পদ্মবিল ট্যুর

in আমার বাংলা ব্লগ3 years ago

গত সপ্তাহটা ঘোরা ফেরার মধ্য দিয়েই কেটে গেছে।যদিও কোনো ট্যুরের অভিজ্ঞতাই এখানে শেয়ার করিনি।গতকাল কাশফুল আর আজ পদ্মবিল, এই দুইটাই শেয়ার করছি।
গতকাল বলেছিলাম পাচজন মিলে কাশবন দেখতে যাওয়ার কথা ছিল।কাশবন ট্যুরে দুজন হারায় গেলেও পদ্মবিলে সেই দুইজন যুক্ত হয়েছিল।বিকাল ৪ টা নাগাদ রওনা দেয়ার কথা ছিল।সবাই ঠিক সময়ে সিএনজি স্ট্যান্ডে পৌছালেও একজনের অলসতার জন্য ৪ঃ৩০ এ রওনা দিয়ে হয়েছিল।সিএনজি করে প্রথমে গিয়েছিলাম রেল স্টেশনে।সেখান থেকে ভ্যানে করে পদ্মবিলে।

IMG20210923165910.jpg

১০ মিনিটের ভ্যান অভিযান শেষে ৫ টা ১৫ এর ওদিক পদ্মবিলের গ্রামে পৌছেছিলাম।ভ্যান থেকে নেমে আবার জমির ভেতর দিয়ে মিনিট পাচেক হাটতে হয়েছিল।তারপির দেখা মিলেছিল পদ্মবিলের।সে এক অপূর্ব সুন্দর পরিবেশ।পুরো বিল শুধু পদ্ম দিয়েই ভরা ছিল।মাঝে চলছিল দুইটা নৌকা।আর সময়টা বিকেলবেলা ছিল জন্য আরো ভালো লাগছিল পরিবেশটা।
IMG20210923173423.jpg

IMG20210923173345.jpg

ভেবেছিলাম নৌকায় উঠে দাঁড়িয়ে থেকে ছবি তুলবো।কিন্তু আমাদের পাচজনের ভেতর একটা ছোট খাটো হাতি ছিল।হাতিটার জন্য ভয়ে নৌকায় নড়াচড়া করা যায়নি।হাতির নাম হলো অরিত্র,ও হিন্দু।বিল থেকে পদ্ম তুলতে দিচ্ছিলোনা।ওর বাহানা দিয়েই ফুল তুলেছিলাম আমরা।বলেছিলাম ওর বাড়িতে পূজো আছে,ফুল লাগবে।সেই অজুহাতে বেশ অনেক ফুল তুলেছিলাম।

IMG20210923173116.jpg

IMG20210923173009.jpg

IMG20210923172145.jpg

IMG20210923172149.jpg

IMG20210923173817.jpg

সময় কাটিয়েছিলাম মিনিট ৩০ এর মতো।খুব উপভোগ করেছিলাম সময়টুকু।ফেরার পথে সবাই মিলে হোটেলে নাস্তা করে রওনা দিয়েছিলাম ওখান থেকে।৭ টা নাগাদ বাসায় ঢুকেছিলাম।

Cc. @farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.30/09/21

Sort:  
 3 years ago 

এ ট্যুরগুলো খুবই মজাদার ব্যপার,তাতে যদি বোসোম ফ্রেন্ডসরা থাকে।অনেক মজাদার একটি পোস্ট ভালো লাগলো।সে জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আসলেই অনেক মজা হয়েছিল সেদিন।ধন্যবাদ আপনাকেও সুন্দর মন্তব্যের জন্য 🥰

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59200.90
ETH 2601.74
USDT 1.00
SBD 2.41