দেড় বছর পর কাঙ্খিত ফাইনাল

in আমার বাংলা ব্লগ3 years ago

করনা মহামারির জন্য থমকে ছিল সবকিছু।খেলা-ধূলাও বাদ পড়েনি সেই লিস্ট থেকে।
আমাদের এলাকায় প্রায় সবধরনের খেলাধুলার প্রচলন আছে।জাতীয় দলের দুই-তিনজন খেলোয়াড়ও আছে যারা আমাদের এলাকার।বলতে গেলে আমাদের এখানে সবাই খেলাপাগল।যেকোনো খেলা হলেই মানসিক সাপোর্টের জন্য যে ভক্তদের বা দর্শকদের প্রয়োজন হয় তার কোনো কমতি হয়না।
গত বছর করনার আগে আমাদের স্থানীয় হাই-স্কুলের এস,এস,সি ব্যাচ -১৭ কতৃক একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল।যে খেলার ফাইনাল একদম থমকে গিয়েছিল মহামারির ছোবলে।
অনেক বিধিনিষেধ মেনে গত বুধবার দীর্ঘ দেড় বছর পর সেই খেলার ফাইনালয়াচ অনুষ্ঠিত হয়েছিল।বিকাল ৪ টায় ব্যচ-১৭ এবং গোবিন্দগঞ্জ ওরিওর্স এর মাঝে সেই প্রতিদ্বন্দ্বিতা হয়।
IMG20210922165517.jpg

IMG20210922165802.jpg

IMG20210922165543.jpg

আমরা যখন খেলা দেখতে গিয়েছিলাম তখন প্রথম ইনিংসের ৮ তম ওভার চলছিল।ওরিওর্সের সংগ্রহ ছিল ৫১ রান।শেষে ১২ ওভারের সমাপ্তি ঘটলে ১৭ ব্যাচের দিকে ৯১ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল ওরিওর্স।জবাবে ৬ উইকেট হারিয়ে সেই জয় সহজেই তুলে নিয়েছিল ব্যাচ ১৭।
খেলা শেষে পুরস্কার বিতরণ পর্যন্ত উপভোগ করেছিলাম।পুরো ব্যাচের সবাই জিতে নেওয়া গরুটিকে নিয়ে আনন্দ মিছিলে মত্ত হয়েছিল।
IMG20210922175006.jpg

IMG20210922175119.jpg

IMG20210922181301.jpg
খেলা দেখতে গিয়েছিলাম বন্ধুদের সাথে।তাই যে শুধু খেলাই দেখেছি তা না,মতো জাও হয়েছে প্রচুর।সর্বপরি সময়টুকু খুব ভালোই কাটিয়েছি।

cc. @farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.24/09/21

Sort:  
 3 years ago 

খেলাধুলা শরীর এবং মন উভয়ের জন্যই ভালো।আপনার এলাকার লোকজন খেলা পাগল, শুনে খুব ভালো লাগলো। আপনিও নিয়মিত খেলাধুলা করবেন আপনার সুস্বাস্থ্য বজায় রাখার জন্য। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি ভাইয়া❣️ধন্যবাদ 🥰

 3 years ago 

বাহ দারুণ তো খেলার পুরষ্কার গরু এবং ছাগল। স্কোর দেখেই বুঝলাম খেলাটা মোটামুটি ভালো হয়েছে। এবং আপনারা খুব ভালো উপভোগ করেছেন।

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া,ধন্যবাদ❣️

 3 years ago 

আপনি আপনার ফাইনাল খেলার সুন্দর মুহূর্তটা আমাদের সাথে শেয়ার করেছেন আপনার মুহূর্তটা ছিল খুবই সুন্দর বিশেষ করে পুরুষ্কার গরু এবং ছাগল খুবই ভালো লেগেছে আমার

 3 years ago 

আমার স্বার্থকতা❣️

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.24
JST 0.038
BTC 95135.46
ETH 3281.35
USDT 1.00
SBD 3.37