দায়িত্ব নিতে শিখছি

in আমার বাংলা ব্লগ3 years ago

দায়িত্ববোধ, অত্যন্ত জটিল এবং কঠিন একটি গুণ।যা,প্রতিটি মানুষের মাঝেই থাকা উচিৎ। বয়স বাড়ার সাথে সাথে দায়িত্বের পরিমাণ বেড়ে যায়।
গত তিন বা চারদিন থেকে বিষয়টা খুব ভালোভাবে বুঝতেছি,এটাও বুঝতেছি যে বাবা-মা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য।চারদিন আগের ঘটনা।রাত তখন ১ টার মতো বাজে।হঠাৎ ফোন বেজে উঠলো।ঘুম চোখে নাম না দেখেই ফোন রিসিভ করে শুনি বাবার কন্ঠ।আমি ভেবেছিলাম বাবা বাহিরে থেকে ফোন করেছে কিন্তু বাবা অন্য ঘরেই ছিল।হঠাৎ করেই প্রচন্ড জ্বর আসছিল যার জন্য ও ঘর থেকে উঠে এ ঘরেও উঠে আসতে পারেনি।সেজন্য ফোন করে বলেছিল আম্মুকে পাঠায় দিতে।আম্মু গিয়ে বাবার সেবা-যত্ন করছিল।
environmental-4386105_640.jpg
Link
ঐ রাতেই আবার ৩ঃ৪০ এর ওদিক ভাই কান্না করতে করতে ঘুম থেকে উঠেছিল।কান নাকি খুব ব্যাথা করছিল। তারপর আর ঘুম নেই কারোরি।আম্মু বাবাকে নিয়ে ছিল আর আমি ভাইকে। দিনের বেলা দুজনের অবস্থাই আরো খারাপ হতে শুরু করেছিল। আমি ডাক্তারের কাছে গিয়ে দুজনের যাবতীয় সমস্যার কথা বলে ঔষধ এনেছিলাম।ভাই ঐদিনই কিছুটা সুস্থ হলেও বাবার কোনো উন্নতিই হইছিলো না।সেজন্য বাবার অনেক কাজই আমায় করতে হইছিল।বাজার করা,দু-একটা দোকানে যাওয়া,ঔষধ আনাসহ আরো বেশ কিছু কাজ করতে হয়েছে মানে এখনো হচ্ছে।
দুদিন পর বাবা হাল্কা একটু সুস্থ।তারপরেও বাইরে বের হয়নি।গতকাল স্কুল থেকে ফিরে এসে দেখি আম্মু শুয়ে আছে বিছানায়। অসময়ে শুয়ে থাকতে দেখে বললাম,কিছু হইছে কি?বললো না,কিছু হয়নি।একটুপরেই বুঝতে পারলাম শ্বাসকষ্ট হচ্ছে আম্মুর।গায়ে হাত দিয়ে দেখি জ্বরও আসছিল।ভাই আর বাবার পাশাপাশি এবার আম্মুও অসুস্থ হয়ে পরলো।তিনজনের দায়িত্ব আমার একার। বাবা আর ভাইয়ের কাজগুলো করতে পারলেও আম্মুর কাজগুলো ক্ল্রা খুব কষ্টকর।খাওয়ানো থেকে শুরু করে প্লেট ধোয়া সব করতে হচ্ছে।ঘর ঝাড়ু দেয়া থেকে মোছা।তবে রান্না করতে একটুও পারিনা।তাই রান্নাও হয়নি।হোটেলে চলছে খাওয়া দাওয়া।আম্মু খাইতেও পারতেছেনা।সবার দেখাশুনার দায়িত্ব নিয়ে বুঝতেছি যে যন্ত্রনা কাকে বলে।বাবা-মা যে কি অমূল্য সম্পদ হাড়ে হাড়ে টের পাচ্ছি।
এখনো আম্মু ভীষন অসুস্থ।রাতে একটুও ঘুমাইতে পারেনি।সবাই দোয়া করবেন যাতে সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে।

cc.@farhantanvir
date. 17/09/21

Sort:  

আপনার পোস্টটি পরে আমি সত্যিই বিষন্ন হয়ে গেছি।এরকম একটা পরিস্থিতি সামলানো খুবই কষ্টকর।

ভাই আর বাবার পাশাপাশি এবার আম্মুও অসুস্থ হয়ে পরলো।তিনজনের দায়িত্ব আমার একার।

এটা খুবই করুন ভাই, কিন্তু কি আর করার অসুখ বিসুখ তো আল্লাহ দিবে আল্লাহ সারাবে।দোয়া করি আল্লাহ আপনার পরিবারকে সুস্থতা দান করুন।ভালো থাকুন আপনিও❤️

 3 years ago 

ভালোবাসা রইলো ভাইয়া💙

 3 years ago 

একটা কথা আছে বাবা-মা নেই বটগাছ। যার বাবা নেই সেই বুঝে পৃথিবীটা কত কঠিন। আর দায়িত্ব সে তো অনেক কঠিন ব্যাপার। সবাই দায়িত্ব নিতে পারে না। আর সবাই দায়িত্ব নিলেও দায়িত্ব পালন করতে পারে না। দায়িত্ব পালন করতে গেলেও যোগ্যতা লাগে। ভাইয়া আপনি তো মাত্র দায়িত্ব কি জিনিস দায়িত্বের একটু আঁচ পেয়েছেন। আর মা তোমায় মা কি তুলনা হয়। যাক অবশেষে আর কী বলবো আপনি যে পরিস্থিতি মোটামুটি সামনে নিয়েছেন এটা অনেক বড় বিষয়। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া

 3 years ago 

🙂দোয়া রাখবেন ভাই,😔

 3 years ago 

আপনার বাবার জন্য দোয়া রইলো।ভাই পোস্টি পরে কিছুটা বিষন্নিত আমি।আল্লাহ সহায় হোন।

 3 years ago 

☹️☹️,,ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

দায়িত্ব প্রতিটি ছেলের নেওয়া জরুরি। এটি সবার পরিবারে ভূমিকা পালন করে। কখন যে হঠাৎ করে দায়িত্ব এসে যায় নিজেও তা বলা যায় না। দায়িত্ব নিবে না নিবে না বলা ছেলেটাও বড় হয়ে দায়িত্ব পালন করে। আল্লাহ আপনাকে সঠিকভাবে দায়িত্ব পালনের তৌফিক দান করুক। আমিন

 3 years ago 

আমিন😊

 3 years ago 

তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি। দোয়া করি তোমার মা বাবা এবং ভাই যেন খুব দ্রুতই সুস্থ্য হয়ে যায়। এবং বাবা মায়ের অসুস্থতা যে একজন সন্তানকে কতোটা কষ্ট দেয় সেটা আমি জানি। উনাদের সুস্থতা কামনা করছি।।

 3 years ago 

আমিন,💙

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60925.88
ETH 2688.98
USDT 1.00
SBD 2.46