ভাইয়ের আবদার পূরন(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)
আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।
খেতে কম-বেশি সবাইরই ভালো লাগে।আমার কথা নাহয় নাই বলি।প্রো না হতে পারি বিগিনার লেভেলের সেরা আমি সেটা বলতে পারি।খাওয়া-দাওয়ার দিক থেকে কিন্তু😁।আমাদের এখানে ইদানিং নতুন নতুন খাবারের দোকান গড়ে উঠছে।কোনোটা শুধু চায়ের আবার কোনোটা স্ন্যক্সের।ভোজনপ্রিয় লোক হিসেবে তো সেগুলোর খাবার চেখে দেখা আমার ফরজ কাজ।তেমনই নতুন একটা দোকান হয়েছে কাবাব বাড়ি।তো উদ্বোধনের দিন সেখানে গিয়েছিলাম।খাবার ভালোই ছিল।খেয়ে বাসায় এসে গল্প করতেছিলাম সেখানকার নিয়ে।ভাই শুনে বলতেছে আমিও খাবো।ও আবার কাবাব খাবেনা,গ্রিল খাবে।মনে মনে ভাবলাম কাবাব হলে তাও হতো এতো গ্রিলের ব্যাপার।তাও ৩০০ টাকার ধাক্কা।ওকে এটা সেটা বুঝাইলাম যে ভাই ওসব খাওয়া ঠিক না,এটা দেয় সেটা দেয়।কে শোনে কার কথা🙂,না আমি ওটাই খাবো।তারপর আর কি।আবার গেলাম হোটেলে।বাসার পাশেই অবশ্য হোটেলটি।তামান্না এন্ড তাহানী হোটেল ও রেস্টুরেন্ট।
হোটেলে গিয়ে অনেক ভেবে চিন্তে দেখলাম পুরোটানেয়ার মানেই হয়না।তাই হাফ নিলাম।টাকাও বাচলো কাজও হলো😁।হাফ গ্রিল সাথে তিনটা পাতলা রুটি নিয়ে বাসায় এসেছিলাম।
বাসায় এসে দেখি সে ব্যাটা ঘুমন্ত প্রায়।ডেকে ডেকে তুললাম।আগে থেকেই জানতাম যেটুকু আনছি সেটুকুও খেতে পারবেনা।তাই পাশেই বসেছিলাম ওকে সাহায্য করার জন্য🤣😂।
খুব একটা খারাপও খায়নি।বেশ অনেকখানিই খেয়েছিল।যাইহোক,আবদার মিটিয়েও শান্তি পাওয়া যায়😇।যদিও নিজের পেটপূজোও সেরে নিয়েছিলাম😁।
cc.@farhantanvir.
Shot on. Oppo f19 pro
Location
Date. 01/01/22
হাহাহা দুই ভাইয়ের মধ্যকার দুষ্টু মিষ্টি এই সম্পর্কের বন্ধন দেখে খুবই খুশি হলাম ভাইয়া। আসলে ছোট ভাই বোন থাকলে বড় ভাই বোনের কাছে আবদার করবে এবং সেটা পূরণ করো তখন কর্তব্য হয়ে দাঁড়ায়। যদিও সেই কর্তব্যের মধ্যে অনেকটাই সুখ লুকিয়ে থাকে। এভাবেই আপনাদের ভাই এর মধ্যে বন্ধন অটুট থাকুক এই কামনাই করি।
যদিও ওর সাথে একটুও মিলে ঝিলে থাকতে পারিনা,তবুও দিন শেষে সেই আমার একটা অংশ জুড়ে থাকে।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ভালোবাসা নিয়েন ❣️