"রাতশাসান"-মুভি রিভিউ (১০ % টু শাই-ফক্স)

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামু আলাইকুম,


কথা শুরুর আগেই বলতে চাই,আমার লাইফে দেখা বেস্ট মুভির রিভিউ দিতে যাচ্ছি।মনে হয় এখানকার সবাই মুভিটা দেখে ফেলেছেন আর যারা দেখেননি তারা আশা করছি দেখে নিবেন।কারণ,লাইফে এমন একটা মুভি না দেখলে হয়তো থ্রিলার মুভি কি সেটা বুঝবেনই না।
IMG_20221120_232901.jpg

মুভিটি সম্পর্কে কিছু তথ্য

----------
নামরাতশাসান
অরিজিনসাউথ ইন্ডিয়ান
পরিচালকরাম কুমার
অভিনয়েভিষনু ভিষাল,আমালা পাল,সারাভানন,,প্রমুখ
মুক্তি৫ অক্টোবর ,২০১৮
ব্যবধান১৫২ মিনিট
বক্স অফিস২০ কোটি রুপি


হয়তো মনে হতে পারে,এতো পুরাতন মুভি এতো পরে কেন রিভিউ করছি!আজ নিয়ে বোধয় ১৩ বার দেখলাম মুভিটা।১৩ এর কম হবেনা,দুই একবার বেশিই হবে।ভাবলাম,একটা রিভিউ দেয়াই যায়।

সংক্ষিপ্ত রিভিউ-

মুভিটি একজন সাইকো-র সিরিয়াল কিলিং নিয়ে তৈরি।কেন্দ্রীয় চরিত্রে ছিল ভিষনু যার নাম মুভিতে ছিল অরুণ।
IMG_20221120_232327.jpg

অরুণের নেশা ছিল একজন স্ক্রিপ্ট রাইটার হওয়ার।একটা থ্রিলার মুভি বানানোর জন্য দিন-রাত পরিশ্রম করে দেশ-বিদেশের নানান রকম সাইকো-ক্রাইম রিলেটেড ইনফরমেশন কালেক্ট করতো।একের পর এক স্ক্রিপ্ট লিখতো, প্রোডিউসারের কাছে নিয়েও যেতো।কিন্তু ভাগ্যে না থাকলে যা হয়।
IMG_20221120_232304.jpg

মায়ের কথা এবং পুলিশ জামাইবাবুর কথা রাখতে ও পুলিশে পরিক্ষা দেয় আর তাতে সিলেক্ট হয়।
IMG_20221120_232238.jpg

শহরে তখন বার্নিং কোশ্চেন ছিল বাচ্চা মেয়েদের মার্ডার কেইস।১৩-১৫ বছর বয়সী তরুণীদের একের পর এক নৃশংসভাবে হত্যা করা হচ্ছিলো।
জয়েনিং এর পর অরুন এসব ঘটনা খুব ভালোভাবে অবসার্ভ করে এবং সাইকোদের উপর তার অতীতে করা থিসিস কাজে লাগিয়ে এটা বুঝতে পারে যে,এই খুনগুলো যে করছে সে সাইকো।
অরুণ জুনিয়র ছিল বলে সিনিয়র কেউ তার কথায় পাত্তা দিতো না আর তাকে বলতো,তোর স্ক্রিপ্টের ভাবনা তোর কাছেই রাখ।
যে মেয়েগুলোকে মার্ডার করা হতো,মার্ডারের আগে তাদের কাছে একটা গিফট বক্সে পুতুল পাঠানো হতো।আর সেই পুতুলের থাকতো মাথা কাটা,গালে কাটা,চোখ তোলা-মানে নৃশংসতার চরম পর্যায়।আর অবাক করার বিষয় হলো,ওই মেয়েগুলোকে মার্ডার করে ঠিক ওই পুতুলের মতোই অবস্থা করা হতো।

Screenshot_2022-11-20-23-28-25-23_dd712f7e47b9dd52027061ca0025c1ae.jpg

যেহেতু,অরুণের কথা কেউ গায়ে লাগাতো না তাই বলতে গেলে পুরো ইনভেস্টিগেশন ও একাই করতো।মার্ডারের সিরিয়ালে একদিন অরুণের ভাগ্নিও পড়ে যায় আর সেইম পুতুলের মতোই তার অবস্থা করা হয়।

