DIY-রঙিন ম্যান্ডেলা আর্ট (১০% টু শাই-ফক্স)

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম,


আশা করি, সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।

আমার পাঠক-পাঠিকারা হয়তো জানেন,আমার মন খারাপ থাকলে টুকিটাকি আর্ট করি আমি।তো বেশ অনেকদিন পর দুই-তিনদিন আগে মন ভালো করার জন্য আর্ট করতে বসেছিলাম।এর আগে কখনো রঙিন ম্যান্ডেলা আর্ট করা হয়নি,তাই ভেবেছিলাম ওটাই করবো।কাছে রঙ ছিলনা,তাই কালার পেন ইউজ করেছিলাম।সবশেষে আর্টটা নিজের মনের মতো করতে পারিনি।মন ভালো করতে গিয়ে উলটে আরো খারাপ বানিয়ে ফেলেছিলাম।

তো চলুন মূল বিষয়ে আসা যাক-

IMG20230311192535.jpg

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScURvgxL6oNy61wWHmiRpQ4L5wPzJuR91tVZXgqZiEey4gp8T9nQDN7VwhnZbve22Yiqdt9Enz1un5SJtbZ8ZEWa9X9PzccJ9v7NM5pXxQFg.png

  • পেপার
  • পেন্সিল
  • কালো,লাল,কমলা,সবুজ রঙের জেল পেন
  • ইরেজার,সার্পনার

IMG20230311182533.jpg

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9pifAAjHpikoY9DqbyS56xyqD7Tah2dxcumkDyL3J74bvnFLqE5PLQ5R5ZLe...NV8EfAeNxzFEbfJbvzLbcCabt7BLDPP7FCMtLURcDm7k7m4HZCG3To9YT6WNfixjwznsCRhwimBbRKbsYZUVt6uNe8Cwth1DVKrLCnF6aduPZPKDwZKmJSTbQi.png

ধাপ- ১

প্রত্যেকট অংশ যেন সমান হয়,সেজন্য আগে ৪ টা বৃত্ত এঁকে নিয়েছিলাম।খুব হাল্কা করে দাগিয়েছিলাম তো,ছবিতে তাই অস্পষ্ট দেখাচ্ছে।

IMG20230311183252.jpg

ধাপ-২

মূল আর্টের কাজ শুরু করেছিলাম একদম ছোট বৃত্তকে কেন্দ্র করে।যেমনটা নিচের ছবিতে দেখতে পাচ্ছেন।

IMG20230311184214.jpg

ধাপ-৩

এবার লাস্ট বৃত্ত পর্যন্ত কাজ শেষ করে ফেলেছিলাম।মূলত বর্ডারের কাজটা আগে সেরেছিলাম।

IMG20230311184445.jpg

ধাপ-৪

এবার বাদ বাকি অংশ আর্ট করে নিয়ে পেন্সিলের কাজটা শেষ করেছিলাম।

IMG20230311185343.jpg

ধাপ-৫

এবার কালো কলম দিয়ে পুরো আর্টটা নতুন করে দাগিয়েছিলাম।দাগানো শেষে ইরেজার দিয়ে পেন্সিলের বাড়তি দাগগুলো মিশে দিয়েছিলাম।

IMG20230311185601.jpg

IMG20230311190518.jpg

ধাপ-৬

এবার কালার পেন ইউজ করে ফিগারটা রঙ করেছিলাম।

IMG20230311191058.jpg

IMG20230311191458.jpg

ফাইনাল লুক

IMG20230311192535.jpg

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9UUCXtuDz4j3YogH8bYTQ7xEKZH7aDHtXkofFUwqFTCbSMKCNJfvw1YHrxtdy6G5iPWCytZsbrW8WKx.png

কোনো কাজ করার আগে তা নিয়ে মনের মাঝে একটা পরিকল্পনা থাকা আর তার ফলাফল সম্পর্কে উদগ্রীব থাকা স্বাভাবিক।কাজ শেষে আশানুরূপ ফল না পেলে মনটা খারাপ হবে সেটাও স্বাভাবিক।নিজের ভুলটা কোথায় হয়েছিল তা বুঝতে পেরেছি।আশা করি,নেক্সট টাইম খুব ভালো কিছু নিয়ে আসতে পারবো আপনাদের মাঝে।

