হেই মাই mt15 (১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)
আসসালামু আলাইকুম, আশা করি সবাই কুশল আছেন।আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।
ছোট থেকে মানুষ বড় হতে থাকে।আর তার সাথে তাদের চাহিদাগুলোও বড় হতে থাকে।স্বপ্নও বাদ যায়না।যখন আমি বছর পাচেকের ছিলাম তখন স্বপ্ন ছিল সাইকেল কিনে তাতে বসে চালানোর।একটু একটু করে বড় হইলাম।নিজের একটা সাইকেলও হলো।সেটা চালাইতে চালাইতে অন্যের গিয়ার ওয়ালা সাইকেল দেখে সেটা নিতে মন চাইলো।বাট পসিবল হলোনা।ওই স্বপ্ন পুষে নিয়ে বেড়াতে বেড়াতেই বন্ধুদের মোটরসাইকেল কেনা দেখে আবার মোটরসাইকেলে মন গেলো।অথচ,চালাতে শিখিনি এখনো।
মেসে এসে উঠেছি।মেস থেকে কলেজ একটু কাছে হলেও প্রাইভেটগুলো দূরে হয়।তো সেটা আমার জন্য একটু কষ্টকর হতো কারণ একে তো হেটে যেতে হয় আর এক হলো দিনে দুইবার যেতে হয় ওই এক জায়গায়।খালাতো ভাইয়ের বাড়ি আমার মেস থেকে একটু কাছেই হয় আমার বাড়ির তুলনায়।তো ওর একটা গিয়ার ওয়ালা সাইকেল আছে।ভাবলাম যেহেতু ও ভার্সিটির জন্য ঢাকা গেছে তো ওর সাইকেলটাই নেই।আমার কষ্টও কমবে আর গিয়ার ওয়ালা সাইকেল হওয়ায় আমার একটা শখও মিটবে।
সাইকেল নিতে গিয়ে সে সাইকেলের যে সে অবস্থা🙂।না চালিয়ে ফেলে রাখার জন্য চেন ক্ষয় হয়ে গেছে,টায়ার ফেটে গেছে,বেল ভাংগা আরো নানারকম সমস্যা।তাও কি আর করার।ওটাই নিয়ে এসে সারায় নিয়েছিলাম।
সিটের অবস্থাও একদম খারাপ হয়ে গিয়েছিল।সাথে ব্রেকের সমস্যাও হয়েছিল।তাই নতুন সিট,ব্রেক সু ইত্যাদি নতুন করে কিনতে হয়েছিল।
সাইকেল ঠিকঠাক করার সময় আরেকটি জিনিস লাগিয়ে নিয়েছিলাম আর সেটা হলো মোবাইল স্ট্যান্ড।ভাবলাম নতুন জায়গা,অচেনা কোথাও গেলে ফোন ওখানে রেখে ম্যাপ দেখে যেতে সুবিধা হবে।ওটা লাগানোর আরেকটি কারণ হলো,অনেক জায়গায় যাওয়ার সময় রাস্তায় ভিডিও স্যুট করা যাবে ওখানে ফোন রেখে।আর আপনাদের সাথে সেগুলো শেয়ার করলেও মন্দ হবেনা।
এখন আমার যে মানসিকতা হয়েছে তাতে সাইকেল চালানোর কোনো ইচ্ছাই আমার হয়না।তারপরও কি করার।মোটরসাইকেল কোনোভাবেই এখন সম্ভব নয়।তাই এই সাইকেলই এখন আমার কাছে mt15।নিজেকে নিজে শান্তনা দিয়ে থামিয়ে রাখলে ক্ষতি কি!
Author. @farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.05/03/22
হেই মাই mt15 অনুভূতি টি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার কথার সাথে সহমত প্রকাশ করছি সত্যি আপনার কষ্ট অনেক টাই কমে আসবা। সাইকেলটি নিয়ে সুন্দর জিবনযাপন করেন সেই প্রত্যাশাই করি। শুভেচ্ছা রইল আপনার জন্য