অবশেষে নটরডেম এক্সাম দিলাম😊(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুয়ালাইকুম,আশা করি সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।

এস,এস,সি এক্সামের পর যে বিষয়টি মাথায় প্যারা দিচ্ছিলো তা হলো এনডিসির এক্সাম।যদিও ওতো ভালো প্রিপারেশন নেইনি তারপরেও ইচ্ছা ছিল দেয়ার।গতকাল থেকে এর এক্সাম শুরু হয়েছে।মানে ব্যাচ আকারে এক্সাম নিচ্ছে আরকি।সকাল ৮ঃ৩০,১০ঃ৩০ এবং দুপুর ১২ঃ৩০ এই তিন ব্যাচে।আমার এক্সাম আজ হয়েছে।আমার এক্সাম হয়েছে সকাল ১০ঃ৩০ এ।আআলহামদুলিল্লাহ,ভালোই দিয়েছি এক্সামটা।এখন আল্লাহ ভরসা😊।

সকাল ৮ টার দিকে ফুফাতো ভাইয়ের সাথে বাসা থেকে বের হয়েছিলাম।এই কয়দিন অবশ্য ওর বাসাতেই আছি।বাসা থেকে বের হয়ে সিএনজি করে কলেজে গিয়েছিলাম।সে যে কি ভিড় বাপরে বাপ।২০ মিনিটের ভেতর ওখানে পৌঁছে গিয়েছিলাম।তারপর আর কি,সময় ছিল ২ ঘন্টা।কলেজের বাইরে দাঁড়ায় ছিলাম।

IMG20220116083716.jpg

IMG20220116083708.jpg

IMG20220116081308.jpg

IMG20220116082929.jpg

IMG20220116082948.jpg

IMG20220116083042.jpg

IMG20220116083720.jpg

একটু পরেই অবশ্য মাইক দিয়ে ডাকতে শুরু করেছিল যে,১০ঃ৩০ এর পরিক্ষার্থীরা যেন কলেজের ভেতর প্রবেশ করে।তারপর সারিবদ্ধ হয়ে কলেজের ভেতর ঢুকেছিলাম।তবে দুঃখের সাথে বলছি কলেজের ভেতর ফোন এলাউ না জন্য ভেতরের ছবি তুলতে পারিনি।
ভেতরটা এতো সুন্দর সাজানো গোছানো ছিল যা বলার মতো না।ক্যাম্পাসটা একদম ফার্স্ট ক্লাস।হবেই তো,দেশের শ্রেষ্ঠ একটা কলেজ বলে কথা।ঘন্টা দেড়েক ক্যাম্পাসেই দাঁড়িয়ে ছিলাম।সবাই অচেনা।দুই একজনের সাথে গল্পও করেছি টুকটাক।
একটু পর সবাইকে হলে ডেকেছিল।আমার রুম ছিল,ফাদার হেরিংটন ভবনে ৩০৯ নাম্বার কক্ষে।কষ্টের কথা আর কি বলবো,সিট পড়েছিল একদম মাঝের লাইনের প্রথম বেঞ্চে🙂।
একটুপর ম্যাডাম এসেছিল।মাইকে আমাদের যাবতীয় নিয়মগুলো আবার শিখায় দিয়েছিল।তারপর বেল দিলে প্রশ্ন দিয়েছিল।প্রশ্ন মোটামুটি সহজই ছিল তবে প্রিপারেশন ভালো ছিল না আমার।তাও আল্লাহর রহমতে খারাপ হয়নি পরিক্ষা।এখন ১৯ তারিখে রেজাল্ট দেয়ার পর বোঝা যাবে কি করেছি🙃।এক্সাম শেষ করে আবার মাঠের ভেতর ১০ মিনিট দাঁড়ায় থাকার পর বাইরে বের হতে পেরেছিলাম।বাইরে ভিড়ের ভেতর আবার ভাইয়াকে খুজে বাসায় চলে এসেছি।নতুন একটা অভিজ্ঞতা,ভাল ছিল।
Videoshot
cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.16/01/22

Sort:  
 3 years ago 

আপনার পরীক্ষা ভালো হয়েছে জেনে খুবই ভালো লাগলো,আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। প্রথম ছবি দেখে ভাবলাম কোন সমাবেশ তখন আবার মনে পরল সমাবেশ করা তো বন্ধ। আপনার পরীক্ষা নিয়ে অনেক ভালো লিখছনে শুভ কামনা রইল।

 3 years ago 

আল্লাহ ভরসা❣️ভালোবাসা নিয়েন🥰

 3 years ago 
আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভর্তি পরীক্ষায় আপনি টিকে যাবেন। প্রিপারেশন ভালো না থাকা সত্ত্বেও, পরীক্ষা ভালো হয়েছে শুনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।❤️❤️❤️
 3 years ago 

ভালোবাসা নিয়েন 🧡❣️

 3 years ago 

আপনার জন্য শুভ কামনা রইল। আপনি ভালো জায়গায় এডমিশন নিতে পারেন,এই দোয়া আপনার জন্য।

 3 years ago 

ইনশাল্লাহ আপু,দোয়া রাখবেন🥰

 3 years ago 

আপনার এক্সাম দেওয়ার অভিজ্ঞতা খুব ভালোই ছিল। শুভকামনা রইল আশা করি ভালো কিছুই হবে আপনার জন্য।

 3 years ago 

দোয়া রাখবেন ভাই,মনের আশা যেন পূরন হয়🥰🧡

২০১৯ সালে ঠিক এই সময়ে আমিও নটরডেম কলেজে পরিক্ষা দিয়েছিলাম কিন্তু দূর্ভাগ্যবশত চান্স পাইনি। অনুভূতির অন্য একটি যায়গার নাম ঢাকা নটরডেম কলেজ।❤️

 3 years ago 

আমারো মেবি আসবেনা🙂তাও আল্লাহ ভরসা❣️

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68221.63
ETH 3277.70
USDT 1.00
SBD 2.66