নিজেকে সবকিছুতেই খাপ খায়িয়ে নিতে পারে।এমন সময়,আলুর ক্ষেতে গিয়ে দেখবেন সবাই আলু তুলতে ব্যস্ত।এ দৃশ্যগুলো আসলেই মনে জায়গা করে নেওয়ার মতো।

IMG_20220213_213531.jpg
কুমরোর ফুল।সবচেয়ে ভাল্লাগে কখন জানেন?যখন কুমরো শাক বা পাতার ভিড়ে হলুদ এই ফুলকে দেখা যায়।পাতার ভেতর অনেক সময় নিজেকে লুকিয়ে রাখে।আর যখন হঠাৎ ফুল থেকে কুমরো হওয়ার পর দেখা যায় তখন তো এমনি একটা খুশি লাগে☺️।

সত্যি বলতে শুধু প্রকৃতি না,মন থেকে খুব ভালোভাবে যেকোনো কিছু দেখবেন।নিশ্চয় সেটার ভেতরও ভালো লাগার কিছু খুজে পাবেনই।যা অন্যদের চোখে পরবেনা🖤।একটাবার গভীর রাতে নিজের হার্টবিট এর শব্দটাও ভালোভাবে শুনে দেখিয়েন একটা ছন্দ খুজে পাবেন😍।আসলে,মন থেকে চাইলে আর মানসিকতা থাকলে সবকিছুতেই ছোট ছোট খুশি খুজে পাওয়া সম্ভব❣️।

cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.14/02/22

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি সকলের মধ্যে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কুমড়ো ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে বেশি ভালো লেগেছে। এছাড়া বাকি যে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন সেগুলোও অনেক সুন্দর হয়েছে।

 2 years ago 

ফটোগ্রাফির হাত ওতোটা ভালো না😑ভালো লেগেছে জেনে খুব খুশি হইছি।ধন্যবাদ আপু🥰

 2 years ago 

বাহ খুব সুন্দর একটি সংজ্ঞা দিয়েছেন আপনি প্রকৃতির বেশ মনে ধরেছে আমার। আর প্রকৃতির কাছ থেকে আপনার তোলা ফটোগ্রাফি গুলো অসাধারণ। ধন্যবাদ আপনাকে কিছু চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

জেনে ভালো লাগলো ভাই,ধন্যবাদ আপনাকেও❣️

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58659.71
ETH 3164.52
USDT 1.00
SBD 2.43