এসো নিজে করি-কার্ডবোর্ড দিয়ে বাড়ি তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

শুভ সকাল।আশা করি,মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন।আমিও ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে এসো নিজে করি সপ্তাহের দ্বিতীয় পোস্ট নিয়ে হাজির হয়েছি।

কথা না বাড়িয়ে শুরু করিঃ-


ক্রাফটের নামঃকার্ডবোর্ড দিয়ে বাড়ি তৈরি
প্রয়োজনীয় উপকরণঃ

  • কার্ডবোর্ড
  • কাচি
  • গ্লুগান
  • মাপকাঠি
  • সুপার গ্লু
  • টুথ পিক
  • রঙিন কাগজ
  • IMG_20210911_102640.jpg

    কার্যপদ্ধতিঃ

    ধাপ-১ঃ
    সুবিধাতো মাপ নিয়ে ছোট করে একটি অংশ কার্ডবোর্ড থেকে কেটে নিতে হবে।সেই কাটা অংশের সমান করে আরো নয়টি অংশ কেটে নিতে হবে।মানে একই মাপের মোট ১০ টি অংশ হবে আরকি।

    IMG20210823122000.jpg

    ধাপ-২ঃ
    এবার কেটে নেওয়া দশ টুকরো থেকে দুইটি দুইটি করে কোনাকানি আকারে জোড়া লাগিয়ে দিতে হবে।দেখতে কিছুটা নিচের ছবির মতো হবে।বলা চলে এগুলো ঘরের খুটি হিসেবে কাজ করবে।
    IMG20210823122538.jpg

    ধাপ-৩ঃ
    খুটিগুলোকে সরিয়ে রেখে কার্ডবোর্ড থেকে ২০/২০/১২/১২/৮/৮সে,মি মাপে একটি অংশ কেটে নিতে হবে।নিচের ছবিটি দেখিলে পরিষ্কার বুঝতে পারবেন।
    IMG_20210911_063006.jpg

    ধাপ-৪ঃ
    ২০সে.মি. মাপ নিয়ে বর্গাকৃতির দুইটি বোর্ড কেটে নিতে হবে। যার এক পাশের মধ্যবিন্দু থেকে নির্দিষ্ট একটি দুরুত্ব পর্যন্ত দুই পাশে কেটে নিতে হবে।দেখতে নিচের ছবির মতো হবে।
    IMG_20210911_071628.jpg

    ধাপ-৫ঃ
    ১২/১১ সে.মি. মাপের দুইটি বোর্ড কেটে নিতে হবে।
    IMG_20210911_071701.jpg

    ধাপ-৬ঃ
    চার নং ছবির মতো করে যে অংশ দুইটি কাটা হয়েছিল তার যেকোনো একটি তে নিচের ছবির মতো করে দরজা জানালা কেটে নিতে হবে।এক্ষেত্রে ইচ্ছামতো মাপ কিংবা আকৃতি দিতে পারেন।দরজা জানালা কেটে নেওয়ার পর আমি রঙিন কাগজ ব্যবহার করে চারপাশে লাগিয়ে দিয়েছিলাম।
    IMG20210823134958.jpg

    ধাপ-৭ঃ
    ধাপ ৪ ও ৫ এ কেটে নেওয়া চারটি অংশকে জোড়া লাগিয়ে দিতে হবে।তারপর উপরের ফাকা জায়গায় প্রয়োজনীয় মাপ অনুযায়ী দুই পাশে দুইটি ফাকা জায়গায় বোর্ড লাভিয়ে দিতে হবে।এতে ঘরের ফ্রেম তৈরি হয়ে যাবে।
    IMG20210823150745.jpg

    IMG20210823150750.jpg

    ধাপ-৮ঃ
    ২ নং ধাপে বানানো খুটি পাচটি ৩ নং ধাপে কেটে নেওয়া বোর্ডের পাচ কোনায় সুপার গ্লু দিয়ে লাগিয়ে দিতে হবে। এ কাজটি আগে করে নিলেও কোনো সমস্যা নেই।খুটি লাগানোর পর ঘরের ফ্রেমটি এর উপির বসায় দিতে হবে।
    IMG20210823151806.jpg