🌼আল্লাহ হাফেজ 🌼

Cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.14/03/23


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 last year 

খুবই চমৎকার একটা রঙিন ম্যান্ডেলা আর আসবে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। রঙিন কালি ব্যবহার করার ফলে আপনার এই ম্যান্ডেলা টি দারুন হয়েছে। এটা যে কোন মানুষেরই দেখতে অনেক ভালো লাগবে।

 last year 

খুব ভালো লাগলো আপনার অনুভুতি জেনে।ভালোবাসা নিয়েন।

 last year 

এতদিন সবার পেন্সিল দিয়ে এবং কলম দিয়ে ম্যান্ডেলা আর্ট দেখেছি আজকে প্রথম তোমার রঙিন মেন্ডেলা আর্ট টি দেখলাম বেশ ভালো লাগলো। তুমি কিন্তু অনেক সুন্দর আর্ট করতে পারো।ধন্যবাদ রঙ্গিন একটি ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

ভাবি মানুষ এতো প্রশংসা করলে তো উড়ে যেতে ইচ্ছা করে🐸।
ধন্যবাদ অনেকগুলা🥹।

 last year 

এই ধরনের রঙিন মেন্ডেলার চিত্র অংকন দেখতে খুবই সুন্দর লাগে। আসলে এই ধরনের কাজ নিজের দক্ষতা বাড়িয়ে তোলে। আপনি অনেক সময় ব্যয় করে খুব সুন্দরভাবে পেন্সিল দিয়ে প্রথমে মেন্ডেলার চিত্র অঙ্কন করে রঙিন করেছেন দেখতে খুবই সুন্দর লাগলো।

 last year 

ধন্যবাদ ভাইয়া,পাশে থাকিয়েন❤️।

 last year 

যাইহোক মনখারাপ থাকলে মন ভালো করার বেশ ভালো একটা পদ্ধতি। আর মন খরাপ থেকে যদি ভালো কিছু হয়, তাহলে মন খারাপ করা ভালো।

 last year 

কথাটা ভালো লাগলো।ধন্যবাদ🤭।

 last year 

রঙিন ম্যান্ডেলা আর্ট গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। চমৎকার ভাবে ম্যান্ডেলা ফুটিয়ে তুলেছেন। আপনার কাছে থেকে এধরনের ম্যান্ডেলা আশাকরি করছি। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 last year 

দোয়া রাখবেন, ইনশাল্লাহ ভালো কিছু আনতে পারবো।

 last year 

আপনার মত আমিও কখনো রঙিন ম্যান্ডেলা আর্ট করিনি। কিন্তু আপনি মন খারাপ থাকলে আর্ট করেন, তা জেনে অবাক হলাম। কিন্তু আমি ম্যান্ডেলা আর্ট করলে মন খারাপ হয়ে যায়। কারণ অনেক সময় এবং ধৈর্য দিয়ে আর্টগুলো করতে হয় এজন্য। আমার কাছে কিন্তু দারুণ লেগেছে।

 last year 

অনেকেই বলে,মন খারাপ থাকলে আর্ট কেমনে করিস!তবে আমার কেনজানি ওটাতেই ভালো লাগে😁।ধন্যবাদ ভাইয়া।

 last year 

ভাইয়া আপনার রঙিন ম্যান্ডেলা আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুবই চমৎকার একটি ম্যান্ডেলা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ম্যান্ডেলা তৈরির প্রতিটি ধাপ গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপন করেছেন।এটা দেখে দেখে যে কেউ সহজেই ম্যান্ডেলাটি আর্ট করতে সক্ষম হবে ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর ম্যান্ডেলা পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

অনুভূতি জেনে ভালো লাগলো আপু,ভালোবাসা নিয়েন।

 last year 

রঙিন ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে ভাইয়া। আপনি কিন্তু দারুণ এঁকেছেন। আপনার অংকনের হাত অসাধারণ। প্রতিটি ধাপ দারুন ভাবে তুলে ধরেছেন এবং সুন্দর করে এই আর্ট করেছেন দেখে ভালো লাগলো। সব সময় চেষ্টা করবেন এরকম দারুণ দারুণ আর্ট শেয়ার করার জন্য। অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

এতো প্রশংসা শুনে জাস্ট উড়ে গেলাম🥲।ধন্যবাদ।

 last year 

ম্যান্ডেলা আর্টগুলো বরাবরই অনেক সুন্দর হয়। আপনি ভিন্ন ভিন্ন কালার পেন দিয়ে খুব সুন্দর করে ফুলের। মাঝে ম্যান্ডেলা আর্ট করেছেন। ধাপে ধাপে সেটা সুন্দর করে দেখিয়েছেন।।ধন্যবাদ আপনাকে 🍃

 last year 

আপনাকেও ধন্যবাদ এতো সুন্দর মন্তব্যের জন্য 🌼❤️‍🩹।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 57190.65
ETH 2409.68
USDT 1.00
SBD 2.28