ফুল,প্রেম আর ভালোবাসা 💜(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম,আমার বাংলাব্লগ বাসী🥰।আশা করি সবাই কুশল আছেন।আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।

আচ্ছা,পৃথিবীটা কেন এতো সুন্দর?এর পিছে কি কেবল ভালোবাসাই আছে?পুরোটা ভালোবাসা না হলেও বেশ অনেকটাই জুড়ে রয়েছে ভালোবাসা 💜।ভালোবাসা নিয়ে বলতে গেলে হয় তর্কে জড়াতে হবে নয়তো বকা খেতে হবে।তো বাবা,তার দরকার নেই।যার ভালোবাসা যার কাছে যেমন তেমনই থাক☺️।সুখে থাকুক সবাই নিজ নিজ ভালোবাসাকে জড়িয়ে নিয়ে😍।

ভালোবাসার ঘুড়ি কিন্তু রঙিন।শক্ত সুতোয় বেধে বিস্তীর্ণ এক আকাশে সবাই উড়াইতে চায় তাদের সেই রঙিন ঘুড়িটাকে।আগামীকাল ১৪ই ফেব্রুয়ারি,তথাকথিত আধুনিক সমাজে ভ্যালেন্টাইন্স ডে।নিজ নিজ ঘুড়ি মুক্ত আকাশে অসীম দূরত্বে উড়াবে সকল প্রেমিক-প্রেমিকা।তবে এই দিনকে কেন্দ্র করে মাত্রা ছাড়ানো যে কার্যকলাপ হয় সেগুলোর কথা আমি বলছিনা।দিনটিকে স্পেশাল ভাবে নিয়ে মনের মানুষটির সাথে কিছু সুন্দর মূহুর্ত কাটানো,হাত ধরে বাদাম খাওয়া,রিক্সায় ঘুরে বেড়িয়ে কাটিয়ে দেয়াও কিন্তু ভালোবাসা।যাইহোক,সেদিকে না যাই😊।আপনারা সবাই আমার থেকে যথেষ্ট বড় এবং অভিজ্ঞ।এসব নিয়ে বলে তাই পাকনামি করতে চাইনা😶।
IMG20220213100316.jpg

কোনো কিছু হোক আর না হোক,আমাদের এদিকে ফেব্রুয়ারিতে ৭-১৪ তারিখ পালন খুব ভালোভাবেই হয়।এবারো ব্যতিক্রম হয়নি।সকালে বেরিয়েছিলাম ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নিতে।পাড়ার মোরে দেখি হরেক রকম ফুল নিয়ে দোকান বসে গেছে আজই।শুনলাম আজ গোলাপ বিক্রি করছে প্রতি পিছ ২০ টাকায় আর আগামীকাল ৫০ এও যেতে পারে🥵।তাতে আমার কি,আমি তো সিংগেল কমিটির সভাপতি 😎।

IMG20220213100244.jpg

এমনি সময় গাছে পচে🙂আর এখন কত আদর যত্নে আছে।কাল তাকে খুজে খুজে হয়তো অনেকে হয়রান হবে কিংবা দামের চোটে কিনবেই না😑।আচ্ছা,আমি তো সিংগেল মানুষ। কাল যদি একটা ফুলের দোকান দিয়ে বসি,কেমন হয়?জানাবেন তো☺️।এডভান্স থ্যাংস জানালাম।

IMG20220213100334.jpg

আমার কাছে কিন্তু গোলাপের থেকে এগুলোই ভাল্লাগে।যদিও আমরা ১৪ ফেব্রুয়ারিতে গোলাপ ছাড়া কিছু বুঝিইনা।আপনারা যারা প্রেমিক আছেন তারা কিন্তু কাল এটা ট্রাই করতে পারেন😁।

IMG20220213100347.jpg

এটা ছাড়া তো প্রেমিকাদের মাথা খালি খালি লাগে😄।মুশিফিক ফারহান আর পারসা ইভানার নাটক ছিল দেয়ালের ওপারে তুমি।নাটকের একটি অংশে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ফারহান আর ইভানা বাইরে বেরিয়েছিল। সেসময় ইভানার মাথায় ছিল ওমন একটি ফুলের ব্যান।আসলেই সুন্দর মানায়👌।

