ক্ষুদ্র প্রচেষ্টা

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,


আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।

IMG20230327011539.jpg

গল্পটার শুরু ২০২১ সালের রমজান মাসে।ফেসবুকে অবসর সময় পার করছিলাম।এমন সময় অপ্সরার ম্যাসেজ এলো।
একটা কাজ করলে কেমন হয়?আমরা ফ্রেন্ডরা মিলে যদি এখান ওখান থেকে টাকা পয়সা কালেক্ট করে একদিন গরীব-দুঃখীদের ইফতার করাতে পারি?
যেহেতু,এই কাজগুলোর প্রতি আমার অনেক আগে থেকেই একটা আবেগ কাজ তাই সাত পাঁচ না ভেবে এক কথাতেই রাজি হয়েছিলাম।তারপর টিমে আরো বিশ্বস্ত এবং কর্মঠ দুই চারজন বন্ধু-বান্ধবকে এড করে একটা মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করে ডিসকাশন শুরু করেছিলাম।

আলহামদুলিল্লাহ,সবাই বেশ ভালো সাড়া দিয়েছিল তাতে।প্রত্যেকেই তাদের বেস্টটা দিয়ে কাজ শুরু করেছিলাম।ফেসবুকের কল্যাণে প্রচারণায় খুব একটা বেগ পেতে হয়নি।প্রত্যেকে নিজেদের প্রোফাইল থেকে স্টোরি,স্ট্যাটাস দিতাম এবং একটা সময় এসে সম্মিলিতভাবে একটা পেইজ ক্রিয়েট করেছিলাম আর নাম দেয়া হয়েছিল ক্ষুদ্র প্রচেষ্টা ।প্রথমবার মূলত এভাবেই প্রচারণা চলেছিল।

IMG20230327011551.jpg

প্রথমবারেই যে আমরা এতো ভালো রেস্পোন্স পাবো আশা ছিলনা।সব মিলিয়ে প্রায় দশ হাজার টাকা কালেক্ট করতে পেরেছিলাম সেবার।আর একটা নির্দিষ্ট দিনে প্রায় ১০০ লোকের ইফতারের আয়োজন করেছিলাম।যতদূর মনে পরে তাতে খুব সম্ভবত একটা বৃদ্ধাশ্রমে কিছু ইফতার দেয়া হয়েছিল আর কিছু ইফতার আমরা রাস্তায় ঘুরে ঘুরে দিয়েছিলাম।

ধারাবাহিকতা জারি রেখে গতবার আরো ভালোভাবে সব কাজ করেছিলাম আমরা।আর কালেকশন পূর্বের তুলনায় অনেকটাই হয়েছিল।সেবার প্রায় ১৬/১৭ হাজার টাকা আমরা তুলেছিলাম।আর ফলস্বরূপ ১৫০ মানুষের ইফতার আয়োজনের পাশাপাশি সেমাই,চিনি আর গুড়া দুধও দিতে পেরেছিলাম।
আমাদের এইচ,এস,সি এক্সাম আর তিন মাস পর।তাই এবার আমরা কাজ করতে পারবো কিনা এটা নিয়ে সংশয়ে ছিলাম।তবে আল্লাহর রহমত আর আমাদের ইচ্ছাশক্তির জোরে সেই সংশয়টা দূর হয়েছে।আমরা সবাই মিলে এবারো কাজটাতে শামিল হয়েছি।

IMG20230327011601.jpg

বর্তমান প্রেক্ষাপটে সব জিনিসের দাম তো আকাশ ছোঁয়া। তাই এবার আমাদের প্রচারণা এবং কালেকশনের কাজে ফোকাস করতে হবে বেশি।আলহামদুলিল্লাহ,এখন থেকেই কালেকশন শুরু হয়েছে।

