ফাইনালি!রুম ডেকোরেটেড(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,আশা করি সবাই কুশল আছেন। আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।

শোয়ার জন্য একটা তোশক আর বালিশ হলে আপাত দৃষ্টিতে যেকোনো জায়গাতেই থাকা যায় ঠিকই।কিন্তু ওই থাকাটাই একটু বেটার হয়না,যখন জায়গাটা মনের মতো করে সাজানো থাকে?

মেস ছেড়ে বাসায় উঠেছি তা তো জানেনই।বাট রুম ছিল অগোছালো।আসলে অগোছালোও ঠিক বলা চলেনা,সাজানো ছিলনা আর কি।যখন নিজ বাসায় ছিলাম,আর বাহিরে থাকার কথা কল্পনা করতাম-সেসময় প্রচুর ইচ্ছা আর শখ আবিষ্কার করে রেখেছিলাম যে মেসে আসলে এ করবো সে করবো।রুমটা এমন বানাবো।বাট আসার পর এমন সময় পার করছি যে ওগুলোতে সময়ই দিতে পারছিনা।শুধু সময়ের কথা বললে ভুল হবে,কাছে পর্যাপ্ত পরিমাণ টাকাও থাকেনা কাছে।কালই তো বলেছিলাম যে,এসএসসি এক্সামে ভালো রেজাল্ট করার জন্য একটা ফাউন্ডেশন থেকে কিছু টাকা পেয়েছিলাম।গতকাল রাতে একটু সময় পেয়ে আমি, জেনিন, সৌমিক আর রাকিব বেরিয়েছিলাম।জেনিন ওর রুমে বেশ সুন্দর করে ঝারবাতি লাইট লাগিয়েছে।দেখতে বেশ ভালোই লাগে।ওর দেখাদেখি আমিও নেবো ভাবছিলাম।তো গত রাতে সেটা কিনেছিলাম রুম সাজানোর জন্য।লাগানোর পর দেখি বেশ ভালোই আলো দেয়।পড়াশুনা করতেও অন্যরকম একটা ফিল পাওয়া যায়।হিহিহি।
IMG20220522010218.jpg

IMG20220522003753.jpg

IMG20220522003633.jpg

IMG20220522002119.jpg
আমার রুমে আমি আর রাকিব থাকি।তো রুমটা ড্রয়িং স্পেস হওয়ায় সেটাতে দরজা ছিলনা।উপর থেকে ঢেউ খেলানোর মতো নকশায় দেয়াল বানানো ছিল।তো তার জন্য তো পর্দা আবশ্যক।তাই পর্দাও কিনেছিলাম।পর্দাটা আমার পছন্দের কেনা।রাকিব চেয়েছিল সবুজ কালারের নিতে।কিন্তু কেমন কেমন লাগবে ভেবে,ওকেও বাধ্য করেছিলাম লাল কালারটাই নিতে।
IMG20220522003711.jpg

IMG20220522003652.jpg

তারপর নিয়েছিলাম আকারে ছোট খাটো একটা হোয়াইট বোর্ড।এটা রুম সাজানোর উদ্দেশ্যে না নেয়া হলেও রুমের শোভা বেশ ভালোই বাড়িয়েছে।বায়োলজি পড়তে গেলে বেশ ভালো একটা ফিডব্যাক দেয় হোয়াইট বোর্ড। সেই জন্যই কেনা।
IMG20220522160752.jpg

ব্যাস!এতোটুকুতেই শেষ।যদি শোপিছ জাতীয় কিছু কিনি বা কাপড় রাখার আলনা টালনা জাতীয় কিছু কিনি তাহলে বাড়ি আর মেসের তেমন পার্থক্যই পাওয়া যাবেনা। রাতে এটুকু ডেকোরেশন দেখতেই বেশ ভালো লাগে।

তবুও মনের কথা বলা যায়না।কখন কি মাথায় ঢোকে না ঢোকে।আরো কিছু করলেও করতে পারি।তবে আমি এটুকুতেই সন্তুষ্ট আছি।যদি আপনাদের কোনো আইডিয়া থাকে সাজেস্ট করতে পারেন।
আজকের মতো বিদায় নিচ্ছি।আল্লাহ হাফেয।

ভালো থাকবেন, সুস্থ থাকবেন


IMG_20220523_164133_479.webp
@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.24/05/22

Sort:  
 2 years ago 

পোস্ট টা খুব ভালো লাগলো। আমি নিজেও এমন সাজানো গোছানো থাকতেই বেশি পছন্দ করি। সত্যি বলতে অগোছালো পরিবেশ থাকলে কাজ গুলো মন দিয়ে করা যায় না। তাই নিজের চারপাশে পরিপাটি একটা পরিবেশ রাখা অত্যন্ত আবশ্যক বলে আমি মনে করি। রুমে হোয়াইটবোর্ড রাখার ব্যাপারটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। অনেক ভালো থাকবেন ভাই।