IMG20220213100932.jpg

বিঃদ্রঃ আমাদের ধর্মে এ জিনিসগুলো মানে এমন দিবসগুলোকে কখনো স্বিকৃতি দেয়া হয়না।তবুও আমরা নিজ নিজ ভালো লাগাকে পূর্নতা দিতে এসব করি।সে যাইহোক, ভালো থাকুক সবার ভালোবাসা। শুধু কাল না প্রতিটা দিনই হোক,আপনাদের জন্য ভ্যালেন্টাইন।ভ্যালেন্টাইন্স মাত্রই প্রেমিকা বুঝবেন তা না,মা বাবাকেও ফুলের তোরা নিয়ে গিয়ে বলতে পারেন ভালোবাসি তোমাদের❣️।

cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.13/02/22

Sort:  
 2 years ago 

কারো প্রতি আপনার ভালোবাসা সহানুভূতি শ্রদ্ধাশীল এবং নমনীয়তা বুঝানোর অন্যতম মাধ্যম হলো ফুল বিনিময় করা। মনে ভাব প্রকাশের অন্যতম মাধ্যম হলো ফুলের আদান প্রদান করা। শুধু ভালোবাসা দিবসে ফুল গুরুত্ব বহন করে না। যে কোন অনুষ্ঠানে আপনার যেকোন প্রিয় ব্যক্তিত্বের হৃদয়ের জায়গা করে নেওয়ার জন্য ফুলের ব্যবহার অনস্বীকার্য। আপনার পোস্টটি পড়ে খুব ভালো লেগেছে।এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

প্রকৃতির সবচেয়ে সুন্দর জিনিসগুলোর মধ্যে ফুল অন্যতম।তাই যেকোনো প্রিয় মানুষকে এই ফুল দিয়ে হৃদয়ে জায়গার আবেদন করা আসলেই চমকপ্রদ।
ধধন্যবাদ আপনাকেও🥰

 2 years ago 

অনেক সুন্দর বলেছেন ভাই। আসলেই বর্তমান সময়ে ভ্যালেন্টাইনস ডে তে আধুনিকতার ছোয়া একটু বেশি লেগে গেছে। ভালোবাসা তো অনেক ভাবেই পালন করা যায়। তবে এই দিন যেনো বেশি জিনিশ হয়ে থাকে। প্রিয় মানুষ কে বেশি বেশি ভালোবাসা উচিৎ কিন্তু সেটা নির্দিষ্ট একটা দিনে না। সারা বছর একই ভাবে ভালোবাসা থাকতে হবে। তবে হ্যা একটু অন্যরকম সময় কাটানো যায় ভ্যালেন্টাইনস ডে তে। তাই বলে মাত্রা ছাড়িয়ে যায় এমন কিছু না।

 2 years ago 

যথার্থ বলেছেন ভাইয়া,আসলে এই ডে তে যেন মাত্রা ছাড়িয়ে যাওয়াটা একটা ট্রেন্ড হয়ে গেছে🙂।
ভালোবাসা নিয়েন😊

 2 years ago 

ভালোবাসাকে রঙ্গিন ঘুড়ির সাথে তুলনা করে আপনি চমৎকার কিছু কথা বলেছেন পোস্টের মধ্যে কথা ‌গুলো পড়ে সত্যিই আমি মুগ্ধ হয়ে গেছি ❤️❤️। সামনে 14 ই ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসা দিবস এই দিবসে প্রিয়তম এবং প্রিয়তমা গুলো তাদের ভালোবাসা আদান-প্রদান করবে সবাই সুখে থাকুক আনন্দে থাকুক এটাই আমার কাম্য। ❤️❤️

 2 years ago 

আপনার ভালো লেগেছে,এটাই আমার পোস্টের স্বার্থকতা😊
ধন্যবাদ ভাই ❣️

 2 years ago 

ভালোবাসা দিবস উপলক্ষে কমিউনিটি তে যেন ভালোবাসার ফুল উড়াউড়ি করছে। সবাই শুধু ভ্যালেন্টাইন ডে উপলক্ষে পোস্ট করছে। আমার কাছে ব্যক্তিগতভাবে আপনার পোস্টটা ভালোবাসা দিবস উপলক্ষে হলেও একটু ব্যতিক্রম লেগেছে। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমার স্বার্থকতা ❣️
ভালোবাসা নিবেন🥰

 2 years ago 

আসলে ভালোবাসা কোন দিবস, বা কোনো ব্যক্তি, অথবা কোন লিঙ্গ ভিত্তিক নয়। ভালোবাসা সার্বজনীন এবং সর্বসময়ের জন্য। তাই ভালোবাসা দিবসের প্রয়োজন নেই ভালোবাসার জন্য। ধন্যবাদ অনেক সুন্দর করে কিছু উপস্থাপন করার জন্য ভালোবাসা দিবস সম্পর্কে।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য 🥰

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58659.71
ETH 3164.52
USDT 1.00
SBD 2.43