IMG_20221120_232158.jpg

কে এই সাইকো?কেনই বা করছে এই খুনগুলো?কি তার উদ্দেশ্য?
IMG_20221120_232144.jpg
যারা দেখেননি তারা প্লিজ আমার লেখা পড়ে মুভিটা যাচাই করবেন না।জোর করে হলেও সময় বের করে দেখবেন।একটা মিনিটও আপনাকে খারাপ লাগাবেনা।নিজের লাইফের বেস্ট মুভিগুলোর একটা দেখতে যাচ্ছেন।
টুইস্টটুকু স্কিপ করলাম,দেখে নিবেন।আর যারা দেখেছেন নিশ্চয় অভিজ্ঞতা জানাবেন কমেন্টে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9GYkLeJnew7bGkZMcQhpUsb9FKBp1Ac9v1VQQgvoikPF8KRCLkW3TPkop1QH...aicMu5N5hPSsE87ct6mzz7fQ271o8NPBM8pSEAcds1Tmns2b9sX7TtXE4zLQjaGRSbaXRGBXjo96fgMESbU8aYA9nyP591uLxXs7AUaBc6WbX6b8xxv23NGgw8.png

আমার মতামত

আগেই বলেছি আমার দেখা শ্রেষ্ঠ একটা মুভি।প্রত্যেকটা ক্যারেকটার খুব ভালোভাবে নিজেদের কাজ করেছে।সাইকোর ক্যারেক্টারে থাকা লোকটা আরো বেশিই জোশ পারফর্ম করেছে।মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক,প্লেস,সিনেমাটোগ্রাফি সব একদম পারফেক্ট ছিল।আর হ্যাঁ, মুভিটা ইউটিউবে সার্চ করলেই তামিল,হিন্দি এমনকি বাংলা ডাবিং এও পাবেন।ও আরেকটা কথা,অবশ্যই ফ্যামিলি নিয়ে দেখতে পারবেন।

ব্যক্তিগত রেটিংঃ ৯.৫/১০

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZtm3HURy4wug6Rz8y8y6urHgoeNpqLzWBZX71ZQU3cWrxUjsnCvK7pardjuDo...jJcNoSTyF6ap16wMcpHWG1B7ct3gbAnyQRBJFS4kGaYLCJma48KYAjZvNjxcLmsnWXmy6YCuW6UqhhWmjy69pk85FxCYBrtaPdBBduWScUFFxQ8XYYWKibqh3L.png

cc.@farhantanvir
Pictures source:Taken from playit media player as screenshot
Date.21/11/22

🌼আল্লাহ হাফেয🌼

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde1F6oRaKDis6eFNTqaET8soo8NYdtJXnEayXsg3Fx95TFkgLt1et4cn3GmnVY...ntgU63DpkYkb8a3HFVcmr9kVKAUK7GZN8yEenN3RPoyt3RkugeSBeesWqLh65DeovRdHCzQgvqVNscRmK7JWHUg3a1MT1UCEnDHbAXHQJwY5ncdm8YmiPkmd4R.gif

Sort:  
 last year 

অসাধারণ একটি মুভি, আমি দুই তিন বার মনে হয় মুভিটা দেখেছি এত্তো ভালো লেগেছিল তা বলার মতো না। ভিষনু ভিষাল দারুণ অভিনয় করেছিলো।সবমিলিয়ে অসাধারণ ছিল মুভিটা। আজকের পোস্টের মাধ্যমে আবারও মনে হয় নতুন করে মুভি দেখতে পেলাম সেরকম ফিলিং হলো। ধন্যবাদ।

 last year 

ওমন ফিল নিয়ে আসতে পারাটাই আমার জন্য স্বার্থকতা।ধন্যবাদ ❤️

 last year 

ব্যক্তিগতভাবে আমি মুভি পছন্দ করি না, তবে আপনি চমৎকারভাবে মুভির রিভিউ দিলেন। এরকম থ্রিলার মুভি মাঝে মাঝে দেখা হয় তবে এর মধ্যে বেশি রক্তপাত দেখতে অনেক ভয় করে।