 2 years ago 

জেনে ভালো লাগলো ভাই,আর হোয়াইট বোর্ড কেনার ব্যাপারটা রাকিবের মাথা থেকেই এসেছিল।টোটাল ক্রেডিট গোস টু হিম☺️
ধন্যবাদ 🌸

 2 years ago 

ভালোই সাজিয়েছেন।এই যুগের ছেলেরা এত গুছালো,আপনাকে না দেখলে বুঝতাম না।ভালো রেজাল্টের জন্য ফান্ড থেকে টাকা পেয়েছেন।জেনে ভালো লাগলো।ধন্যবাদ

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই এতো সুচিন্তিত মন্তব্যের জন্য 🥰

 2 years ago 

জি ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন এরকম সাজানো গোছানো পরিপাটি রুম সকলের কাছে খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর করে আপনার রুম লাইট দিয়ে ডেকোরেশন করেছেন যা দেখে সত্যি খুব ভালো লাগছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর করে রুম ডেকোরেশন টা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

খুবই ভালো লাগলো আপনার মন্তব্য জেনে।অনেক অনেক শুভ কামনা জানাই🥀

 2 years ago 

ভাইয়া মনে হচ্ছে আপনি নতুন করে সংসার সাজিয়েছে দারুন ছিল, সাধারণত। পড়ালেখা করা কালীন অবস্থায় এবং মেসে থাকা অবস্থায় একা বাসা বাড়িতে থাকা অবস্থায় ছেলেরা এতটা গোছানো থাকেনা। আপনি অনেক সুন্দর করে আপনার নিজের মতো করে গুছিয়েছেন। এবং আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago (edited)

যতটুকু পারি আরকি।ধন্যবাদ এতো সুন্দর মন্তব্যের জন্য ☺️

 2 years ago 

রুমটা খুব সুন্দর ভাবে সাজিয়েছেন।বিশেষ করে আলোর ডেকোরেশন গুলো দেখতে অনেক আকর্ষণীয় লাগছে। একটা কথা ঠিকই বলেছেন সবুজ কালারের পর্দা আসলে কি রকম দেখাতো। লাল কালারের পর্দা গুলো খুব সুন্দর হয়েছে। আমাদের মাঝে এত সুন্দর একটা মুহূর্ত নিয়ে আসার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বুঝতে হবে তো,কে সিলেক্ট করেছে😁😁
ভালোবাসা নিবেন আপু🥰

 2 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার রোম সাজানো। আমার কাছে পারফেক্ট লাগছে সব কিছু। আর সত্যি বলতে এটা একটা ভিন্ন ধর্মী পোস্ট ছিলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জেনে ভালো লাগলো ভাই।ভালোবাসা নিয়েন🌺

 2 years ago 

বাহ ভাইয়া আপনিতো আপনার ঘর খুবই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছেন।আমার ঘর একদম অগোছালো, এগুলা গোছাতে আমার একদমই ভালো লাগে না। কিন্তু আপনি খুবই সুন্দর ভাবে আপনার মনের মত করে আপনার ঘরকে সাজিয়েছেন। যা দেখে আমার খুব ভাল লাগছে।

 2 years ago 

অগোছালো থাকলে পড়াশুনায় মনোনিবেশ করাটাও আমার কাছে খুব কষ্টের মনে হয়।তাই এমন করা।ধন্যবাদ ভাই🌺

 2 years ago 

আপনি আপনার রুম তো ভালই সাজিয়েছেন আসলে এভাবে গোছানো থাকলে যেমন মন ভাল থাকে। তেমনি ভাবে কাজ করতে বা পড়াশোনা করতে ভালো লাগে। আর আপনার পর্দার কালার টাই ঠিক আছে ওই কালার পর্দায় কিন্তু ভালো লাগে।

 2 years ago 

তাহলে আমার পছন্দ আছে বলতে হবে,নাকি?,😁
ভালোবাসা নিবেন ভাই 🖤

 2 years ago 

বাহ বেশ সুন্দর করে সাজিয়েছেন রুমটা। এখন আর মনে হবে না বাড়ির বাইরে আছেন। বেশ ভালো একটা পরিবেশ সৃষ্টি হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। অনেক সুন্দর ছিল ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে।।

 2 years ago 

অগোছালো থাকলে পড়াশুনায় মন দেয়া কেনজানি একটু কষ্টকর হয় ভাই😷।
তাই যেটুকু পারি করার চেষ্টা করেছি।ধন্যবাদ আপনাকেও 🥰

 2 years ago 

ভাই আপনার রুমটাকে বেশ সুন্দর ভাবেই সাজিয়েছেন ।আসলে আমরা সকলেই অনেক পরিকল্পনা করে থাকি অনেক সময় সেই পরিকল্পনা গুলো পূরণ হয় না। তবে আপনি এসএসসি এক্সামে ভাল রেজাল্ট করেছেন। এর জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

দোয়ায় রাখবেন ভাই🌺ভালোবাসা নিয়েন🖤

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59708.78
ETH 3185.76
USDT 1.00
SBD 2.45