ELSA-অ্যাপস রিভিউ

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো এভরিওন,আশা করছি সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ,আমিও বেশ ভালো আছি।আজ আমি আপনাদের সাথে একটি অ্যাপস নিয়ে কথা বলবো,যা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এবং আমার মনে হয় এটি আপনাদের জন্যও উপকারী হবে।
তো চলুন শুরু করিঃ-

অ্যাপসের নামঃELSA (English Language Speech Assistant)

ডাউনলোড সোর্সঃ গুগল প্লে স্টোর

সাইজঃ ৫১ এমবি

রিলিজ ডেটঃ ০১ফেব্রুয়ারী, ২০১৬

লাস্ট আপডেটঃ ০৬অক্টোবর,২০২১

ডাউনলোডঃ ১,০০,০০,০০০+

ভার্সনঃ ৬.৪.৮

Screenshot_2021-10-12-13-59-15-70_b5a5c5cb02ca09c784c5d88160e2ec24.jpg

ব্যবহার এবং কার্যকারিতাঃ
এতোক্ষনে নিশ্চই বুঝে গেছেন এটি একটি ইংলিশ ভাষা উচ্চারণ এবং বানান শুদ্ধিকরণ অ্যাপস।এই অ্যাপস ব্যবহার করে আপনারা ইংলিশ উচ্চারণ একদম ইংলিশ ভাষাভাষীদের মতো করতে পারবেন বলে মনে হয়।আমরা সাধারণত আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের ইংলিশ চর্চা করে থাকি।এতে নিজেদেরকেই দুই ব্যক্তি হিসেবে কথা বলতে হয়।কিন্তু এখানে আপনি একজনের কাজই করবেন আর এলসা হবে আপনার পার্টনার।এভাবে আপনি নিঃসংকোচে ইংলিশ প্রাকটিস করতে পারবেন।যদি আপনার কোনো উচ্চারণ ভুল হয় তবে সেই শব্দ কিংবা বাক্যটা ভুলের মাত্রা অনুযায়ী আন্ডারলাইন করে দেয়া হবে যা আপনি পুনরায় শুনে ঠিক করে নিতে পারবেন।
ইংরেজিতে এমন কিছু শব্দ আছে যেগুলোতে বিভিন্ন অক্ষরের উচ্চারণ উহ্য থাকে কিংবা দুই শব্দের বানান একই কিন্তু উচ্চারণ আলাদা।এমন শব্দগুলো ঠিকভাবে উচ্চারণ করতেও সাহায্য করপবে এলসা।
ব্যবহার এবং ব্যক্তি সুবিধার্থে এই অ্যাপস আপনি সিডিউল করেও ব্যবহার করতে পারবেন।আপনার সুবিধা অনুযায়ী সময় বেছে দিলেন এবং অ্যাপস থেকে ঠিক সেই সময়েই প্রতিদিন আপনার কাছে নোটিফিকেশন আসবে ক্লাস করার জন্য।প্রতিদিনের প্রাকটিসে দুইটি করে ভিডিও ক্লাসও আছে।অর্থাৎ ইংলিশে ফ্লুয়েন্টভাবে এবং নির্ভুলভাবে কথা বলার অভ্যাস গড়তে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার মনে হয়।আর আপনি যদি চান তো কিছু টাকা খরচ করে এলসাকে এলসা প্রোতে কনভার্ট করে নিতে পারবেন।এতে হয়তো ফ্যাসিলিটি বেশি পাবেন।

Screenshot_2021-10-12-15-10-46-31_c8ff26b853b775c0441c241e6a54ae81.jpg

Screenshot_2021-10-12-15-10-54-28_c8ff26b853b775c0441c241e6a54ae81.jpg

Screenshot_2021-10-11-19-55-48-56_c8ff26b853b775c0441c241e6a54ae81.jpg

Screenshot_2021-10-12-15-11-17-19_c8ff26b853b775c0441c241e6a54ae81.jpg

ব্যক্তিগত মতামতঃ
অ্যাপসটি সম্পর্কে আমি জেনেছিলাম ইউটিউব এডসের মাধ্যমে।কৌতুলহলের বশে ডাউনলোড দিয়ে মাশাল্লাহ অনেক ভালো ফলাফল পাচ্ছি।সত্যই অনেক ভাল্লাগছে অ্যাপসটা।চাইলে ট্রাই করতে পারেন।

cc. @farhantanvir
pictures. Screenshot taken from playstore and elsa apps
Date.12/10/21

Sort:  
 3 years ago 

বাহ খুব ভালো এ‍্যাপ তো। আমি নিজেও ইংলিশে খুব দূর্বল। এই এ‍্যাপসটি এখন ইনস্টল করব ভাবছি। খুব ভালো রিভিউ করেছেন এ‍্যাপ টার।হ

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 66666.50
ETH 3503.76
USDT 1.00
SBD 2.71