ক্ষুদে প্রচেষ্টা(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম,আশা করি সবাই কুশল আছেন।আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।

সমাজ,তিনটে অক্ষরে গঠিত শব্দ।এই তিন অক্ষরের মাঝেই রয়েছে নানান রকম বৈচিত্র্য,দায়িত্ব,সহযোগিতা,সহমর্মিতা,রাগ-অভিমান,সুখ-শান্তি।একটা সমাজে সব মানুষ সমান হবেনা এটাই স্বাভাবিক।তবে,আমাদের প্রত্যেকের উচিৎ পরস্পরকে সহযোগিতা করে সমান তালে বাস করা।অহংকার,স্বার্থপরতা এগুলো ভুলে সবাইকে নিয়ে থাকাটাই ভালো থাকা।

received_1363912480790741.jpeg

গরীব,অসহায় ও দুস্থ মানুষদের শীতের মধ্যে কম্বল বিতরণ,বন্যায় ত্রান,রোজায় ইফতার এই বিষয়গুলো ছোট থেকেই দেখে আসছি।সেই সময় থেকে এই কাজগুলোর প্রতি একটু বেশি ভালো লাগা কাজ করতো।
গত রমজানের সময়ের কথা।ফোন চাপছিলাম,হঠাৎ একটা বান্ধবি নক দিয়ে বললো,আমরা যদি বিভিন্ন জায়গা থেকে টাকা কালেক্ট করে দুস্থদের একটাদিজ ইফতার করাইতে পারি কেমন হয়?কোনোকিছু না ভেবে আমি এক কথায় বলে দিলাম,আমি আছি তোর সাথে।
ও আরো দুই তিনটে ফ্রেন্ডকে বললো তারপর,মাশাল্লাহ সবাই স্বাচ্ছন্দে সম্মতি দিয়েছিল।পরেরদিন সকালে একটা মেসেঞ্জার গ্রুপ খুলে অনেক আলোচনা করার পর আমরা ফান্ড গঠন করা শুরু করেছিলাম।
ফেসবুকিং,বিভিন্ন স্যারদের কাছে সরাসরি গিয়ে সবাই মিলে ফান্ডিং করেছিলাম।
আল্লাহ তায়ালার রহমতে গতবার প্রায় ১০০ প্যাকেট ইফতার আমরা বিতরণ করেছিলাম।এরপরেও কিছু টাকা বেচেছিল,যা দিয়ে আমরা কয়েকটা ফ্যামিলিতে সেমাই,চিনি,মুড়ি এগুলো দিয়েছিলাম।
IMG_20220410_221720.jpg

IMG_20220410_221903.jpg

IMG_20220410_221934.jpg

শুরুর দিকে ভেবেছিলাম হবেনা।কিন্তু শেষে বিষয়টা এতো ভালোভাবে হয়েছিল,যা বুঝানোর মতো না।
পার্শ্ববর্তী একটা ইয়াতিম খানায় ৩০ প্যাকেট ইফতার দিয়েছিলাম আর বাকিগুলো রাস্তায় বিভিন্ন ফকির মিসকিনদের মাঝে বিতরণ করেছিলাম।জীবনে প্রথমবার এ ধরনের কাজে যুক্ত হতে পেরে আসলেই খুব ভালো লাগছিল।

গতবার থেকে অনুপ্রাণিত হয়ে এবারো আমরা সেই কজন মিলেই ইফতার করানোর চিন্তা-ভাবনা করেছি।আল্লাহর রহমতে এবারো বেশ ভালোই ফান্ডিং হচ্ছে।আমাদের চিন্তা ভাবনা আছে গতিবারের থেকে এবার একটু বেশি ব্যবস্থা করবো।ইনশাল্লাহ, এবারো আমরা পারবো।দোয়া রাখবেন আমাদের জন্য।

cc.@farhantanvir
Location
Date.10/04/22

Sort:  
 3 years ago 

এক কথায় অসাধারণ একটি উদ্যোগ ভাই। আমার কাছে ভালো লেগেছে আপনার কাজটি। আসলে আজকাল এই ধরনের কাজ দেখা যায় না বলতে গেলে। সবাই নিজেদের দিকে নিয়ে ব্যস্ত। অন্যকে নিয়ে ভাবার অত সময় কারো নাই। এরকম কাজ কখনো আমার করার অভিজ্ঞতা হয়নাই। তবে আপনার কাছে আমি সাধুবাদ জানাই। আর এরকম সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সত্যি ভাই এটা অনেক প্রশংসা পাওয়ার মতো কাজ করছেন। আপনার এই রকম কাজ সারা জীবন চলতে থাক এই দোয়া করি। আপনাত মন মানুষিকতা অনেক ভালো। ধন্যবাদ, আপনার প্রতি শ্রদ্ধাবোধ বেড়ে গেলো।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
BTC 88778.96
ETH 3342.64
USDT 1.00
SBD 3.00