র‍্যানডোম ফটোগ্রাফি (১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম আশা করি সবাই কুশল আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।
এর আগে সেভাবে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করিনি।বলতে গেলে এটাই প্রথম।যদিও ফটোগ্রাফির হাত একদমই কাচা,তারপরেও গ্যালারি ঘাটতে ঘাটতে যেই ছবিগুলো ভালো লাগে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।

IMG_20220827_224400.jpg

উপরের যে ছবিগুলো দিয়ে কলেজ বানিয়েছি,সেগুলো নিয়েই একটু আলোচনা করবো।

তো চলুন শুরু করি-


IMG20220813232242.jpg
Location
কয়েকদিন আগে বাজার থেকে আসার সময় রাস্তার পাশে দেখি দুইটা পিচ্চি শাপলা ফুল বিক্রি করছে।দেখে বেশ ভালোই লাগছিলো।তাই ভেবেছিলাম একটা নিই।২৫ টাকা দিয়ে নিয়েছিলাম ওই একটা ফুল।
বাসায় এসে খাওয়া-দাওয়া সেরে ছাদে উঠে দেখি জোৎস্না রাত।তাই হাতে থাকা ফুল আর আকাশে থাকা দিপ্তীমান চাঁদকে এক ফ্রেমে আনার চেষ্টা করেছিলাম।

IMG20220414214730-01.jpeg
Location
এই ছবির পিছে যে কত কষ্ট জড়িয়ে আছে তা বলার বাহিরে।কারেন্ট যখন চলে যায়,তখন মোমবাতি জ্বালিয়ে কাজ চালাইতে হয়।বাসায় আইপিএস থাকায় কারেন্ট যাওয়ার কষ্টটা বুঝতে পারিনি কিন্তু মেসে আসার পর হাড়ে হাড়ে টের পাই কারেন্ট না থাকার কষ্টটা কি!
IMG20220501165035.jpg
Location
আমাদের এস,এস,সি ব্যাচের ফাইনাল খেলার দিনে তোলা এই ছবি।আমাদের যে প্লেয়াররা ছিল তাদের জন্য আনা হয়েছিল এই পানির বোতল।ম্যাচের শেষ মুহুর্ত, এক প্রকার হেরেই গিয়েছি।তাই খেলার দিকে আর খুব বেশি মনোযোগ না দিয়ে বোতলকে মডেল বানিয়ে একটু ছবি তোলার চেষ্টা করেছিলাম।
IMG20220807135452.jpg

IMG20220807135232.jpg
Location
এই দুইটা ছবিটা তোলা মম-ইন হোটেল এন্ড রিসোর্টের ভেতর থেকে।শায়ানের জন্মদিন উৎযাপনের জন্য যেদিন ওখানে গিয়েছিলাম সেদিন তুলেছিলাম।
IMG20220729142643.jpg
Location
জানালার দেয়াল থেকে বটগাছ বেরিয়ে বেশ বিস্তৃত হয়েছে।বৃষ্টির দিন ভেজা পাতাগুলো জানালা থেকে দেখতে ভালোই লাগে। সেখান থেকে একটা পাতা ছিড়ে এই ছবিটা তুলেছিলাম।
IMG20220704170638.jpg
Location

গতবার ছুটিতে যখন বাসায় গিয়েছিলাম এই ছবিটি তখনকার তোলা।সানভির হাতে ফুল দেখে ভাবলাম একটু ছবি তুলি।ও নিজেও বেশ উৎসাহের সাথে ছবি তুলেছিল।

IMG20220730191115.jpg
Location

তখন বোধয় এশার নামাজ পরতে যাচ্ছিলাম।কালি-মন্দিরের সামনে দেখি কয়েকটা ফুলের গাছ আর কিছু মালটা-ডালিমের গাছ নিয়ে এক লোক বিক্রির জন্য বসেছিল।এই ছবিটা সেখান থেকেই তোলা।

দেখানোর মতো ছবি এই কয়টাই ছিল।যেহেতু এই ছবিগুলোকে বলছি দেখানোর মতো তাহলে বুঝতেই পারছেন গ্যালারির ভেতর লুকে থাকা বাকি ছবিগুলো কতটা জঘন্য লেভেলের হইতে পারে😑।

আল্লাহ হাফেয

Cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Date.28/08/22

Sort:  
Loading...
 2 years ago 

আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আজকে আমাদের সাথে শেয়ার করলেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো শুভকামনা রইল।

