আচমকাই অতিথীর আগমন

in আমার বাংলা ব্লগ3 years ago

গতকাল ছিল প্রতিমা ভাসানোর দিন মানে দশমী আরকি।আগেই বলেছি বাসার আশেপাশে প্রচুর হিন্দু ধর্মাবলম্বী লোকের বসবাস।তাই,বিকেল বেলাটা বাসার গলিতে দাঁড়ায় থেকে ওদের সিদুর খেলা,ধনুচি নাচ এগুলো দেখছিলাম।মিনিট বিশেক ওখানে সময় কাটানোর পর কি একটা ভেবে আবার বাসায় এসেছিলাম।বাসায় এসে দেখি আমার ঘরের জানালার পাশে একটা কবুতর বসে আছে।প্রথমে ভেবেছিলাম উড়ে যাবে।কিছুক্ষন পর দেখি আবার ওখানে।এটা সেটা কথা বললাম দূর থেকে,তালি দিলাম তাও গেলোনা।কাছে গিয়ে দেখি ডানায় সমস্যা।উড়তে পারছে না।
IMG20211015164506.jpg

IMG20211015164646.jpg

কিছুক্ষন ভেবে চিন্তে একটা জুতার বাক্স এনেছিলাম।মুভির ভেতর দেখি ওরকম বাক্সের ভেতর পাখি রেখে দেয়।তাই ভাবলাম আমিও বাক্সেই রাখি।
IMG20211015165356.jpg
একটু পর আম্মু আসলো বাসায়।আম্মুকে সব বললাম।তারপর আম্মু একটা বড় আকারের ডালা আর পুরোনো একটা সোফার ফম দিয়েছিল আমায়,সাথে সামান্য কিছু চাল।ফমের উপর চাল দিয়ে কবুতরটিকে রেখে উপরে ডালা দিয়ে ঢেকে দিয়েছিলাম।
IMG20211015165501.jpg
রাতে শোয়ার আগে ওর সাথে কিছুক্ষন বকবক করেই ঘুমিয়েছিলাম।
সকালে উঠে আগে ওর কাছেই গিয়েছিলাম।মাথার মধ্যে হঠাৎ করেই শয়তানি বুদ্ধি আসছিল।ইউটিউব থেকে পিজিওন সাউন্ড প্লে করেছিলাম।সাউন্ড শুনেই ডালার ভেতরে ওর নড়াচড়া শুরু হয়ে গিয়েছিল।বেশ কিছুক্ষন মজা নিয়ে প্রাইভেটের দিকে এসেছিলাম।এখন হয়তো ঝিমাচ্ছে।

cc.@farhantanvir
shot on. Oppo f19 pro
Location
Date. 16/10/21

Sort:  
 3 years ago 

খুব ভালো লাগলো কারণ আপনি একটি অসহায় পাখিকে সেবা করছেন, খাওয়াচ্ছেন, যত্ন নিচ্ছেন। ব্যাপারটা সত্যিই খুব প্রশংসনীয়।
আশা করছি কবুতরটি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আপনার যত্নে।

 3 years ago 

ইনশাল্লাহ 🥰

 3 years ago 

আপনি খুব একটা ভাল কাজ করেছেন। অনেকেই আছে এরকম অসহায় পাখি দেখলে আরো বেঁধে রাখে। কিন্তু সেটাকে যত্ন করা, সুস্থ করে তোলা এটা সত্যিই প্রশংসনীয় ছিল।

 3 years ago 

ধন্যবাদ ভাই🥰ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি পোষ মানিয়ে ফেলবো😊

 3 years ago 

চমৎকার গল্প ছিল। এবং আপনার অতিথিকে আমিও স্বাগত জানাই আপনার রুমে। আপনি যে আপনার অতিথিকে যথেষ্ট আপ্যায়ন করেছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

