চার টিকটিকির কাহিনী

in আমার বাংলা ব্লগ3 years ago

বেচে থাকতে গেলে সব প্রাণীরই খাদ্য আবশ্যক।বর্তমানে যা সহজে পাওয়া যায়না।অন্যের সাথে যুদ্ধ করে ছিনিয়ে নিতে হয়।খাদ্য নিয়ে মানুষের মাঝে তো যুদ্ধ দেখেই যাচ্ছেন। যে যেমন পারছে তেমনভাবে খাদ্য সন্ধান করে যাচ্ছে।
আমাদের বাসা-বাড়িতে কিন্তু রাতের বেলা কম বেশি কিছু অতিথি আসে।যেমন টিকটিকি,তেলাপোকা,ইঁদুর ইত্যাদি।তো আমার বাড়িতেও তারা প্রতিদিন রাতেই আসে।বিশেষ করে টিকটিকি সাহেব আসেনই।গতকাল টিকটিকির দ্বারা ঘটানো এক কাহিনী থেকে ভালোই শিক্ষা পেয়েছি।

IMG20210810200303.jpg

IMG20210810200631.jpg

IMG20210810200325.jpg

গোটা চারেক টিকটিকি ছিল এমন অবস্থানে যে চারটেকে একসাথে ফ্রেমে আনলে পিপড়ার মতো লাগবে।তো চারটে টিকটিকির টার্গেট ছিল একটা ছোট্ট পোকা।চার টিকিটিকির কোনোটাই সরে যায়নি।ধীরে ধীরে এগোচ্ছিল,চারটে টিকটিকির দুটো করে মোট আটটা চোখের নজরই ওই পোকার উপরে।তারা নিজেরাও জানতো যে পোকাটা তাদের মধ্যে যেকোনো একজন পাবে।এগোতে এগোতে একটা টিকটিকি পোকাটিকে খেয়েই ফেলেছিল।আর বাকিগুলো আবার অন্যদিকে অন্য খাদ্যের জন্য ছোটাছুটি করতে লাগলো।
শিক্ষাঃ
এটুকু থেকে আমি যা বুঝেছি তা হলো,পথে প্রতিদ্বন্দ্বী অনেক থাকবেই।তাই বলে পিছনে ঘুরে গেলে চলবেনা।সম্ভাবনা ফিফটি ফিফটি হলেও পুর্ণ গতিতে সামনের দিকে এগিয়ে যেতেই হবে।

Cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.11/08/21

Sort:  
 3 years ago 

আপনার লেখা পড়ে খুবই অনুপ্রাণিত হলাম। সত্যি বেঁচে থাকতে হলে যুদ্ধ চালিয়ে যেতেই হবে। এটা একটা চিরন্তন সত্য হয়ে দাঁড়িয়ে গেছে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া,জেনে ভালো লাগলো যে একটু হইলেও অনুপ্রাণিত হয়েছেন।😍

 3 years ago 

দারুণ শিক্ষনীয় বিষয় তুলে ধরেছেন আপনি।ধন্যবাদ আপনাকে দাদা।

 3 years ago 

প্রানভরা ভালোবাসা রইলো দিদিমণি😊

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60270.61
ETH 2411.66
USDT 1.00
SBD 2.43