এই পোস্ট কেবোলই স্মৃতি(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)
আসসালামু আলাইকুম,আশা করি সবাই কুশল আছেন।আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।
এইযে আমরা অনেকেই এখানে দিনরাত পরে থাকি,পোস্ট করি,কমেন্ট করি,আড্ডা দেই।এগুলোর মূল উদ্দেশ্য অর্থনৈতিক বিষয় হলেও ব্যক্তিগতভাবে আমার কাছে এগুলোর আরো কিছু মানে আছে।একটা পোস্ট লিখলাম,পোস্টটাতে ভোট পরলো আর আমি তা উইথড্র করলাম।তারপরেও ওই পোস্টটা আমার কাছে মূল্যহীন হয়ে যায়না।কারণ,আমার কাছে একটা পোস্টের মানে শুধু টাকা নয়।ওই পোস্টের সাথে জড়িয়ে থাকে অনেক ঘটনা,যা অনেকসময় আমায় হাসায় অনেকসময় কাদায় আবার অনেকসময় ভাবাত্মক করে তোলে।নিজের লেখা পুরোনো একটা পোস্ট যখন পড়ি তখন সেই সময়কার কথা আমার মনে হয়।অনেকসময় খুব হাসি আবার মাঝেমাঝে একটু কাদি।নিজের সাথে নিজের তুলনাও করতে পারি।তখন কেমন ছিলাম,এখন কেমন আছি।ব্যক্তিগত বুদ্ধিবৃত্তি,চিন্তাধারার কতটুকু উন্নতি ঘটেছে।
রোজা শেষ,ইদও শেষ।বেশ কিছু ঘটনা যে রয়েই গেছে যা এখনো স্মৃতি সংরক্ষণাগারে ঠাই পায়নি।সেগুলো নিয়েই আজকের লেখা,উদ্দেশ্য কেবোলই স্মৃতি।
১৫-এপ্রিল।আন্টিরা প্রায় ১৮ বছর ধরে আমাদের বাসায় ভাড়া আছে।যদিও আন্টি,ভাইয়া আর তার ছোট মেয়ে এখন বগুড়াতে থাকে তবে আংকেল এখনো আমাদের বাসাতেই থাকে আর সেখানেই হিসাব-বিজ্ঞান প্রাইভেট পড়ান।যেহেতু,আমি বগুড়াতে আছি তাই আন্টি একদিন আমায় ইফতারের দাওয়াত দিয়েছিল।ছোট বেলা থেকেই আন্টির রান্নার বেশ ভড় ভক্ত আমি।আর আমার পছন্দ অপছন্দ সবই আন্টি জানেন।আর সত্যি বলতে এবারের রোজায় ভালোভাবে প্রথম ইফতার আন্টির ওখানেই করেছিলাম।
Location
ছবিতে আমি,আন্টি আর ভাইয়া।মুখ দেখাইতে অনিচ্ছুক বিধায় পেইন্ট করে দিয়েছি।
৫ টা রোজা বাকি থাকতেই ইদের ছুটি দিয়ে দিয়েছিল।আর আমি বাসাতেও চলে গিয়েছিলাম।তো বাসায় যাওয়ার পর একদিন ইফতার করেছিলাম ফুডুলের বাড়িতে।ওদিন অবশ্য আমি আর সাথে আরো একটা খালাতো বোনও ছিল।সবাইমিলে বেশ আনন্দ করেই ইফতার করেছিলাম।বিনোদন দেওয়ার জন্য ফুডুল তো ছিলই।
Location
দাদা-দাদির জন্য ২৯ রোজার দিন ইফতারের সময় ছোট করে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল আমাদের গ্রামের বাড়িতে।
বিকেলে ফুটবল খেলে ইফতারের ২০/২৫ মিনিট আগে আমি আর আমার জ্যাঠাতো ভাই গ্রামের বাড়িতে গিয়েছিলাম।ততক্ষনে প্লেট সাজানো প্রায় কমপ্লিট।তবুও যা বাকি ছিল,দুজনে সাহায্য করেছিলাম।আর তারপর লোকদের ইফতার করানো,ভাত খাওয়ানো সব কাজেই বেশ খাটতে হয়েছিল।ব্যস্ত সময় পার করলেও বেশ ভালোই লেগেছিল সময়টুকু।
Location
লাস্ট রোজার দিন।খেলা শেষে ভাবলাম সব ফ্রেন্ডরা মিলে একসাথে ইফতার করি।২০ টাকা করে দিয়ে সবাই একসাথে ইফতার করেছিলাম সেদিন।মজার ব্যাপার হলো,ওদের মাঝে প্রায় ৪/৫ জনই ছিল বেরোজাদার।আর ইফতারও খেয়েছেও ওরাই বেশি😂।
Location
ব্যাস,খাতাম হো গায়া মেরি আর্কাইভ।রোজা এবার পুরোপুরি শেষ।সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।
cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Date.09/05/22
জি ভাইয়া ঠিক হই বলেছেন এগুলো কেবল আমাদের কাছে স্মৃতি হিসেবে রয়ে গেছে ।আল্লাহ যদি বাঁচিয়ে রাখে পরবর্তীতে আমরা আবার রমজান মাসে পেতেও পারে। আপনার ছবিগুলো দেখে মনে পড়ে গেল সেই ইফতারের সময় এর কথা। যাইহোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ এগুলো আমাদের মাঝে আবার শেয়ার করার জন্য এবং আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য ।আপনার জন্য শুভেচ্ছা রইল।
যাক,অন্তত ফ্ল্যাশব্যাকে নিয়ে যেতে পেরেছি তো😁।ভালোবাসা নিবেন আপু🥰
