DIY-রঙিন কাগজ দিয়ে গাছ তৈরি(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,আশা করি সবাই কুশল আছেন। আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।

DIY-পোস্ট শেয়ার করিনা বেশ অনেকদিন হলো।আর করবোই বা কিভাবে,এখন আর তেমন কিছু বানাইওনা যে আপনাদের সাথে শেয়ার করবো।আমার বেডের সাথের দেয়ালটা কেমন ফাকা ফাকা লাগছিলো।তাই ভাবলাম,বাসায় যেমন ফাকা দেয়ালে গাছ বানিয়ে রেখেছি এখানেও তাই করি।

প্রয়োজনীয় উপকরণ:

  • রঙিন কাগজ(খয়েরী,লাল,সবুজ,কমলা)
  • আঠা(ফেভিকল)
  • কাচি
  • পেন্সিল
  • প্রণালী:

    এতে উপকরণও অনেক কম লেগেছে আর তৈরির প্রক্রিয়াও অত্যন্ত সহজ।আর সময়ের কথা বলতে গেলে বড়জোর ৩০ মিনিট,যদি এসব বিষয়ে একটু দক্ষ হয়ে থাকেন।আর তা না হলেও,ওই ধরুন ১ ঘন্টার ভেতর বানিয়ে ফেলতে পারবেন।তো চলুন কথা না বাড়িয়ে প্রক্রিয়া বিশ্লেষণ শুরু করি-

    ধাপ-১ঃ


    মনের মতো রঙের কাগজ বেছে নিয়ে সেগুলো থেকে নিচের ছবির মতো করে পাতা কেটে নিবেনে।আমি সবুজ,কমলা,লাল আর পেস্ট কালার নিয়েছিলাম।কম্বিনেশন বেশ ভালোই হয়েছিল।
    IMG20220524160708.jpg

    ধাপ-২ঃ


    যেহেতু আমি A4 সাইজের কাগজ ইউজ করেছিলাম,তাই সেটা দিয়ে একটা গাছের উচ্চতা কখনোই মানান সই হবেনা।সেজন্য দুটো খয়েরী কাগজ একসাথে জোড়া লাগিয়ে নিয়েছিলাম।আর তারপর পেন্সিল দিয়ে তাতে একটা গাছের বডির মতো করে দাগিয়েছিলাম।দাগানো শেষে কাচি দিয়ে কেটে নিয়েছিলাম।
    IMG20220524181019.jpg

    IMG20220524181144.jpg

    IMG20220524181706.jpg

    ধাপ-৩ঃ


    এবার পাতায় এবং বডিতে ফেভিকল লাগানোর পালা।আর তারপর নিজের মন মতো জায়গায় লাগালেই একদম পুরোপুরি কাজ শেষ।
    IMG20220524182722.jpg

    IMG20220524183453.jpg

    ধাপ-৪ঃ


    কাজ শেষ।এবার আগে বডিটা দেয়ালে লাগাইতে হবে।আর তারপর আপনার মনের মতো করে পাতাগুলো লাগাতে হবে।
    IMG20220524182838.jpg

    IMG20220524183446.jpg

    IMG20220524190617.jpg

    ব্যাস।আর কিচ্ছু বাকি নেই।এবার যদি কিছু করতে চান তাহলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার।সৌন্দর্য বৃদ্ধির জন্য হয়তো কিছু ফুল দিতে পারেন বা আশেপাশে পাখ দিতে পারেন।মানে,যা ভালো লাগবে তাই করতে পারেন।
    রাতের বেলা যখন ঝারবাতির নিচে গাছটা দেখি বেশ ভালোই লাগে।এমন কিছু যদি নিজের ঘরে একাট্টা বানিয়ে রাখেন,মন্দ হয়না।শোভাও বৃদ্ধি পাবে আর বলতে গেলে একটু সৌখিন ভাবও আসবে।থাকি মেসে,এটুকু করতে পেরেছি তাই অনেক,আর বেশি কিছু করলে হয়তো মেসই ছাড়তে হবে।
    আশা করি,খারাপ লাগবেনা কারো কাছে।আজকের মতো বিদায় নিচ্ছি।ভালো থাকবেন,সুস্থ থাকবেন।

    IMG20220525192234-01.jpeg

    cc.@farhantanvir
    Shot on. Oppo f19 pro
    Location
    Date.29/05/22

    Sort:  
     2 years ago 

    রঙিন কাগজ দিয়ে গাছ তৈরি অসাধারণ হয়েছে ভাইয়া। আপনি অনেক সুন্দর ভাবে ঘরের দেয়ালে গাছ তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। আসলে এভাবে যদি ঘর সাজানো হয় তাহলে দেখতে অনেক ভালো লাগে। সত্যি ভাইয়া আপনার আইডিয়া এবং হাতের কাজ আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া। এভাবেই এগিয়ে যান এই কামনাই করছি।