আমাদের প্ল্যান অনুযায়ী এবার আমরা আমাদের প্রাইভেট গুলো থেকে টাকা তোলার জন্য কিছু বক্সের ব্যবস্থা করেছি।আশা করি,বর্তমান বাজার অনুযায়ী গতবারের মতো এবারো ভালো মানের একটা কাজ আমরা করতে পারবো।

IMG20230327011615.jpg

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9GYkLeJnew7bGkZMcQhpUsb9FKBp1Ac9v1VQQgvoikPF8KRCLkW3TPkop1QH...aicMu5N5hPSsE87ct6mzz7fQ271o8NPBM8pSEAcds1Tmns2b9sX7TtXE4zLQjaGRSbaXRGBXjo96fgMESbU8aYA9nyP591uLxXs7AUaBc6WbX6b8xxv23NGgw8.png

দিনশেষে আমার কাছে এই কাজগুলো মানসিক প্রশান্তি। তাই কাজগুলো করতে আমার বেশ আনন্দই লাগে।আর সত্যি বলতে টিমমেট গুলো কো-অপারেটিভ হওয়ায় কাজে একটু বেশিই শান্তি লাগে।দোয়া রাখবেন আমাদের জন্য।এবারেও যেন আমরা কিছু মানুষের মুখে হাসি এনে দিতে পারি।মন্দার বাজারে এটাই হবে আমার বা আমাদের সবচেয়ে বড় খুশির কারণ।

সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।

🌼আল্লাহ হাফেজ।🌼

Cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.27/03/23


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

সত্যিই এটা মহৎ উদ্যোগ ছিল ক্ষুদ্র প্রচেষ্টা অনেক মানুষকে হাসি ফোটায়। যে হাসিটা কোটি টাকার চেয়ে মূল্যবান। আপনারা যে উদ্যোগটি গ্রহণ করেছেন সেটার সফলতা পেয়েছেন। আসলেই ভাল উদ্যোগ নিলে সেটা সফল হবেই অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

দোয়া রাখবেন ভাই🥰।

 2 years ago 

এমন মহান উদ্যোগের জন্য আপনাকে আমি স্যালুট জানাই। আসলেই আমাদের সমাজে বড় বড় কথা বলার মত মানুষ আছে কিন্তু মাঠে নেমে কাজ করার মত কজন আছে। আপনারা কয়েকজন মিলে এত সুন্দর একটি উদ্যোগ দিয়েছেন ২০২১ সাল থেকে, জেনে আমার অনেক ভালো লাগছে। এতে করে গরিব মানুষ কিছুটা হলেও সহায়তা পাবে। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপু,দোয়া রাখবেন আমাদের জন্য।

 2 years ago 

অসাধারণ একটা কাজে যোগদান করেছেন ভাই।ব্যাপারটা আমার ব্যক্তিগত ভাবে খুবই ভালো লেগেছে।আপনি আর আপনার ফ্রেন্ডরা মিলে একটা সংগঠনের মত কাজ করছেন।২০২১ সাল থেকেই এই ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে সফল হয়েছেন।আশাকরি এবারও সফল হবেন।তবে এভাবে যদি সকলেই উদ্যোগ নেয় তাহলে সমাজটা আরও একটু সুন্দর হবে আশাকরি।

 2 years ago 

ছোট ছোট অংশ থেকেই শুরু হোক, দেখি কতদূর এগোতে পারি আমরা।ধন্যবাদ ভাই❤️।

আপনার এই মহৎ উদ্যোগকে অবশ্যই সম্মান করি। আমি আশা করি আপনার এই প্রচেষ্টা অবশ্যই সাফল্যমন্ডিত হবে। আমাদের একটা টিম রয়েছে যারা শীতকালে গরিবদের মাঝে শীতের বস্ত্র বিতরণ করে। আর আপনি তো অন্যের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করছেন। এর থেকে ভালো কিছু আর হতে পারেনা ভাই।😊

 2 years ago 

ধন্যবাদ ভাই,দোয়া রাখবেন🧡।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.039
BTC 93230.61
ETH 3270.53
USDT 1.00
SBD 3.26