সেবাঘর যখন নরকপ্রায় (১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম,আশা করি সবাই কুশল আছেন।আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।

সম্পূর্ণ আলোচনা না করলেও সেদিনের একটা পোস্টে বোধয় আমি বলেছিলাম যে,কাজিনের অসুখ জন্য আমি একটা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ছিলাম।৫/৬ দিন আগে হটাৎ করে ওই ভাইটার বুকে ব্যাথা শুরু হয়েছিল।তো স্থানীয় একটা হাসপাতালে দেখানোর পর ওখানকার ডাক্তাররা বগুড়ায় নেওয়ার সাজেস্ট করলে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল ভাইয়াকে।বগুড়ায় দেখাশুনা করার তেমন কেউ নেই।মামা আছে,তো মামাতো নিজের কাজে ব্যাস্ত।দিনের একটা সময় এসে শুধু খাবার দিয়ে যেত।আর সারাটাদিন আমি থাকতাম ভাইয়ার কাছে।
আমাদের সবারই একটা ধারণা আছে যে,সরকারী হাসপাতাল মানেই গন্ধ😫।ঠিকই রে ভাই।তিনটা দিন যে কিভাবে ছিলাম আমি জানি।আর প্রতি ঘন্টায় প্রায় ৩/৪ করে নতুন রোগী আসতেইছে।তিনদিন ছিলাম,মনে হয় দুইজনকে মারা যেতে দেখছি ওই তিনদিনে।আর নার্সদের যে বিহ্যাভ তাতে মনে হচ্ছিলো ডাক্তারদের থেকে ওদেরই দাম বেশি🙂।
IMG20220424054928.jpg

IMG20220424054940_01.jpg

নির্দিষ্ট আসন সংখ্যা ছাড়িয়ে গেছে তো গেছেই,প্রায় প্রতি দুইটা বেডের মাঝে যে ফাকা জায়গা থেকে সেখানেও রোগী রাখা হয়েছিল।শুধু রোগী হলে তাও হতো।রোগী আছে তো আছেই,সাথে কমপক্ষে দুইজন করে লোক প্রতি রোগীর সাথে।মানে, কি একটা অবস্থা যা বুঝানোর মতো না।একটা রাত তো আমি ঘুমাইতেই পারিনি এতোটা খারাপ অবস্থা ছিল।মনে মনে ভাবছিলাম,আমার কোনো শত্রুকেও যেন এমন জায়গায় আসতে না হয়।
একপাশে রাখা ছিল গ্যাসের সিলিন্ডার,সেগুলো যেন আরো বেশি জায়গা জুড়ে ছিল।
IMG20220424055002.jpg
ওখান থেকে এসেছি গতকাল।ওই কথা আর মনেই করতে চাইনা।আল্লাহ যেন আর কোনোদিন না যাওয়ায় ওই জায়গায়।মনে হলেও মাথা ঘুরাই উঠতেছে আমার😑।

cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.27/04/22

Sort:  
 3 years ago 

আপনি আজকে আমাদের সাথে খুবই বাস্তব একটি বিষয় নিয়ে আপনার মতামত প্রকাশ করেছেন। আসলে এটা আপনি সত্য বলেছেন যে আমাদের দেশের হাসপাতাল গুলোর অবস্থা খুবই খারাপ। এটা আমিও জানি কেননা আমিও কিছুদিন আগে ঢাকা মেডিকেলে ছিলাম আমার ভাইকে নিয়ে।

 3 years ago 

আপনি ঠিকই বলেছেন আপু।
আগের সেই সেবা ঘরে এখন সেই সেবা টা করা হয় না। একজন রোগীকে তার পরিমাণ মতো সেবা দেওয়ার মতো কোন হাসপাতাল এখন আর নেই। আর এই বিষয়টি আপনি আমাদের সাথে অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন আপু।
আপনার জন্য শুভকামনা রইল

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 90913.25
ETH 3176.54
USDT 1.00
SBD 2.97