DIY-বেলুন দিয়ে ক্রাফট তৈরি(১০% টু শাই-ফক্স)

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম,


আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।

অবসর পেলে আপনি কি করেন?এই প্রশ্ন যদি আমায় করা হয় তো আমার সোজাসাপ্টা উত্তর হবে আমি আমার ব্রেইন নিয়ে খেলি।মানে,এমন কিছু কাজ করার চেষ্টা করি যেগুলোতে আমায় আমার ব্রেইনকে ইউজ করতে হবে প্রতিটা ক্ষেত্রেই।আর নিঃসন্দেহে এই বিষয়টা আমি উপভোগ করি।

তো চলুন মূল বিষয়ে আসা যাক-

IMG20230121170257.jpg

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScURvgxL6oNy61wWHmiRpQ4L5wPzJuR91tVZXgqZiEey4gp8T9nQDN7VwhnZbve22Yiqdt9Enz1un5SJtbZ8ZEWa9X9PzccJ9v7NM5pXxQFg.png

  • লাল,গোলাপি ও কালো পেপার
  • সাদা বেলুন
  • পুইশাকের বিচি অথবা মার্বেল
  • রাবার

IMG_20230121_171408.jpg

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9pifAAjHpikoY9DqbyS56xyqD7Tah2dxcumkDyL3J74bvnFLqE5PLQ5R5ZLe...NV8EfAeNxzFEbfJbvzLbcCabt7BLDPP7FCMtLURcDm7k7m4HZCG3To9YT6WNfixjwznsCRhwimBbRKbsYZUVt6uNe8Cwth1DVKrLCnF6aduPZPKDwZKmJSTbQi.png

ধাপ-১

বেলুনের ভেতর পুইশাকের ভেতর ঢুকিয়ে দিয়ে বেলুনটি আবার উল্ট করে নিয়ে ফুলিয়েছিলাম।বেলুনটি যেন অবলম্বন ছাড়াই দাঁড়িয়ে থাকতে পারে সেজন্য এটা করা।

IMG20230121161359.jpg

IMG20230121161658.jpg

ধাপ-২

এবার লাল পেপার থেকে একটা অংশ নিচের ছবির মতো করে কেটে নিয়ে মাথার ক্যাপ বানিয়েছিলাম।

IMG20230121162803.jpg

IMG20230121163514.jpg

ধাপ-৩

এবার গোলাপি কাগজ থেকে লাভ শেইপে একটা অংশ কেটে নিয়েছিলাম আর তারপর তা বেলুনে লাগিয়েছিলাম।

IMG20230121165204.jpg

IMG20230121165814.jpg

ধাপ-৪

এবার কালো কাগজ থেকে নির্দিষ্ট একটা মাপে দুইটা বৃত্ত কেটে নিয়েছিলাম,চোখ হিসেবে ব্যবহারের জন্য।

IMG20230121170018.jpg

ফাইনাল লুক

IMG20230121170257.jpg

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9UUCXtuDz4j3YogH8bYTQ7xEKZH7aDHtXkofFUwqFTCbSMKCNJfvw1YHrxtdy6G5iPWCytZsbrW8WKx.png

আয়োজন এটুকুই ছিল।আজ তবে আসি।সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।ইনশাআল্লাহ ভালো কিছু নিয়ে আবার হাজির হবো😊।

🌼আল্লাহ হাফেজ 🌼

Cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.21/01/23

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde1F6oRaKDis6eFNTqaET8soo8NYdtJXnEayXsg3Fx95TFkgLt1et4cn3GmnVY...ntgU63DpkYkb8a3HFVcmr9kVKAUK7GZN8yEenN3RPoyt3RkugeSBeesWqLh65DeovRdHCzQgvqVNscRmK7JWHUg3a1MT1UCEnDHbAXHQJwY5ncdm8YmiPkmd4R.gif

Sort:  
 last year 

বেলুন দিয়ে তৈরি ক্রাফট টি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। খুব সুন্দর আইডিয়া বের করেছেন।দেখতে বেশ সুন্দর লাগছে।বাচ্চারা এ সব জিনিস খুব পছন্দ করে।আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 last year 

