জেলা শিল্পকলা একাডেমি অঙ্গনের কিছু আলোকচিত্র(১০% টু শাই-ফক্স)
আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।
মেস থেকে একটু দূরেই বগুড়া জেলা শিল্পকলা একাডেমি রয়েছে।বেশ অনেকবড় এলাকা জুড়ে বিস্তৃতি হওয়ায় সময় কাটানোর জন্য বেশ ভালো একটা পরিবেশ আছে ওখানে।বছর খানেকের বেশি সময় হয়েছে বগুড়ায় এসেছি।তবে ওদিকে কখনো যাইনি।কেন যাইনি তা নিজেও জানিনা।
চলুন ফটোগুলো দেখা যাক-
ফটো-১
সেদিন ফিজিক্স প্রাইভেট পড়ার পর একটু সময় বেঁচেছিল।মিনিট ২০ এর মতো।আর প্রাইভেট থেকে শিল্পকলা একাডেমিটা আরো কাছে।তাই ভাবলাম একটু ঘুরে আসি।
প্রথম ছবিট হলো মূল ফটক।ভেতরে ঢোকার ইচ্ছা থাকলেও নিষেধাজ্ঞা দেয়া ছিল।তাই আর ভেতরে যেতে পারিনি।
ফটো-২
এটা তো সবাই চিনেনই,জবা ফুল।সীমানার চারপাশ দিয়ে একটা নির্দিষ্ট জায়গা জুড়ে তারকাটা দিয়ে ঘেরাও করে এমন অনেক ফুলের গাছ সহ বেশ কিছু শোভাবর্ধনকারী গাছ ছিল।
ফটো-৩
শীত বিরাজ করবে আর কোথাও গাদা ফুল থাকবেনা,এটা অসম্ভব।ছোট বড় বেশ অনেক রকমের গাঁদাফুলের গাছ ছিল।গাঁদা ফুলে ভেরিয়েশন কম থাকায় আমার কাছে খুব একটা ভালো লাগেনা।
ফটো-৪
আমার সবচেয়ে প্রিয় ফুল এটি।এর গন্ধ এতোটা ভালো লাগে যা বুঝানোর মতো না।গাছ থেকে অপ্রয়োজনে ফুল ছেড়ার বাজে অভ্যাসটা আমার নেই,তবে এই গাছ দেখলে ফুল না ছিড়ে থাকতে পারিনা।
ফটো-৫
ডালিয়া ফুল।ছোট বেলা থেকে সবচেয়ে বেশি প্যারা দিয়ে আসছে এই ফুল আমায়।বাংলা বইয়ের কোনো না কোনো কবিতা বা গল্পে এই ফুলের নাম থাকবেই।আর সেগুলো থেকে প্রশ্ন হলে তাতে লেখা থাকতো,কি রঙ এর ডালিয়া ফুল ছিল অথবা কোন ফুলের নাম উল্লেখ আছে?
যেহেতু কাটাতারের এপার থেকে ছবি তুলতে হয়েছিল তাই জুম করার জন্য ছবিটা খুব একটা ক্লিয়ার আনতে পারিনি।
ফটো-৬
এভাবেই বেশ অনেকবড় একটা সারি ছিল গাঁদাফুলের।পুরো সারিটা ফ্রেমে আনার পর দেখলাম খুব একটা ভালো রেজাল্ট আসেনা,তাই ছোট একটা অংশ ফ্রেমে এনেছিলাম।
ফটো-৭
Cycas গোত্রের কোনো একটা প্রজাতি হবে এটা।সত্যি বলতে এই ছবিটা তোলার উদ্দেশ্য এখানে দেয়া ছিলনা।নগ্নবীজী উদ্ভিদ পড়ার সময় এটা নিয়ে পড়তে হয়েছিল।তাই বায়োলজি প্রাইভেটে দেখানোর জন্য এই ছবিটা তুলেছিলাম।
আজকের আয়োজন এই পর্যন্তই।আশা করি ছবিগুলো ভালো লাগবে আপনাদের কাছে।শীত কাটুক সবার ভালোভাবে।
সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।
Cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.20/01/23
ফিজিক্স প্রাইভেট শেষে জেলা শিল্পকলা একাডেমিতে খুবই চমৎকার একটি মুহূর্ত অতিবাহিত করেছেন যেটা আপনার এই সুন্দর ফটোগ্রাফি দেখেই বোঝা যাচ্ছে। সেখানে গিয়ে খুবই সুন্দর সুন্দর মনোমুগ্ধকর কিছু ফটোগ্রাফি তুলেছেন এবং সেগুলো আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার এই সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।
ভালোবাসা নিয়েন ভাই।
পোস্ট পড়ে প্রথমে মনে হয়েছিল জেলা শিল্প কলা একাডেমি তে এক নয় হয়তো কোন প্রিয় মানুষের সাথে গিয়েছিলেন। বাকীটা জানিনা। তবে মূল ফটক দিয়ে ভিতরে না প্রবেশ করতে পারলেও আপনি দেখছি জানা আর অজানা কিছু ফুলের ফটোগ্রাফিও করে নিয়েছেন। বেশ বুদ্ধিমান তো আপনি। খুব সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো।
না আপু,একাই গিয়েছিলাম।ধন্যবাদ।
বগুড়ার শিল্পকলা একাডেমী ত অনেক সুন্দর। এত কাছে থেকেও এতদিন দেখতে যাননি। অনেক রকমের ফুলগাছ এবং সুন্দর ফুল দিয়ে সাজানো শিল্পকলা একাডেমীর প্রাঙ্গণ। ৪ নাম্বার ফটোগ্রাফির ফুলের নাম সম্ভবত গন্ধরাজ এবং এই ফুলের গন্ধ অসাধারণ। গোলাপের গন্ধের পর আমার গন্ধরাজ ফুলের গন্ধ বেশি ভাল লাগে। ডালিয়া এবং লাল জবা ফুলের গন্ধ না থাকলেও দেখতে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ ভাইয়া।
আমার কাছেও ওই ফুলটার গন্ধ অনেক ভালো লাগে।ধন্যবাদ আপনাকেও।
ভাইয়া মেসের পাশে থাকার পরেও বছর খানেক পরে এত সুন্দর ফুল গুলো আমাদের মাঝে শেয়ার করলেন। যায়হোক সব গুলো ছবিই অসাধারন হয়েছে। তবে ফুলের ছবি মনে হয় সবসময় বেশি সুন্দর হয়। কারন ফুল সত্যিই অনেক সুন্দর। ধন্যবাদ ভাইয়া।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া 😊।