চলছে দুর্গোৎসব

in আমার বাংলা ব্লগ3 years ago

হিন্দু ধর্মের প্রধান একটি ধর্মীয় উৎসব হলো দূর্গা পূজা।এখন তাদের সেই উৎসবের সময়ই চলছে।যথাসম্ভব আজ মনে হয় অষ্টমি।আমি আগেই বলেছিলাম,আমার বাসার চারপাশে প্রচুর হিন্দু ধর্মের লোক বাস করে।আর সেজন্যই ছোট থেকে তাদের আচার-অনুষ্ঠান দেখে আসছি।বাসা থেকে মিনিট পাচেকের রাস্তা হেটে গেলেই পূজামণ্ডপ।স্থানীয় বাসুদেব বাড়ি কতৃক সেই পূজোর আয়োজন করা হয়ে থাকে।
পূজামন্ডপের আশেপাশে না গেলেও ছোট থেকেই পূজার মেলাতে সবসময় থেকেছি।কালের পরিবর্তনে হয়তো এখন আর ওতো সময় কাটাই না, তবে যাওয়া যে বাদ দিয়েছি তা না।গতকাল বিকেলে বাসায় বসে এক ঘেয়েমি লাগতেছিল জন্য ভাবলাম মেলায় গিয়ে একটু নাগরদোলায় দোল খেয়ে আসি।কপাল পোড়া হলে যা হয়,গিয়ে দেখি একটা রিং খুলে যাওয়ার জন্য নাগরদোলা কিছুক্ষনের জন্য বন্ধ রাখা হয়েছে।
IMG20211012172556.jpg
কি আর করার?নাগরদোলার আশেপাশে কিছুক্ষন কাটিয়ে মেলার ভেতরটা একবার চক্কর দিয়েছিলাম।পুরো মেলায় লোকজন বেশ ভালোই ছিল।দোকানপাটও ভালোই বসেছে।
IMG20211012173009.jpg

IMG20211012173321.jpg

IMG20211012173337.jpg

IMG20211012173527.jpg

IMG20211012173648.jpg

তখনো সূর্য ডুবেছিলনা।দিনের আলো ছিলই।লোক সেজন্য একটু কম ছিল।রাতে লোক যেমন বেশি থাকে তেমনই ঝারবাতির আলোয় পরিবেশটাও ভালোই লাগে।মেলায় গেলেই পুরোনো কথা মনে হয়।মেলা আসার আগেই নানির থেকে টাকা নিতাম আর মেলার সময় গিয়ে পিস্তল কিনতাম।হিন্দু ধর্মাবলম্বীদের পূজো চলে আর আমার তথা আমাদের চলে মেলা।ভেবে রেখেছি আজ নাগরদোলায় চড়বো,আর আজ এবং আগামীকাল নাকি স্থানীয় থিয়েটার গ্রুপ এর কনসার্ট করা হবে।সেখানেও যাওয়ার ইচ্ছে আছে।এখন দেখি কতদূর কি হয়।

cc, @farhantanvir
shot on, oppo f19 pro
location
date. 13/10/21

Sort:  

মেলায় যাইরে, পুরোনো কথা মনে হলো, ভাল

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 66794.56
ETH 3501.55
USDT 1.00
SBD 2.71