ধন্যবাদ আপু।

 last year 

সত্যি ভাইয়া আপনি আপনার ব্রেন নিয়ে খেলেন। তাই তো আপনার ব্রেইনের মাঝে ক্রিয়েটিভ চিন্তাধারাগুলো এসে ভিড় করে। বেলুন দিয়ে এত সুন্দর ভাবে এই ডাই প্রজেক্টটি তৈরি করেছেন দেখে সত্যিই ভালো লাগলো। একেবারে ভিন্ন ধরনের একটি পোস্ট ছিল। আমার কাছে তো অনেক ভালো লেগেছে ভাইয়া।

 last year 

আপনার ভালো লাগাই আমার স্বার্থকতা।

 last year 

আপনি আসলেই ব্রেইন নিয়ে খেলেন তা না হলে বেলুন ফুলিয়ে এত সুন্দর একটি ডাই এর কাজ করে ফেললেন । খুব সুন্দর হয়েছে বেলুন দিয়ে তৈরি করা ক্র্যাফট। বেলুনের ভিতর পুঁইশাকের বিচি দেয়ার আইডিয়াটা দারুন ছিল। খুব সুন্দর দেখাচ্ছে ক্যাপ সহ বেলুন । ধন্যবাদ ভাইয়া।

 last year 

মার্বেল দিলে আরো ভালো হতো তবে স্টকে মার্বেল ছিলনা😁।

 last year 

আপনার আইডিয়া দেখে আমি সত্যি মুগ্ধ। আপনি তো দেখছি বেলুন এবং রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি ক্রাফট তৈরি করেছেন। সম্পূর্ণ ক্রাফট তৈরির পদ্ধতি আপনি খুবই সুন্দর ভাবে লিখেছেন যার কারণে বুঝতে অনেক সুবিধা হয়েছে। আসলে এরকম নতুন নতুন আইডিয়া দেখতে ভীষণ ভালো লাগে আমার কাছে। অনেক ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয় কাজগুলো করতে।

 last year 

জি আপু ঠিকই বলেছেন,ধন্যবাদ।

 last year 

বেলুন দিয়ে তো দারুন ডাই পোস্ট শেয়ার করলেন। খুব ভাল লাগলো। 😃আইডিয়াটা মন্দ নয়।এত বুদ্ধি কোথায় রেখে ঘুমান, বলেন তো। আমার খুব ভাল লেগেছে আপনার আজকের ডাই পোস্টটি। ধন্যবাদ আপনাকে।

 last year 

কিছুটা রাখি বালিশের নিচে আর কিছুটা রাখি ফ্রিজে।মাথা ফাকা থাকে।

 last year 

আরে ভাই, বেলুন দিয়ে ক্রাফট তৈরি করা অসাধারণ হয়েছে। আসলে দক্ষতা থাকলে অনেক কিছু তৈরি করা সম্ভব। আপনি খুব সুন্দর করে বেলুন দিয়ে ক্রাফট তৈরি করেছেন। ক্রিয়েটিভ চিন্তা গুলো দেখে ভালো লাগে। আজকে ডাই পোস্টটি বেশ দুর্দান্ত হয়েছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 last year 

এতো সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।

 last year 

বেলুন দিয়ে ক্রাফটিং টি খুব সুন্দর হয়েছে ভাইয়া। এটা দেখতে অসাধারণ হয়েছে। আপনি অনেক সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে কাজটি সম্পন্ন করেছেন। এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

 last year 

এতো চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকেও।

 last year 

আপনার আইডিয়াতো খুব চমৎকার। আপনি খুব সুন্দর করে বেলুন দিয়ে ক্রাফট তৈরি করেছেন। সত্যিই আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে বেলুনের মধ্যে লাভ চিহ্নটি দেওয়াতে দেখতে অনেক চমৎকার লাগতেছে। এসব কাজগুলো করতে অনেক ধৈর্য ও সময়ের প্রয়োজন হয়। সে ধৈর্য ধরে আপনি আজকের ক্রাফট তৈরি করেছেন।

 last year 

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.11
JST 0.031
BTC 68316.98
ETH 3856.62
USDT 1.00
SBD 3.65