কিছু পরামর্শ প্রয়োজন

in আমার বাংলা ব্লগ3 years ago

নানারকম ছলাকলার ইতি টেনে গত ১২ সেপ্টেম্বর স্কুল খুলে দিয়েছে বাংলাদেশ সরকার।পড়াশুনায় ছন্দ ফিরতে শুরু করেছে।সবার মন-মানসিকতা দিন দিন পড়ার দিকে আবারো ঝুকে পড়ছে।
আপনারা জানেন যে,আমি এবার এস,এস,সি ক্যান্ডিডেট।অর্থাৎ, আমি এস,এস,সি-২০২১ ব্যাচের পরিক্ষার্থী। স্কুল খুলে দেয়ার পর আমাদের যে এসাইনমেন্ট কার্যক্রম চলছিল তা বন্ধ করে দেয়া হয় এবং সশরীরে পরিক্ষা নেওয়ার ঘোষনা দেয়া হয়।তারপর পরিক্ষার যত নিয়মকানুন আর বিধি নিষেধ আছে তা জানিয়ে দিয়ে পরিক্ষার সম্ভাব্য তারিখটাও জানানো হয়েছিল।আর আজ পরিক্ষার একদম পুর্নাঙ্গ রুটিন প্রকাশ করা হয়েছে।সেই অনুযায়ী, আগামী ১৪ই নভেম্বর ফিজিক্স পরিক্ষার মধ্য দিয়ে আমাদের পরিক্ষা শুরু হবে।তারপর মাঝে একদিন ফাকা রেখে ১৬ তারিখে কেমিস্ট্রি এবং ২২ তারিখে বায়োলজি পরিক্ষা নেয়া হবে।
geometry-1023846_640.jpg
Link
ছাত্র হিসেবে খুব একটা খারাপ না।তবে দেড়টা বছর ধরে এই মহামারির গ্যারাকলে পড়ে গিয়ে মন-মানসিকতা একদম নষ্ট হয়ে গেছে।পড়তে বসলেই নানা রকম আজে বাজে চিন্তা-ভাবনা ঘুরপাক খায় মাথায়।৮/১০ মিনিট কোনোভাবে পড়াই দায় হয়ে পড়ে।যেখানে আগে ২/৩ ঘন্টা পড়ার পরেও অলসতা আসতো না সেখানে আজ আমার এই দশা হয়েছে,ভাবতেও প্রচুর লজ্জা লাগে।তবে আমি আমার সমস্যার কারণ খুজে বের করে কিছু সিদ্ধান্ত নিয়েছি।আমি এখানেই আপনাদের কাছে পরামর্শর জন্য দাবি জানাচ্ছি।মোবাইলটা আমার মূল সমস্যা হয়ে দাড়িয়েছে।মোবাইল বললে ভুল হবে,সোস্যাল মিডিয়ার প্রতি আসক্তিই আমার যত সমস্যার কারণ। তাই ভেবেছি, পরিক্ষার বাকি কয়টা দিন সব একাউন্ট ডিয়্যাক্টিভেট করে রাখবো।মনে হয়,এতে অনেকটাই কাজ হবে।
boy-311392_640.png
Link
সকাল ৭ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত ৩ টা প্রাইভেট পড়ার পর দিনের সসম্পুর্ন সময় ঘরে বসেই কাটাই।বিকেলে একটু খেলা-ধুলাও করি।তো এক্ষেত্রে ভেবেছি যে,প্রাইভেটগুলো পড়ে এসে সকালের খাবার সেরে একাত ঘন্টা আবার একটু পড়াশুনা করবো।তারপর গোসল,খাওয়া আর নামাজ শেষে দুপুরে একটু ঘুমিয়ে বিকেল বেলাতেও একাত বা দেড় ঘন্টার মতো পড়াশুনা করবো।রাতে আবার ৮ টা থেকে ১০ টা বা ১০ঃ৩০ পর্যন্ত পড়ে শুয়ে পড়বো।এভাবেই পরিক্ষার আগ পর্যন্ত রুটিন বানাতে চাচ্ছি।
আমার মনে হয়,আমরা যারা এখানে লেখা-লেখি করি সবার মাঝে আমিই বোধয় ছোট।আপনারা সবাই এস,এস,সি এক্সাম দিয়ে এখন অনেকে অনেক জায়গায় চাকরি করছেন বা অনেকে ভালো ভালো কলেজ-ভার্সিটিতে পড়ছেন।তাই এক্ষেত্রে আপনাদের পরামর্শ আমার জন্য অত্যন্ত উপকারী হবে বলে আমি মনে করি।যদি সময় হয়,দয়া করে কিছু পরামর্শ দিয়ে গিলে খুব উপকৃত হবো।
cc.@farhantanvir
Date.27/09/21

Sort:  
 3 years ago 

তোমাকে কি বুদ্ধি দেব রে ভাই আমারও অনেকটা একই অবস্থা। তবে কথা হচ্ছে যতক্ষণ পড়বা ততক্ষণ সবকিছুর চিন্তা বাদ দিয়ে পড়বা। বাইরের কোনো চিন্তা মাথায়ই আনা যাবে না। এবং একটা মনের আনন্দ নিয়ে পড়তে হবে। পড়ালেখা নিয়ে চিন্তা করা এবং চাপ নেওয়া একেবারেই যাবে না।

আশাকরি কথাগুলো তোমার কাজে লাগবে।

 3 years ago 

দামি পরামর্শ দিয়েছেন ভাইয়া😊আশা করি আপনার সমস্যাগুলোরও সমাধান করতে পারবেন।🥰

 3 years ago 

💖💖

বই পড়ে পাস করতে হবে। পাশাপাশি জ্ঞানের জগতে বিচরণ করে সুশিক্ষা নিতে হবে। উপস্থাপন ভালছিল।

 3 years ago 

পরামর্শের জন্য ধন্যবাদ 🥰

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 91793.75
ETH 3121.53
USDT 1.00
SBD 3.17