মনোরম একটি সকাল

in আমার বাংলা ব্লগ3 years ago

গতকাল বিকেলের ওইদিকে বাসায় আমার এক খালাতো ভাই আসছে।আমরা দুজন প্রায় সমবয়সী।তাই দুজনের মধ্যে মিল খুব বেশি।
আসার পরপরই দুজন মিলে সন্ধ্যাবেলায় বাইরে গিয়ে ভাজাপোড়া খাবার খেয়ে এবং এখানে সেখানে ঘুরে ফিরে প্রায় ৯ঃ১৫ এর ওদিক বাসায় ফিরি।তারপরই যুক্ত হই আমাদের সাপ্তাহিক হ্যাংআউটে।গতকাল একটু ক্লান্ত থাকায় সম্পুর্ন সময়টুকু যুক্ত থাকতে পারিনি।যাইহোক রাত কেটে গেল।সকাল ৬ টা বাজতেই ভাইসহ আরো কয়েকজন হাটতে বেরিয়েছিলাম।আহা,মৃদু ঠান্ডা বাতাসে আর নিজেদের মধ্যে এটা সেটা নিয়ে গল্প করতে করতে হাটার সে যে কি শান্তি!
ঘন্টা খানেক হাটাহাটি করে যে যার বাসায় ফিরলাম।তারপর আমি নিজে হাতে স্যান্ডউইচ বানাইছি।যেইটা ছিল আরো বেশি উপভোগ্য।পুর্বপ্রস্তুতি না থাকায় স্যান্ডুইচের ভেতোর দেয়ার জন্য তেমন কিছু ছিলনা।তাই,খাওয়ার জন্য যে তরকারি ছিল সেটাই দিয়েছিলাম।
IMG_20210813_084405.jpg

IMG_20210813_084421.jpg

IMG20210812081734.jpg

IMG_20210813_084446.jpg

IMG_20210813_084503.jpg

IMG_20210813_084519.jpg

স্বাদে খুব একটা মন্দ ছিলনা।সবাই মিলে একসাথে বেশ মজা করেই খেয়েছিলাম।আর তারপর এই যে এখন পোস্ট লিখছি।

Cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date. 13/08/21

Sort:  
 3 years ago 

মামিকে আমার জন্য ভুড়ি দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিতে বলিস । কত দিন হলো ভুড়ি দিয়ে স্যান্ডউইচ খাই না ।🥲😊

 3 years ago 

মামির ছেলেই যেখানে বানাতে পারে সেখানে মামির দরকার নেই।তার ছেলেই খাওয়াবে ইনশাআল্লাহ 🥰

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60191.71
ETH 2410.52
USDT 1.00
SBD 2.43