সত্যি কথা বলতে রমজানের সেই দিনগুলোর স্মৃতি হিসেবে রয়ে গেছে। আপনার পোস্ট দেখে আমার রমজানের সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল। ইফতার করার মুহূর্তের মনে পড়ে গেল। আপনি আবার আমাদের মাঝে নতুন করে সেই দিনগুলো আনার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
হোক হোক,ধৈর্য ধরে থাকুন।আসছে বছর আবার হবে।
ধন্যবাদ আপনাকেও এতো সুন্দর মন্তব্যের জন্য 😊
একদম বাস্তব কথা বলছ এখনে পোস্ট করা মানেই টাকা ইনকাম করা না,এই যে পোস্ট গুলো থেকে যায় এটা একটা স্মৃতি । যখন অনেক বুড়ো হয়ে যাবো তখন এই গুলো নাতি পুতিকে দেখাব ওরা দেখে আনন্দ পাবে।যে তখন এমন ছিল আমাদের দেশ এতো সুনন্দর গ্রাম কখন ছিল।ধন্যবাদ ভালো লেখার জন্য
ওদের বলবেন,আমরাও কম স্মার্ট ছিলাম না রে!!এই দেখ সেই সোনালী দিনগুলো।
ভালোবাসা নিবেন।
কিছু বলার ভাষা নেই । এরকম স্মৃতিগুলি রেখে দেয়া উচিত। আমার বন্ধুদের সাথে আমিও ইফতার পার্টি করি। অনেক ভালো লাগে। সর্বোপরি আপনার জন্য শুভকামনা।
সময় চলে যাবে,দিন চলে যাবে কেবোল রয়ে যাবে স্মৃতি।
ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্যের জন্য ☺️
আপনি একদম ঠিক বলেছেন আমরা কোন কিছু আর্ট করলে বা কোন পোস্ট করলে পরে ওই পোস্ট দিকে ফিরেও তাকায় না। কিন্তু আপনি আপনার অতীতে করা পোস্ট সম্পর্কে আপনার অনুভূতি গুলো তুলে ধরেছেন। রমজান মাসে আমাদের অনেক সুন্দর সময় কাটিয়েছেন আপনার বাসায় ভাড়া থাকে আন্টি বাসায় আপনি সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন এবং তা আমাদের মত নিখুঁত ভাবে তুলে ধরেছেন। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ডিটেইলসে সব বলতে পারলাম কই,যেটুকু না বললেই নয়।
আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য 🤗
একটি পোষ্টের সাথে অনেকগুলো স্মৃতি আমাদের জড়িত থাকে। কিছু স্মৃতি আমাদেরকে ভাষায় আবার কিছু স্মৃতি আমাদেরকে কাদায়। খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আমাদের মাঝে ।ধন্যবাদ।
আপনাকেও এতো সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ 🥰
আমার কাছেও এটা স্মৃতি ধরে রাখার মতো। এখানে যে ছবিগুলো আমি আপলোড করা সেগুলো হারিয়ে যাওয়ার ভয় নেই। ভবিষ্যতে আমার যখন দরকার হবে আমি এখান থেকে খুজে নিতে পারব। এটা যেন স্মৃতিকে জাগ্রত করে রাখার মতো একটি জায়গা। দারুণ লিখেছেন ভাই। এবং আমার বন্ধুদের মধ্যেও এমন দুই একজন আছে যারা রোজা থাকেনা। কিন্তু সত্যি ইফতার হলে ওরাই বেশি খাই হাহা।
একদম ঠিক বলেছেন ভাইয়া,যখন প্রয়োজন পড়বে তখন একটু খুজে নিলেই প্রয়োজনীয় ছবি পাওয়া সম্ভব।
ভালোবাসা নিয়েন 🥰
সময় চলে যাবে পিছনের অতীত গুলো শুধু স্মৃতি হয়ে থাকবে। যেটা আপনি রমজান মাসের একাংশ শেয়ার করলেন আমাদের সাথে পড়ে অনেক ভালো লাগলো এবং আপনার স্মৃতিবিজড়িত দিনগুলো দেখে অনেক ভালো লাগলো শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।
ভালোবাসা নিবেন বড় ভাই😊
ভাইয়া একদম ঠিক কথা বলেছেন পোস্ট করা মানেই ইনকাম করে পোস্টটি মূল্যহীন হয়ে যাবে এটা কোন কথা নয়, আসলে আপনার মতো আমাদেরও পোস্ট করার পরে সে পোস্ট গুলো নিজের স্মৃতি হয়ে থাকে। আমাদের কমিউনিটি যেহেতু একটি পরিবার তাই আমরা সবাই চাই এই পরিবারে সুখী সদস্য হয়ে থাকতে। আপনার বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমাদের মাঝে অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন বেশ ভালো লাগলো দেখে।
একসাথে তালে তাল মিলিয়ে ইনশাল্লাহ আমরা সবাই যাবো বহুদূর।
ভালোবাসা রইলো আপনার জন্য
ভাই স্টিমিত যত কিছু পোস্ট করা হয় না কেন সবই স্মৃতি হয়ে থেকে যাবে, ভয়ের কোন কারণ নেই। তবে জীবনের স্মৃতি বলে একটি বিষয় রয়েছে। সেগুলো পোস্ট করে রাখলেই ভালো,অবশ্য আমার খুবই ভালো লেগেছে আপনার এত সুন্দর পোস্ট দেখে।
হোক না একটু অন্যরকম,কছু স্মৃতি এখানেও জমা থাকুক।
আপনার ভালো লেগেছে জেনে আমি সত্যিই আপ্লুত🥰