 2 years ago 

ভালোবাসা নিবেন ভাই 🌸🖤

 2 years ago 

সত্যি বলতে ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। দেখে অনেক ভালো লাগল। বিশেষ করে রাতে মোমবাতি জ্বালিয়ে কাজ চালাইতে হয়, দেখে ছোট বেলার কথা মনে পড়ে গেল। যাইহোক সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

স্মৃতিচারণের কথা শুনলে বেশ ভালোই লাগে।ধন্যবাদ আপু।

 2 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। শাপলা ফুলের ফটোগ্রাফি টি বেশ ভালো, এবং আপনি নামাজ পড়তে যাওয়ার সময় কালীঘাট মন্দিরের সামনে যে ফুলের ফটোগ্রাফি করেছেন সেটিও অসাধারণ ছিল। যদিও খুব একটা বোঝা যাচ্ছে না যে এটা নয়ন তারা/নাকি কাঠগোলাপ!! কিন্তু দুর থেকে দেখে সুন্দর লাগছে।

 2 years ago 

আমিও জানিনা,এক ভাই তো বললেন ওটা নাকি কাকন-বিলাস।

 2 years ago 

আপনার রেন্ডম তোলা ফটোগ্রাফি খুব ভাল হয়েছে। খুজতে গেলে এইরকম লুকিয়ে থাকা ছবি প্রতিটি মোবাইলে পাওয়া যাবে। আপনার ছবিগুলোর মধ্যে বটপাতার মধ্যে বৃষ্টির পানি আর মোম্বাতির ছবি আমার কাছে বেশি ভাল লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর কিছু আলোকচিত্র আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া, খুজে দেখলে সব ফোনেই এমন ৪/৫ টা ফটোগ্রাফি পাওয়া যাবেই।ধন্যবাদ এতো সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো অনেক দুর্দান্ত হয়েছে আমার অনেক ভালো লেগেছে আপনার ফটোগ্রাফি গুলো। আর একটি শাপলা ফুলের দাম 25 টাকা শুনে অবাক হলাম। যেখানে পুরো একটি শাপলার আস্ত ঝোপ ২৫ টাকায় পাওয়া যেত, আর এখন মাত্র একটা ফুলই ২৫ টাকা। যাই হোক অনেক ভালো লাগলো সব মিলিয়ে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রাতের বেলা ছিল তো আর তার মধ্যে এখানে আশেপাশে এমন কোনো জায়গা নেই যেখানে শাপলা ফুটবে,তাই হয়তো এতো দাম।

 2 years ago 

হতে পারে ভাই ধন্যবাদ আপনাকে মন্তব্যের সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য

 2 years ago 

রাতে শাপলা ফুলের ফটোগ্রাফি বেশ দারুণ লাগছে কিন্তু। একটা শাপলা ২৫ টাকা আমার কাছে একটু বেশিই মনে হলো। অন‍্য ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার ছিল বিশেষ করে ফুলের ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

হ্যাঁ ভাই,৩০ টাকা চেয়েছিলো।২৫ বলেছি তাতেও দিবেনা।এক প্রকার জোর করেই ওই দামে নিয়েছি।

 2 years ago 

আপনার রেনডম ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। দেখে আমার কাছে খুব ভালো লাগলো। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি বেশ অসাধারণ হয়েছে। আমার কাছে কানন বিলাস ফুলের ফটোগ্রাফি বেশ দুর্দান্ত মনে হচ্ছে। এত চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 2 years ago 

আমি তো নিজেও ওই ফুলের নাম জানতাম না ভাইয়া😶।ধন্যবাদ জানানোর জন্য

 2 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি তুলে ধরেছেন ভাইয়া। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে আপনার প্রথম ফটোগ্রাফিটা অর্থাৎ শাপলা ফুলের ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপনার কথা জেনে বেশ অনুপ্রাণিত হলাম ভাই।ভালোবাসা নিয়েন।

 2 years ago 

এ সপ্তাহে আপনার ফটোগ্রাফি পোস্টটি দেখে খুবই ভালো লাগলো খুব সুন্দর ভাবে ক্যামেরা বন্দি করে সুন্দর উপস্থাপনার সহ আমাদের মাঝে তুলে ধরেছেন।।

 2 years ago 

ধন্যবাদ ভাই, ভালোবাসা নিয়েন 🧡

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65792.18
ETH 2695.80
USDT 1.00
SBD 2.90