জীবন যেথায় যেমন (১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম, আশা করি সবাই কুশল আছেন।আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।

কারেন্ট গেলে,ঘুমের মধ্যে আম্মু বাতাস করো এই কথাটা বলা ছেড়ে দিয়েছি সেই ক্লাস ৪ এ।হয়তো ভাববেন,আমার বোধয় গরম লাগার অনুভূতিটা নষ্ট হয়ে গিয়েছিল। আসলে তা না,আমি ক্লাস ৪ এ থাকতে আইপিএস নিয়েছিল আমাদের।তাই কারেন্ট গেলে যেই ভোগান্তি পোহাতে হয় সেটা আর হতো না।দীর্ঘ সাত বছর ভাই,ওভাবেই থেকেছি।তো সেটা অভ্যাসে পরিনত হবে সেটাই তো স্বাভাবিক।
পহেলা বৈশাখের দিনের ঘটনা।মেস থেকে ইফতার করে আমি আর আমার একটা ফ্রেন্ড সাতমাথায় মেলা দেখতে গিয়েছিলাম।মেলা দেখে হাল্কা পাতলা কিছু খেয়ে অটোতে উঠেছিলাম মেসে আসার জন্য।আসতে আসতে রাস্তার পাশের বাতিগুলো অফ হয়ে গেলো।বুঝলাম কারেন্ট গেলো।অটো থেকে নেমে হাটা শুরু করলাম তাও কারেন্টের দেখা নেই।মেসের সামনে এসে পরলাম তাও কারেন্ট নেই।দোকান থেকে একটা মোমবাতি নিয়ে মেসে ঢুকেছিলাম।ফোনে চার্জও ছিলনা তেমন যে ফ্লাশলাইট দিয়ে কাজ চালাবো।পড়া বাকি ছিল অনেক,সেগুলোও পড়তে হবে।
IMG20220414212834.jpg

IMG20220414212918.jpg

IMG20220414214730.jpg

১০ ভাগের একভাগ মোম পুড়ে গিয়েছিল আমার বই খাতা কলম সব ঠিকঠাক করে নিতেই।পড়তে বসলাম।এক লাইন লিখি আর পায়ের দিক থেকে মশা তাড়াই।একটু পর আবার গা ঘেমে ওঠে,আবার উঠে গা মুছে আসি।এসব করতে করতে ঘন্টা দেড়েকের মধ্যে মোমই খতম।তাও কারেন্টের দেখা নেই।
অন্ধকারে বসেছিলাম।একটু পর আম্মুকে ফোন করেছিলাম।গল্প করেছিলাম বেশ অনেকক্ষন।এসব শুনাইলাম।আম্মু আর কি বলবে,ওই এক কথা।এতো কষ্ট করে আছিস,মন দিয়ে পড়াশুনা কর।স্বপ্ন পূরন করতে হবে।আম্মুর সাথে কথা বলতে বলতেই কারেন্ট চলে এসেছিল।তারপর বললাম এই যে আর কষ্ট করতে হচ্ছেনা আমায়,সো স্বপ্ন বাদ🤣😂।
জীবনে আসলেই অনেক পরিবর্তন এসেছে এবং আসবে।সব মেনে নিতেই হবে আমায়,কিচ্ছু করার নাই।দোয়া রাখবেন যেন কষ্টগুলোর যথাযথ দাম পাই।
Screenshot_2022-04-14-23-20-39-80_1c337646f29875672b5a61192b9010f9.jpg
আমি @farhantanvir

Cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.17/04/22

Sort:  
 2 years ago 

আসলে সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়ে যায়। আপনি ঠিক বলেছেন জীবন যেখানে যেমন। আসলে একটা সময় যখন ঘুম আসত না তখন আম্মু বাতাস করতো কিন্তু এখন আমাদের ঘুম না আসলেও আমরা বলতে পারি না। আসলে সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়ে যায়। অনেক কিছু।আসলে আপনার পড়ার প্রতি আগ্রহ দেখে বেশ ভালো লাগলো কারেন্ট চলে গিয়েছে তাও মোমবাতি দিয়ে পড়াশোনা করছেন। আপনার প্রতি দোয়া রইল ভাই আপনার জন্য সফল হতে পারেন জীবনে

 2 years ago 

ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা,ভালোবাসা নিয়েন ভাই🥰

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60872.67
ETH 2913.85
USDT 1.00
SBD 2.32