 last year 

দেখতে পারেন,অমাইক একটা মুভি।সময় নষ্ট হয়েছে বলে মনে হবেনা।

 last year 

বাহ খুব সুন্দর একটি মুভি রিভিউ দিয়েছেন দেখছি। ভাইয়া পুরোনো মুভি গুলোর কাহিনি কিন্তু খুব সুন্দর ছিল। বর্তমানে দু'একটি ছাড়া তেমন ভালো কাহিনির কোনো মুভি নেই। আমার কাছে পুরোনো মুভি দেখতে খুবই ভালো লাগে। আপনার এই মুভি আমি দেখেছি। এর কাহিনি খুবই সুন্দর। আপনি খুব সুন্দর ভাবে স্কিনশর্ট এর পাশাপাশি কাহিনিও বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মুভি রিভিউ দেওয়ার জন্য।

 last year 

জেনে ভালো লাগলো আপু,ধন্যবাদ আপনাকেও।

 last year 

আমার কয়েকবার দেখা হয়েছে।এই মুভির এত হাইপ ছিল যে প্রথমে হিন্দি ডাব এর অভাবে সাবটাইটেল দিয়ে দেখেছিলাম।আর সেই পরিশ্রম বৃথা যায়নি,সময় টা দারুন কেটেছে।ধন্যবাদ সুন্দর একটি মুভির রিভিউ দেওয়ার জন্য।

 last year 

আমি অবশ্য ফার্স্ট টাইমেই হিন্দি ডাবড পেয়েছিলাম।তাই ওতো প্যারা নিতে হয়নি।

 last year 

মুভিটি এর আগে কখনো দেখা হয়নি এবং ইচ্ছেও জাগেনি। তবে আপনি যেভাবে রিভিউ করেছেন এবং সারমর্ম যেভাবে তুলে ধরেছেন, মুভিটি দেখার ইচ্ছে পোষণ করছি।ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 last year 

অবশ্যই দেখবেন ভাইয়া,না দেখলে বলবো মুভি জগতের একটা বিশেষ মুভি মিস করবেন।

 last year 

না দেখে কি উপায় আছে, আপনি যেভাবে রিভিউ করেছেন দেখার অবশ্যই ইচ্ছে করছে।

 last year 
রতশাসান মুভি আমিও দুইবার দেখেছি। অসাধারণ একটি মুভি। প্রতিটি ক্যারেকটার খুব ভাল অভিনয় করেছে। যে গল্প লিখেছে তাকে জিনিয়াস বলতে হবে। আপনি খুব সুন্দর রিভিউ দিয়েছেন। ধন্যবাদ ভাইয়া।
 last year 

হ্যাঁ এমন মুভি সচারাচর দেখা যায়না।ধন্যবাদ আপনাকেও এতো সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

এই মুভিটি আমি অনেক আগেই দেখেছিলাম ।খুব ভয়ানক অভিনয় ছিল মুভিটিতে। তবে সবচেয়ে বেশি খারাপ লেগেছিল যখন পুলিশ অফিসারের মেয়েকে নিয়ে গিয়েছিল। ক্রিস্টোফার বড় চাল চালিয়েছিল। তার মায়ের রূপ ধরে শেষ পর্যন্ত এই নরপিশাচের কাজ চালিয়ে গিয়েছিল।

 last year 

হ্যাঁ আপু,প্রত্যেকের অভিনয়ই দারুণ ছিল।মহিলা পুলিশটার উপর এতো রাগ উঠতো আমার যেন টেনে ছিড়ে ফেলি ওকে😑

 last year 

আমিও এই মুভিটা অনেকবার দেখেছি।আমার এই মুভিটি অনেক ভালো লেগেছে।মুভিটি দেখার মতই।দেখলে আরেক বার দেখতে ইচ্ছে করে।আপনি মুভিটা সংক্ষীপ্ত ভাবে বর্ণনা করলেও খুব সুন্দরভাবে রিভিউর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 last year 

ধন্যবাদ ভাইয়া, পাশে থাকবেন।

 last year 

এই মুভিটি আমি আগে দুইবার দেখেছি বলছি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি মুভিটির রিভিউ দিয়েছেন দেখে খুবই ভালো লাগছে। আপনার রিভিউ দেখে আমার মুভিটি আবার দেখতে ইচ্ছে করছে। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

আবার দেখুন,নিশ্চয় খারাপ লাগবেনা।আমার তো ১৩ বার পার হয়েছে😑।
ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.32
TRX 0.12
JST 0.034
BTC 64664.11
ETH 3166.18
USDT 1.00
SBD 4.11