 3 years ago 

বলে দেখি তাকে,আপনার ঘরে যায় কিনা😅

 3 years ago 

পাঠিয়ে দিয়েন আপনার মত আমিও অনেক অনেক সেবা করবো প্রিয় অতিথি কে

 3 years ago 

উড়াল দিলো বলে🥰

অনেক অসংখ্য ধন‍্যবাদ দুঃখি পাখিকে সহায়তার হাত বাড়িয়ে দেয়ার জন‍্য। ব্যাপারটা সত্যিই খুব প্রশংসনীয়।
ইনশাআল্লাহ কবুতরটি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আপনার যত্নের মাধ্যমে। কবুতর এবং আপনার প্রতি ভালোবাসা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাই, ভালোবাসা নিয়েন 🥰

 3 years ago 

আপনি খুব ভালো একটি কাজ করেছেন। একটি অসহায় প্রানী কে সাহায্য করেছেন। আপনার কাজটি সত্যি প্রশংসার দাবিদার। মাঝে মাঝেই আমাদের বাসার বারান্দায় পাখি বাসা বাঁধে । বাচ্চা হয়। আমি ওদের বিরক্ত করি না। একবার বাচ্চাদের ঠিক করতে গিয়েছিলাম, পরে আর পাখি ওই বাচ্চা নেই নি। রেখে চলে গিয়েছিল।

 3 years ago 

তো পরে সেই বাচ্চার কি হলো?🤔

 3 years ago 

বাচ্চাটি আমার বাসার বুয়া নিয়ে গিয়েছিল। বুয়ার ছেলে খাওয়াই দিত। ওপরে উড়া শিখে চলে গিয়েছিল।

 3 years ago 

ভাই যে ব্যক্তি অন্য প্রানীকে সহযোগীতা করে সৃষ্টি কর্তা তাকে সাহায্য করেন। খুব ভালো লেগেছে এই ভাবে যত্ন নিলেন। অনেক অনেক ভালো কিছু আপনার সাথে হোক এই দোয়া রইল।❣️❣️❣️❣️🙏🙏🙏

 3 years ago 

আমিন,আপনারো ভালো হোক সবকিছুতে🥰

 3 years ago 

কবুতরটি দেখতে অনেক সুন্দর লাগছে। আমার মনে হয় কবুতরটি অসুস্থ ছিল। সেজন্যই আপনার জানালার পাশে বসে ছিল। পশুপাখি আমার খুব পছন্দের তাদের সাথে সময় কাটাতে ভালো লাগে।শুভকামনা রইল আপনার জন্য ভাই।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া ☺️

 3 years ago 

সুন্দর কবুতর, আমি এটা ভালবাসি।
কারণ আমি কবুতরও পালন করি।

 3 years ago 

অনেক ভালো স্বভাব,উপায় থাকলে আমিও করতাম।আর যাইহোক,এরা বেইমানি করে না কখনো।

 3 years ago 

হ্যাঁ, এটা নিশ্চিত।

 3 years ago 

আমরা মানুষ আর মানুষ হিসেবে প্রতিটা প্রাণীর যত্ন করাটা আমাদের উচিত, আপনি অনেক সুন্দর একটি কাজ করেছেন। সত্যিই প্রসংশা পাওয়া যোগ্য আপনি। মহৎ কাজের মাধ্যমে আপনি আপনার মানসিকতার পরিচয় দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ 💜💜

 3 years ago 

ভালোবাসা নিয়েন ভাই 🥰

 3 years ago 

কবুতরটি বেশ সুন্দর ভাই। যেহেতু এটা আপনার কাছেই নিজে নিজেই এসেছে। যদি এর মালিকানা পান তবে আপনি একে যত্নআত্তি করিয়েন। তবে জোড় নেওয়ার জন্য আরেকটি কিনা ভালো হবে। আর আপনার ইদানীং আগে থেকে কমেন্টের সংখ্যা বেড়েছে আরেকটু ভালোভাবে কাজ করুন আশা করি আপনার দিকে আমরা সুদৃষ্টিতে তাকাবো।

 3 years ago 

ধন্যবাদ ভাই,আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চটা দেয়ার🥰

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 66670.04
ETH 3497.56
USDT 1.00
SBD 2.71