মানুষ দেখি
আসসালামু আলাইকুম,
লোকমুখে শুনেছি ইন্টার লাইফটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।কারণ হিসেবে তারা বলে এসেছে,এখানে পড়াশুনার পরিমাণটা একদিকে হিউজ পাশাপাশি এই বয়সটা পরিবেশ চেনার,মানুষ চেনার,জগতকে বুঝে ওঠার।হ্যাঁ,এই বয়সে এসে অবশ্য এগুলো উপলব্ধি করতে পারছি।তারা এবং তাদের বলা কথা ঠিকই ছিল।
এরই সূত্রধরে রাস্তার পাশে দাঁড়িয়ে মানুষ দেখাটা আমার কাছে ভালো লাগার বিষয় হয়ে উঠেছে।হয়তো এখনো ক্লিয়ার করতে পারিনি।আরেকটু বলি তবে!
যখন আপনি একটা কোলাহলপূর্ণ রাস্তায় দাঁড়াবেন,সেখানে অবশ্যই অনেক শ্রেণির এবং অনেক নিদারুণ বৈশিষ্ট্যপূর্ণ মানুষের দেখা পাবেন।একজন ভিক্ষুক থেকে শুরু করে কোটিপতি কম-বেশি সবার ধরাই পাবেন।আর আমার এজন্যই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে।এতো রকম মানুষের জীবন বেশ কাছে থেকে অনুধাবন করতে পারি।নিজের অবস্থান,নিজের ভীশন,নিজের চাহিদাগুলো সম্পর্কে মোটামুটি অনেক ভালো ধারণা পাই আমি মানুষগুলোকে দেখে।
বিষয়টা কে কিভাবে নিচ্ছেন আমি জানিনা।আমার কাছে মানুষের জীবন চালনা বুঝতে ভালো লাগে।মানুষের সাথে মিশতে ভালো লাগে,তাদের পাশে থাকতে ইচ্ছা করে।জীবন কতটা বৈচিত্র্যময় হতে পারে তা আপনি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন যদি মন আর ভাবনার চোখ খুলে রাস্তার পাশে কিছুক্ষন দাঁড়িয়ে থাকেন।
মূল্যহীন মনে হতে পারে বিষয়টা অনেকের কাছে।তবে আমি যেহেতু মানুষ ভালোবাসি তাই এই কাজটাও ভালোবাসি।ঝুলিতে বেশ ভালো রকমের কালেকশন আছে এই এতো মানুষ নিয়ে।অভিজ্ঞতা বাড়াতে বেশ ভালোই লাগে।
দুই নাম্বার ছবিতে দেখানো চা আজকে আমার ওই নেশাতে একটু অন্যরকম ফ্লেভার এড করেছিল।ওইতো বলেন,পুরো জমে ক্ষির।ঠিক ওমনটাই।
জীবন চলছে সবার।কারো সেকেন্ডে, কারো ঘন্টায়,কারো দিনে,কারো মাসে আবার কারো বিনা হিসাবে।
দিন যাচ্ছে,আসতেছে,জীবন চলছে।চলুক...
সবার প্রতি সম্মান,শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি -
🌼আল্লাহ হাফেজ।🌼
©@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.20/06/23
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
মানুষ দেখার বিষয়টা বেশ ভালোই লাগলো।আসলে এমন পথে হরেক রকম মানুষ, হরেক রকমের চাওয়া- পাওয়া।এর মাঝে দাঁড়ালে নিজের অস্তিত্বটা খুঁজে পাওয়া যায়।ভালোই লিখেছেন ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।