     2 years ago 

    অনেক উৎসাহ পেলাম ভাইয়া।দোয়া রাখবেন যেন এমন আরো কিছু দেখাইতে পারি।

     2 years ago 

    অসাধারণ হয়েছে ভাই আপনার তৈরি রঙিন কাগজের গাছটি। আপনার বেডের সাথে দেয়ালটা ফাঁকা ফাঁকা লাগায় আপনি খুবই সুন্দর একটি আইডিয়া বের করেছেন। আর এই আইডিইয়ার কারনেই আপনার রুমের সৌন্দর্য অনেকটাই বেড়ে গেছে। খুবই ভালো লাগলো ভাইয়া আপনার তৈরি রঙিন কাগজের গাছটি দেখে। আপনার সুন্দর উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ।

     2 years ago 

    আপনার মন্তব্যই আমার অনুপ্রেরণা। ভালোবাসা রইলো💙

     2 years ago 

    রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি গাছ তৈরি করেছেন আপনি। ঠিক বলেছেন ভাইয়া দক্ষতা থাকলে এই গাছ তৈরি করতে বা রঙিন কাগজের যেকোনো জিনিস তৈরি করতে খুব বেশি সময় লাগে না। তাছাড়া আপনি গাছটি ঘরের দেয়ালে লাগিয়েছেন দেখে আরো বেশি চমৎকার লাগছে।

     2 years ago 

    ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা।ভালোবাসা অবিরাম🤍

     2 years ago 

    রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর গাছের ওয়ালমেট তৈরি করেছেন। দেখে খুবই ভালো লাগছে, সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

     2 years ago 

    আপনার সুচিন্তিত মন্তব্য আমার জন্য অনেক বড় পাওয়া।শুভ কামনা রইলো আপনার জন্যও❣️

     2 years ago 

    যাকে বলে অসাধারণ প্রতিভা। মাত্র কিছু উপকরণ ব্যবহার করে আপনি অসাধারণ একটা গাছ তৈরি করে ফেললেন। বিশেষ করে গাছের যে পাতা তৈরি করেছেন এই পাতাগুলো রং এর চমৎকার হয়েছে।

     2 years ago 

    আমি অত্যন্ত খুশি হয়েছি আপনার মন্তব্য পড়ে।ভালোবাসা নিয়েন💙

     2 years ago 

    আপনি খুবই চমৎকার ভাবে রঙিন কাগজ দিয়ে গাছ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার তৈরীকৃত রঙিন কাগজের গাছ দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে। এত চমৎকার একটি রঙিন কাগজের গাছ আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

     2 years ago 

    দোয়া রাখবেন,এভাবেই যেন আপনাদের মাঝে থাকতে পারি। ভালোবাসা নিয়েন ভাই🌺

     2 years ago 

    দারুন আইডিয়া তো।খুবই সুন্দর হয়েছে ভাইয়া।ডেকোরেশন টা বেশ চমৎকার। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন।ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

     2 years ago 

    অনেক উৎসাহিত হইলাম আপু আপনার কমেন্টস পড়ে।শুভ কামনা রইলো আপনার জন্য🥰

     2 years ago 

    রঙিন কাগজ দিয়ে তৈরি আপনার গাছটি কিন্তু রুমের মধ্যে দারুন মানিয়েছে। মনে হচ্ছে কংক্রিটের দেয়াল ভেদ করে একটা গাছ তৈরি হয়েছে। সুন্দর এই প্রক্রিয়াটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

     2 years ago 

    জেনে ভালো লাগলো ভাই।ভালোবাসা নিয়েন😍🥰

     2 years ago 

    খুবই অসাধারণ হয়েছে আপনার রঙিন কাগজের তৈরি গাছটি। ঘরের দেওয়ালে লাগানোর কারণে খুবই সুন্দর লাগছে। সত্যি কিন্তু গাছটি খুব অসাধারণ হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা

     2 years ago 

    আসলেই অনেক ভালো লাগে যখন ঝারবাতির আলোয় দেখি। ভালোবাসা নিয়েন আপু🥰

    অপূর্ব হয়েছে দেখতে 👌। এমন সুন্দর করে ঘরটা সাজালে মনটা অনেক ভালো থাকবে। আর আপনার কাজের প্রশংসা করতে হবে সত্যিই। গাছের রং বেরঙ্গের পাতা দেখতে খুব ভালো লাগছে। লাইটিং টা করার জন্য ঘরের সৌন্দর্যটা আরো বেড়ে গেছে মনে হচ্ছে। সকাল-সকাল অনেক ভালো একটা কাজ উপহার দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

     2 years ago 

    সত্যিই অনেক উৎসাহ পেলাম ভাইয়া 💚অনেক অনেক ভালোবাসা আর শুভ কামনা রইলো আপনার জন্য 🌺

    Coin Marketplace

    STEEM 0.16
    TRX 0.15
    JST 0.029
    BTC 55336.50
    ETH 2312.22
    USDT 1.00
    SBD 2.33