পিন

in আমার বাংলা ব্লগ3 years ago

বাসা-বাড়ির নিরাপত্তার জন্য তালা ব্যবহার করা হয়।তেমনি তথ্য প্রযুক্তিগত জিনিসগুলোর নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়ে থাকে পিন নাম্বার। যা সাধারণত সংখ্যা দিয়ে গঠিত হয়।ব্যাংকে টাকা তোলার জন্য এখন এটিএম কার্ড ব্যবহার করা হয়ে থাকে।যে কার্ডের সাহায্যে টাকা তুলতে গেলেও পিন নাম্বার প্রয়োজন হয়।কোনো সময় যদি এই পিন নাম্বারটা কেউ ভুলে যায়,তবে টাকা তোলার জন্য অনেক হয়রানির স্বীকার হতে হয়।আমার একটা বোকামির কাহিনী বলি।
আমাদের স্কলারশিপের টাকা গত বছর থেকে ব্যাংক একাউন্টে আসে।সেই টাকা তোলার জন্যও কার্ড ব্যবহার করতে হয়।কার্ড যখন ব্যবহার করতে হয় তখন পিন তো থাকবেই।স্কলারশিপের টাকা বছরে একবার আসায় ঐ একাউন্ট দিয়ে বছরে একবারের বেশি লেনদেনও হয়না বিধায় পিনটা মনে রাখতে পারিনি।গত সপ্তাহে ঐ একাউন্টে আব্র স্কলারশিপের টাকা আসছে।কিন্তু পিন ভুলে যাওয়ায় আমি টাকাটা বের করতে পারতেছিলাম না।পরে ৪৬০ টাকা দিয়ে নতুন একটি কার্ড তুলতে হয়েছিল।তারপর ঐ কার্ডের চার্জ কেটেছিল ৫০০ টাকা।স্কলারশিপের টাকা বাবদ আমি পেলামই ১৯০০ টাকা তার ভেতোর থেকে ৯৬০ টাকা হুদাই খরচ হয়ে গিয়ে আমার কাছে আছে ৯৪০ টাকা।
hand-finger-entering-pin-code-flat-icon-unlock-vector-15514599.jpg
SOURCE

পিন সম্পর্কিত কিছু কথাঃ


পিন এর ইংলিশ পুর্ণরুপ হলো পোস্টাল ইন্ডেক্স নাম্বার যাকে বাংলায় বলা হয় ডাক সূচক সংখ্যা।আমরা অনেকসময় মনে রাখার সুবিধার্থে অনেক সহজ সহজ পিন সেটাপ দিয়ে থাকি।যেমনঃ ১১১১,৫৫৫৫ ইত্যাদি ইত্যাদি।অনেকসময় দেখা যায় হ্যাকাররা এই ধরণের পিন নাম্বার ওয়ালা একাউন্ট খুব সহজেই হ্যাক করে যাবতীয় তথ্য ও টাকা-পয়সা সব হাতিয়ে নেয়।তাই যতটা সম্ভব ইউনিক পিন সেটাপ করবেন।যেমনঃ১২৮৯,৭৭৫১ ইত্যাদি ইত্যাদি।এতে একাউন্ট হ্যাকারদের পক্ষে একাউন্ট হ্যাক করা একটু কষ্টসাধ্য হয়।

মনে রাখার মতো কিছু পিন সেটাপঃ


১/পিন নাম্বার হিসেবে আপনার জন্মসাল ব্যবহার করতে পারেন।

২/পিন নাম্বার সেটাপের সময় নির্দিষ্ট একটি প্যাটার্ন অনুসরণ করতে পারেন।যেমনঃমৌলিক সংখায়র একটি পিন হলো ২৩৫৭,তারপর বিজোড় সংখ্যার একটি পিন হলো ৩৫৭৯ । এরকম বিভিন্ন প্যাটার্ন অনুসরন করতে পারেন।

৩/মোবাইল নাম্বারের যেকোনো একটি অংশ পিন হিসেবে রাখতে পারেন।

আমি তো একবার বোকা বনে গিয়ে উচিত শিক্ষা পেয়েছি।আপনারা যাতে এই ধরণের সমস্যার সম্মুখীন না হন,সেজন্যই আজকেই এই পোস্টটি করা।আশা করি আপনাদের কাজে দেবে।

Sort:  
 3 years ago 

তুমি যে ভুল করে নতুন কিছু শিখেছ, এইটার জন্য নিজের কাছে নিজেকে কৃতজ্ঞ জানাও। এবং অন্যদেরকে যে সাবধান করেছো, তার জন্য তোমাকে ধন্যবাদ। তবে দুঃখ করো না, আমি জানি এই মুহূর্তে প্রতিটি টাকাই অনেক গুরুত্বপূর্ণ ।তবে তোমার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 68814.11
ETH 2404.54
USDT 1.00
SBD 2.36