কথা রক্ষার্থে(১০% টু শাই-ফক্স)
আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।
উপজেলা পর্যায় ছেড়ে এখন যেহেতু জেলা পর্যায়ে থাকি তাই আশপাশটা উন্নত হবে এটাই স্বাভাবিক। আর তা দোকান-পাট,যাতায়াত,যোগাযোগ সবদিক থেকেই হওয়া উচিত। আমাদের গোবিন্দগঞ্জকে গাইবান্ধা জেলার রাজধানী বলা হলেও এখনো অনেকদিক থেকেই অসুবিধা রয়ে গেছে।মানে,সব আছে কিন্তু কিছুই নেই।বুঝাতে চাচ্ছি,যা আছে বা যতটুকু আছে তা দিয়ে চাহিদা মেটেনা। আছে কালো বাট আপনার লাগবে গোলাপি আর সেই কালোটার দাম আকাশচুম্বী। বাধ্য হয়ে বাহিরে যেয়ে অনেকসময় নিজেদের চাহিদা মেটাতে হয়।যেহেতু আমার আজকের আলোচনা জিনিস কেনাকাটা নিয়ে তাই আমি এই একটা দিকেই ফোকাস করলাম।
হীরা ভাবির যখন কিছু প্রয়োজন হয় আর সেটা আমাদের ওখানে না পেলে উনি আমায় জানান আর আমি ছুটিতে বাসায় গেলে তার জন্য সেটা নিয়ে যাই।আম্মুর লাগলে আম্মুও বলে,খালা ফুফু তাদের কিছু নিতে হলে তারাও বলে।যেহেতু আমি এখন বাহিরে আছিই আর এখানে প্রায় সবকিছুই পাওয়া যায় তো তাদের কথা শোনা আর তা রাখা আমার দায়িত্ব।
সেদিন ভাবি বলেছিল তার জন্য ডাইস কিনতে।আমি নাম শুনে না চিনলেও জিনিসটার ছবি দেখার পর চিনেছিলাম।
এক কাজের উদ্দেশ্যে সাতমাথা গেলে সময় অপচয় বেশি হয় তাই যখন দুই তিনটা কাজ চেপে যায় তখন যাই।সেদিন আমার সাইকেল ঠিক করার জন্য যখন সাতমাথা গিয়েছিলাম তখন সাইকেল দোকানে ঠিক করতে দিয়ে আমি মার্কেটের ভেতর ঢুকেছিলাম ভাবির বলে দেয়া জিনিসগুলো নিতে।
দোকানে গিয়ে ভাবিকে ভিডিও কল দেওয়ার পর উনি আমায় সবগুলো দেখাতে বললেন আর যেগুলো পছন্দ হলো সেগুলো নিতে বললেন।প্রায় অনেককিছুই নেয়া হয়েছিল সেদিন।
সবকিছু আপাতত আমার কাছেই আছে।ইনশাল্লাহ আগামীকাল বাড়ি গেলে ওনার হাতে জিনিসগুলো পৌঁছে দেবো।
আজকের আয়োজন এই পর্যন্তই ছিল, আশা করি সবার কাছে ভালো লেগেছে।
সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।
🌼আল্লাহ হাফেজ।🌼
Cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Satmatha,Bogura
Date.11/01/23
তোমার মতো একটা দেবর পাশে থাকলে আর কি চাই বলো। ধন্যবাদ দিয়ে ছোট করবো না।সারাজীবন এমন বাধ্যই থেকো।❤️
অবশ্যই❤️
একবারে অনেকগুলো কাজ সেরে ফেললেন দেখছি ।এটা খুবই ভালো ,আমিও প্রথমে বুঝতে পারছিলাম না যে এগুলো কি জিনিস তারপর ইউটিউব দেখে বুঝলাম কাপড়ে প্রিন্ট করার জন্য ব্যবহার করা হয়।ধন্যবাদ ভাইয়া।