    ধাপ-৯ঃ
    ঘর বসানোর পর অতিরিক্ত যে অংশটুকু থাকে সেটি বারান্দা হিসেবে কাজ করবে।এক্ষেত্রে টুথ পিক দিয়ে নিচের ছবির মতো করে রেলিং বানিয়ে নিতে হবে।
    IMG20210823150732.jpg

    ধাপ-১০ঃ
    এবার রেলিংটি অতিরিক্ত অংশটুকুতে লাগিয়ে দিলেই কাজ মোটামুটি শেষ।
    IMG20210823154655.jpg

    ধাপ-১১ঃ
    এবার একটি সিড়ি বানিয়ে লাগিয়ে দিতে হবে।কাজ শেষ। এরপর যা করবেন তার সবই সৌন্দর্যের জন্য।
    IMG20210824094033.jpg

    IMG20210824094056.jpg
    মাঝে মাঝে সৌন্দর্যের জন্য আমি কিছু কাগজ লাগিয়ে দিয়েছিলাম এবং বারান্দায় দুইটি প্লাস্টিকের গাছ লাগিয়েছিলাম।

    IMG20210911102217.jpg
    আমার তৈরি ঘরসহ আমি @farhantanvir

    আশা করি ভালো লাগবে।সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।

    Cc.@farhantanvir
    Shot on. Oppo f19 pro
    Location
    Date.11/09/21

    Sort:  
     3 years ago 

    বাহ কার্ডবোর্ড দিয়ে তৈরি বাড়িটা ভালো হয়েছে। বিশেষ করে নাম্বার ইন্ডিকেট তো ভালো বুদ্ধি ছিল। তা এই বাড়িতে থাকবে কে????

     3 years ago 

    দেখি কাকে রাখা যায়😁আপনি কিন্তু ট্রাই করতে পারেন😁

     3 years ago 

    বাহ,বাড়িটি দেখতে বেশ সুন্দর লাগছে ত। তবে বাড়িটিকে কালারিং পেপার এ মুড়িয়ে দিলে ভাল হত। নতুন বাড়ির মত লাগত।

     3 years ago 

    এবার প্রথম তৈরি করেছি তো,,খুব বেশি বুঝিনি।ইনশাল্লাহ এর পরে বানালে আরো ভালো করার চেষ্টা করবো।
    ভালোবাসা নিয়েন ভাই ❤️

     3 years ago 

    আপনি একজন ধৈর্যবান মানুষ তার এই পোস্টটি দেখলেই বুঝা যায় কারণ এইসব কাছে আমিও করি এবং আমিও বুঝি যে সব কাজ করতে কতটা ধৈর্যের প্রয়োজন হয়। সত্যি বলতে আপনি খুব সুন্দর ভাবে এটি তৈরি করেছেন এবং বাড়িটি অনেক নিখুত হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল.

     3 years ago 

    আসলেই ভাইয়া,,এই কাজগুলোতে ভীষন ধৈর্যের প্রয়োজন হয়।
    ধন্যবাদ ভাইয়া সময় করে পোস্টটি পড়ার জন্য এবং সুন্দর মন্তব্যের জন্য। ❤️

    কার্ড বোর্ড দিয়ে এত সুন্দর করে বাড়ি বানানো যায়।আপনার পোস্ট দেখেই জানতে পারলাম।খুব সুন্দর হয়েছে।এটা আমার সপ্নের বাড়ির মত।আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

     3 years ago 

    😳জেনে ভাল্লাগলো যে আপনার স্বপ্নের বাড়ি আপনাকে দেখাতে পেরেছি😅

     3 years ago 

    কার্ডবোর্ড দিয়ে বানানো বাড়ি টা সত্যি অনেক সুন্দর হয়েছে ভাই। কার্ডবোর্ড টা রঙ করলে আরো ভাল দেখাবে অনেক।

     3 years ago 

    ধন্যবাদ ভাইয়া,,চেষ্টা করবো রঙ করার❤️

     3 years ago 

    খুব সুন্দর হয়েছে ভাইয়া।এটি অনেক সময়সাপেক্ষে
    একটি কাজ।দারুণ হয়েছে, আপনার জন্য শুভকামনা রইলো।

     3 years ago 

    ধন্যবাদ আপু💙

    Coin Marketplace

    STEEM 0.17
    TRX 0.13
    JST 0.027
    BTC 60925.88
    ETH 2688.98
    USDT 1.00
    SBD 2.46