একে তো এগুলো বিশেষ করে মেয়েদের জন্যই তৈরি আর নিজেও প্রথমবার নাম শুনেছিলাম তাই আমিও খুব একটা বুঝিনি কি করে এগুলো দিয়ে।দোকানে গিয়ে বুঝেছিলাম।
ভালোই হয়েছে আপনার মাধ্যমে সবার উপকারী হয়। হিরা আপুর প্রয়োজনীয় জিনিসগুলো কিনে দেন এটা শুনে খুবই ভালো লাগলো। অনেক সুন্দর সুন্দর ডাউস দেখতে পেলাম আপনার মাধ্যমে। এটা ভালো হয়েছে আপুকে একদম ভিডিও কলে দেখিয়ে তারপর ওনার পছন্দ অনুযায়ী কিনলেন। এবার শুধু আপুর কাছে নিয়ে গিয়ে পৌঁছে দেওয়ার পালা। নিশ্চয়ই আপনার এরকম কাজে হীরা আপু ভীষণ খুশি।
আশেপাশের মানুষগুলো খুশি থাকলে নিজের খুশি এমনিই আসে।
আপনি খুব দায়িত্ব পালন করেন পোস্ট পড়ে বুঝলাম।খুব সবার কথা ভাবেন, এটা ভাল দিক। হবে, আপনাকে দিয়ে। আপনাকেই খুৃঁজছে বাংলাদেশ। 😃🤗 মজা করলাম।তবে হে সবার দিকে খেয়াল রাখলে, আপনার দিকেও কেউ না কেউ খেয়াল রাখবে। ধন্যবাদ দিয়ে হিরা আপু আপনাকে ছোট করবে না, আমিও করব না।এভাবেই থাকবেন আশাকরি।
আমাকে খোঁজার জন্য হারিকেন প্রয়োজন কিন্তু জাতি এখন এলইডি বাল্ব ইউজ করে।
আপনি তো দেখছি খুব কাজের লোক। হীরা আপুর বেশ ভালোই সাহায্য করছেন। এই ধরনের হেল্প করা ভীষণ ভালো। তবে এক কাজে দুই কাজ করেছেন দেখছি। সাইকেল সারাতে এসে হীরা আপুর বলা ডাইস কিনে ফেললেন। সবগুলোর ডিজাইন খুবই সুন্দর ছিল। তবে আপুকে ভিডিও কলে দেখিয়ে তার পছন্দ অনুসারে কিনেছেন এটা ভালো লাগলো।
ভিডিও কল না করে তো উপায় ছিলনা,আমি তো ওগুলো সম্পর্কে অবগত ছিলাম না।
হীরা আপুর জন্য দেখছি ওনার পছন্দের ডাইস কিনেছেন আপনি। ওনার কিন্তু খুবই ভাল উপকার করলেন আপনি। বেশ ভালো ভালো ডিজাইনের ডাইস দেখতে পেলাম আপনার এই পোষ্টের মাধ্যমে। এরকম একটি দেবর সবার জন্যই খুবই প্রয়োজন আমার মনে হয়। আপনি তো দেখছি ওনার পছন্দের জন্য ভিডিও কলের মাধ্যমে দেখিয়েছেন। খুবই ভালো লাগলো দেখে এই বিষয়টি ধন্যবাদ।
সেরা দেবরের উপাধিতে ভূষিত হতে চাই😜।
পোস্টটি পড়ে ভালই লাগলো সবার উপকার করে যাচ্ছেন। সময় এভাবে সবার পাশে থাকলে নিশ্চয়ই আপনার পাশেও সবাই এসে দাঁড়াবে।কাপড়ে প্রিন্ট করার ডাইস নিলেন। ধন্যবাদ আপনাকে।
ভালোবাসা নিয়েন ভাই।
হীরা ভাবি হয়তো আপনাকে খুব ভরসা করে তাই দায়িত্ব গুলো আপনার উপরই দেয়। প্রথমে তো বুঝতেই পারছিলাম না এগুলো কি জিনিস। পরবর্তীতে ভালো করে দেখে শুনে বুঝতে পারলাম কাপড়ে প্রিন্ট করার ডাইস। যাইহোক বেশ ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। এভাবে লোকের উপকার করতে থাকেন 🤭
হ্যাঁ, দিনশেষে তো এনাদের সাথেই আমার চলাচল।